Ajker Patrika

রশিদের লড়াই ছাপিয়ে অস্ট্রেলিয়ার শ্বাসরুদ্ধকর জয়

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৮: ২৬
রশিদের লড়াই ছাপিয়ে অস্ট্রেলিয়ার শ্বাসরুদ্ধকর জয়

ধ্বংসস্তূপের দাঁড়িয়ে একাই লড়ে যাচ্ছিলেন রশিদ খান। অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়েই দিচ্ছিলেন আফগানিস্তানের এই অলরাউন্ডার। তবে শেষ পর্যন্ত কাছাকাছি গিয়ে হেরেছে আফগানরা। অ্যাডিলেডে আফগানিস্তানকে ৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

তবে এই ম্যাচ জিতেও অস্ট্রেলিয়া এখনো সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি। অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ভর করছে এখন সিডনিতে আগামীকালের ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে। কেননা অস্ট্রেলিয়ার নেট রান রেট -০.১৭৩। আর ইংল্যান্ডের নেট রানরেট+.৫৪৭। জিতলেই সেমিফাইনালের টিকিট কাটবে ইংলিশরা।

 ১৬৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা দলীয় ১৫ রানে  আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে যায়।তৃতীয় ওভারের তৃতীয় বলে উসমান ঘানিকে তুলে নেন জশ হ্যাজলউড। এরপর ঝড় তোলা শুরু করেও ইনিংস বড় করতে পারেননি রহমানুল্লাহ গুরবাজ। ১৭ বলে ৩০ রান করে বিদায় নেন আফগানিস্তানের এই উইকেটকিপার ব্যাটার।এরপর তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়া শুরু করেন গুলবদিন নাইব-ইব্রাহিম জাদরান।৪৬ বলে ৫৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।১৪ তম ওভার বোলিংয়ে এসে ইব্রাহিমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন  অ্যাডাম জাম্পা।এই ওভারে নাজিবুল্লাহ জাদরানের গুরুত্বপূর্ণ উইকেটটিও নেন জাম্পা।

জাম্পার জোড়া উইকেটের পর দ্রুত আরও দুই উইকেট হারায় আফগানিস্তান। ২ উইকেটে ৯৯ থেকে আফগানরা হয়ে যায় ৬ উইকেটে ১০৩। ৬ উইকেট পড়ার পর উইকেটে আসেন রশিদ। তখন আফগানদের দরকার হয় ৩৩ বলে ৬৬ রান। উইকেটে এসেই ঝড় তোলা শুরু করেন রশিদ। ২৩ বলে ৪৮ রানের এক ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই লেগস্পিনিং অলরাউন্ডার। তা শুধু ব্যবধানই কমাতে পেরেছে।নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রানে আটকে যায় আফগানদের ইনিংস।অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দুটো করে উইকেট নিয়েছেন জাম্পা ও হ্যাজলউড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত ফারুকী, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত