Ajker Patrika

ক্লাব কর্মকর্তারা কেন বিসিবি পরিচালক ফাহিমের পদত্যাগ চাইছেন

অনলাইন ডেস্ক
ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের টেস্টে দ্বিস্তর নীতির বিপক্ষে নাজমুল আবেদীন ফাহিম। ছবি: ফাইল ছবি
ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের টেস্টে দ্বিস্তর নীতির বিপক্ষে নাজমুল আবেদীন ফাহিম। ছবি: ফাইল ছবি

ফারুক আহমেদ সভাপতি হওয়ার পরই জানিয়েছিলেন, বিসিবি গঠনতন্ত্রে সংশোধন আনা হবে। সেটির ধারাবাহিকতায় পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটি বিদ্যমান গঠনতন্ত্রের ধারা-উপধারায় কাঁট-ছাঁট করে ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংগঠন সিসিডিএম বিলুপ্ত করার প্রস্তাবের খবর ছড়িয়েছে দেশের ক্রিকেটে।

বিসিবির সাধারণ পরিষদে ক্যাটাগরি-২ শ্রেণিতে কাউন্সিলর উল্লেখযোগ্যসংখ্যায় কমিয়ে ঢাকার ক্লাব কোটার পরিচালকের সংখ্যা ১২ থেকে চারে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে এবং কাউন্সিলরের সংখ্যা ৭৬ থেকে ৩০-এ নামিয়ে আনার প্রস্তাব করেছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি। গঠনতন্ত্রের সংশোধনীতে ঢাকার ক্লাবসমূহের মর্যাদা ক্ষুণ্ন করা হলে আসন্ন প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বর্জনের হুমকি দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা। গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক ফাহিমের পদত্যাগেরও দাবি তুলেছেন তাঁরা।

আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে সিসিডিএম আওতাধীন ক্রিকেট ক্লাবসমূহের মতবিনিময় সভায় গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে সিসিডিএম বিলুপ্তি, ক্লাব কোটার কাউন্সিলরশিপ কমিয়ে আনা এবং পরিচালনা পরিষদের সদস্যসংখ্যা ব্যাপকভাবে হ্রাসের যে প্রস্তাব করা হয়েছে, তা বাতিল করতে বিসিবির পরিচালনা পরিষদকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। তিনি বলেছেন, ‘অযৌক্তিক কারণ দেখিয়ে দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। বিসিবির গঠনতন্ত্রে ক্লাবসমূহকে যথাযথ সম্মান দিতে হবে।’

সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ঢাকা মোহামেডানের ক্রিকেট কমিটির কর্মকর্তা মাসুদুজ্জামান বলেছেন, ‘নাজমুল আবেদিন ফাহিম সাহেব প্রকারান্তরে আমাদের ছোট করেছেন। সিসিডিএম বিলুপ্ত করে তিনি আঞ্চলিক ক্রিকেট করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত