Ajker Patrika

ফিলিপসের স্বপ্ন পূরণের টেস্টেও স্বস্তিতে নেই নিউজিল্যান্ড

ফিলিপসের স্বপ্ন পূরণের টেস্টেও স্বস্তিতে নেই নিউজিল্যান্ড

দেশের মাঠে ৫ উইকেট নেবেন এমনটা কখনো ভাবেননি গ্লেন ফিলিপস। আশা করছিলেন উপমহাদেশের মাঠে কোনো একদিন পাবেন তিনি। আজ ওয়েলিংটন টেস্টে প্রথমবার ৫ উইকেট পেয়ে স্বপ্ন পূরণ হয়েছে বলে ম্যাচ শেষে জানিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার। 

সুযোগটা করে দেওয়ার জন্য কিউই অধিনায়ক টিম সাউদিকে ধন্যবাদও দিয়েছেন ফিলিপস। উইকেট নেওয়ার কৃতিত্ব তাঁর হলেও লম্বা সময় বোলিং করার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ২৭ বছর বয়সী অফ স্পিনার। নিজের স্বপ্ন পূরণের সঙ্গে দলকে ঘুরে দাঁড়াতেও সহায়তা করেছেন তিনি। 

ফিলিপসের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। গতকাল ২ উইকেটে ১৩ রানে দিন শেষ করেছিল সফরকারীরা। দ্বিতীয় দিনের দুই অপরাজিত ব্যাটার উসমান খাজা ও নাথান লায়ন আজ নিজেদের জুটিতে যোগ করতে পেরেছেন ৪০ রান। ৪৬ বলে ৬ চারের সহায়তা ৪১ রান করে লায়ন ম্যাট হেনরির বলে ফিরে গেলে তাঁদের তৃতীয় উইকেট জুটি ভেঙে যায় ৪৯ রানে।

বোলিং মূল কাজ হলেও ৪১ রান নিয়ে লায়নই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সেরা ব্যাটার। অজি স্পিনার আউট হওয়ার পরেই বোলিংয়ে আসেন ফিলিপস। পিচের সহায়তায় পরে একের পর এক উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন তিনি। শুরুটা করেন খাজাকে (২৮) দিয়ে আর পাঁচ উইকেট পূর্ণ করেন ক্যামেরুন গ্রিনের (৩৪) উইকেট নিয়ে। মাঝে তাঁর তিন শিকার হচ্ছেন—ট্রাভিস হেড (২৯), মিচেল মার্শ (০) ও অ্যালেক্স ক্যারি (৩)। ইনিংসের ৩৯ তম ওভারে দ্বিতীয় ও তৃতীয় বলে হেড এবং মার্শকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছিলেন তিনি। ক্যারি অবশ্য সে যাত্রায় তাঁকে উইকেট না দিলেও পরে কিউই স্পিনারেরই শিকার হয়েছেন।

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের শেষটা গুটিয়ে দিয়েছেন ৩ উইকেট নেওয়া হেনরি। মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সকে আউট করে। ফিলিপসের স্বপ্ন পূরণ হলেও সিরিজের প্রথম টেস্টে তাঁর দল স্বস্তিতে নেই। প্রথম ইনিংসে মাত্র ১৭৯ রানে অলআউট হওয়ায় প্রতিপক্ষকে অল্পতে আটকিয়েও তাই খুব একটা সুবিধা হয়নি তাদের। কেননা জিততে হলে রেকর্ড ৩৬৯ রান করতে হবে তাদের। নিউজিল্যান্ডে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ১৯৬৯ সালে অকল্যান্ডে ৩৪৫ রান তাড়া করে জয় পায় ক্যারিবিয়ানরা। কিউইদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৩২৪। ১৯৯৪ সালে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে। 

ওয়েলিংটনের রেকর্ড হচ্ছে ২১৭ রানের। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে এই রান তাড়া করে যেতে স্বাগতিকেরাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ রেকর্ড রান তাড়া করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি নিউজিল্যান্ডের। ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে অবশ্য দলের হাল ধরেছেন তরুণ ব্যাটার রাচিন রবীন্দ্র। ৫৬ রান করে অপরাজিত আছেন বাঁহাতি ব্যাটার। তাঁকে সঙ্গে দিচ্ছেন ১২ রানে পিচে থাকা ড্যারিল মিচেল। তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১১১ রান করে দলের ধাক্কা সামলে নিলেও আগামীকাল আরও বড় লক্ষ্য থাকবে দুই অপরাজিত ব্যাটারের। তাঁদের সঙ্গে কিউইরা নিশ্চয়ই ব্যাটিংয়েও দুর্দান্ত কিছু আশা করবে ক্যারিয়ার সেরা বোলিং করা ফিলিপসের ওপরও। ৪৫ রানে ৫ উইকেট নেওয়া এই অলরাউন্ডার দলের আশা পূরণ করতে পারবেন কিনা সেটা সময়ের কাছে তোলা থাকছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত