Ajker Patrika

পাননি জামিন, আদালতেই জ্ঞান হারালেন স্ল্যাটার

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৮: ৩৫
পাননি জামিন, আদালতেই জ্ঞান হারালেন স্ল্যাটার

দুঃসময়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না মাইকেল স্ল্যাটার। ঘরোয়া সহিংসতার ঘটনায় মামলা ছিল তাঁর ওপর। মামলা থেকে নিষ্কৃতি পেতে জামিনের আবেদনও করেন। তবে জামিন আর পাওয়া হলো না। এমন দুঃসংবাদ শুনে ভাষা হারিয়ে ফেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার। 

চলতি সপ্তাহের প্রথম দিকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ম্যারুকিডোর পুলিশ গ্রেপ্তার করেন স্ল্যাটারকে। জামিনের আবেদন করার পর ম্যারুকিডোর ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাঁকে। জামিনের শুনানিতে যখন যান, তখন সবুজ পোশাক পরেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার। আদালত যখন জামিন আবেদন নাকোচ করেন, তখন হতাশায় মুখ ঢাকেন স্ল্যাটার। কারেক্টিভ সেলের স্টাফরা যখন স্ল্যাটারকে সেলে নিয়ে যাচ্ছিলেন, তখনই সংজ্ঞা হারান তিনি (স্ল্যাটার)।

স্ল্যাটারের আইনজীবী মাইকেল রবিনসন জানিয়েছেন, তিনি (স্ল্যাটার) সিডনির পুনর্বাসন কেন্দ্রে থাকার পরিকল্পনা করেন। এটা সম্ভব হতো যদি অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার জামিন পেতেন। রবিনসন বলেন, ‘আদালতের সামনে এসব প্রমাণ দাখিল করা হয়েছে। আশা করি, তিনি বিচারের আওতামুক্ত থাকবেন ও পুনর্বাসনপ্রক্রিয়ার সুবিধা পাবেন।’ তবে জামিন আবেদনের বিরোধিতা করেন পুলিশ। 

১৯ অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। কাউকে অযাচিতভাবে উত্যক্ত করা, ভয় দেখানোর মতো ঘরোয়া সহিংসতামূলক অভিযোগ রয়েছে। এছাড়া রাতে কারও সঙ্গে ঝগড়ায় জড়ানো, বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন যেমন কাউকে শ্বাসরোধ করার মতো অভিযোগও রয়েছে। ঘটনাগুলো হিসেব করা হয়েছে ২০২৩ এর ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১২ এপ্রিল পর্যন্ত। স্ল্যাটারের অনেক অপরাধকর্ম সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। 

১৯৯৩ সালের ৩ জুন অ্যাশেজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্ল্যাটারের। ২০০৪ পর্যন্ত দীর্ঘ ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ৭৪ টেস্ট ও ৪২ ওয়ানডে। ১১৬ ম্যাচে ৩৮.১৭ গড়ে করেছেন ৬২৯৯ রান। ১৪ সেঞ্চুরির পাশাপাশি করেন ৩০ ফিফটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত