Ajker Patrika

এবার বিসিএলেও থাকছে না মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
এবার বিসিএলেও থাকছে না মুক্তিযোদ্ধা

পেশাদার ফুটবল থেকে গত মৌসুমে প্রথমবারের মতো অবনমন হয়েছিল বাংলাদেশের ফুটবলের অন্যতম সফল ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। নিয়ম অনুযায়ী, পেশাদার লিগ থেকে অবনমিত হয়ে দ্বিতীয় স্তরের লিগ বিসিএলে খেলার কথা থাকলেও সেখান থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ঐতিহ্যবাহী দলটি! আজ ছিল বিসিএল অংশগ্রহণকারী দলগুলোর নাম নিবন্ধনের শেষ দিন। শেষ দিনেও নিজেদের নাম নিবন্ধন করায়নি মুক্তিযোদ্ধা। 

কেন নাম নিবন্ধন করায়নি মুক্তিযোদ্ধা? এমন প্রশ্নে দলটির ম্যানেজার আরিফুল ইসলাম দায়টা চাপিয়ে দিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক জহুরুল ইসলাম রোহেলের কাঁধে। জহুরুল ইসলাম একই সঙ্গে মুক্তিযোদ্ধা ক্লাবের সাম্মানিক সভাপতিও। বিসিএলের জন্য দল গড়ার জন্য সভাপতির কাছ থেকে কোনো সাড়া পাননি জানিয়ে আরিফুল বললেন, ‘আমরা তাকে দল করার বিষয়টি জানিয়েছি। তিনি বললেন, কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি সভাপতি। সিদ্ধান্ত দেবেন তিনি। অথচ তিনি বললেন, কোনো সিদ্ধান্ত হয়নি।’

দেড় কোটি টাকা হলে বিসিএলে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়া যায়। অর্ধেক টাকার সংস্থানও সভাপতি করেননি বলে জানালেন আরিফ, ‘আমি একটি দল ঠিক করে রেখেছিলাম। কতই বা লাগত। অর্ধেক টাকা হলেও বাকিটা আমি ব্যবস্থা করতে পারতাম। মুক্তিযোদ্ধা একটি ঐতিহ্যবাহী দল। এই দলের সঙ্গে এমন অবহেলা মেনে নেওয়া যায় না।’

নাম নিবন্ধনের সময় বাড়ানোর জন্য বাফুফের সঙ্গে কাল কথা বলতে চান আরিফ। অর্থের সংস্থান হলে মুক্তিযোদ্ধা চ্যাম্পিয়ন হবে বলেও বিশ্বাস তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত