ক্রীড়া ডেস্ক
সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং ইস্যুতে হইচই পড়ে যায়। বিপিএলের পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) আলোচনায় ফিক্সিং। কিন্তু এবার এই ইস্যুতে স্বয়ং একটি দলের কোচই খেলোয়াড়দের খেলার ধরন দেখে সন্দেহ প্রকাশ করেছেন। এ মৌসুমে ডিপিএলে পারটেক্সের অধিনায়কত্ব করছেন সাব্বির রহমান। তাঁকে নিয়েই জটিলতা তৈরি হয়েছে। পারটেক্সের ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় বিসিবিতে অভিযোগ করে চিঠি দিয়েছেন।
এসবের মধ্যেই পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু খেলোয়াড় নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। আনোয়ারুল সংবাদমাধ্যমকে অভিযোগ করেছেন, ‘আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’
কী ধরনের নেতিবাচক ক্রিকেট খেলছেন খেলোয়াড়েরা, সেটিও আনোয়ারুল, ‘নেগেটিভ বলতে যেমন ধরেন ৫০ বল খেলে ১৮ রান। ওই ধরেন কেউ ৪০ বল খেলে ৫ রান। আমার অফিশিয়াল তো এটা গ্রহণ করেনি। আমাকে অনেক খেলোয়াড় অনেক ফোন করছে, আপনার এই খেলোয়াড় ফিক্সিং করছে। এই খেলোয়াড় এটা করছে, ওটা করছে। আমার তো এ বিষয়ে অভিজ্ঞতা নেই, ফিক্সিংটা করে কীভাবে। কিন্তু এ রকম নেগেটিভ খেলা কেন!’
ক্রিকেটারদের নিয়ে ফিক্সিংয়ের সন্দেহ করছেন? পারটেক্সের কোচ আনোয়ারুল বলেন, ‘এটা শুধু (সন্দেহ) আমরা না। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, এটা সন্দেহজনক, তোমাদের দলের খেলোয়াড়েরা এমন করছে কেন! এ রকম তো খেলার কথা না। যেখানে ২২০ রান তাড়া করছি, ২০ ওভারে ৩৭ রান। এটা তো সন্দেহজনক খেলা।’
তবে আনোয়ারুল প্রমাণ ছাড়া কথা বলতে অনিচ্ছুক। তিনি বলেন, ‘আমি তো প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারছি না। আমাকে অনেক খেলোয়াড় অনেক ফোন করছে, আপনার এই খেলোয়াড় ফিক্সিং করছে। এই খেলোয়াড় এটা করছে, ওটা করছে। আমার তো এ বিষয়ে অভিজ্ঞতা নেই, ফিক্সিংটা করে কীভাবে। কিন্তু এ রকম নেগেটিভ খেলা কেন!’
ডিপিএলের কয়েকটি দল একই পর্ষদ থেকে পরিচালিত হয়। তাতে অবনমান এড়ানো কিংবা সুপার লিগে জায়গা করতে ম্যাচ ছেড়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। এবার গাজী গ্রুপের দুটি দলের মধ্যে একটি ম্যাচ নিয়েও ম্যাচ ছেড়ে দেওয়ার গুঞ্জন রয়েছে।
সবচেয়ে আলোচনায় আজ গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনাহাজুল আবেদীন সাব্বির উইকেট বিলিয়ে দেওয়া আসার কাণ্ড দেখে। মিরপুরে ৫ উইকেটে শাইনপুকুরের বিপক্ষে জিতেছে গুলশান। উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে, স্বজ্ঞানে যেন আর বক্সে ঢুকলেন না! স্টাম্পিং হয়েই ফিরলেন তিনি। একই রকমভাবে ফিরলেন মোহাম্মদ রহিম আহমেদও। তাঁদের আউটের ধরন নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে।
সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং ইস্যুতে হইচই পড়ে যায়। বিপিএলের পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) আলোচনায় ফিক্সিং। কিন্তু এবার এই ইস্যুতে স্বয়ং একটি দলের কোচই খেলোয়াড়দের খেলার ধরন দেখে সন্দেহ প্রকাশ করেছেন। এ মৌসুমে ডিপিএলে পারটেক্সের অধিনায়কত্ব করছেন সাব্বির রহমান। তাঁকে নিয়েই জটিলতা তৈরি হয়েছে। পারটেক্সের ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় বিসিবিতে অভিযোগ করে চিঠি দিয়েছেন।
এসবের মধ্যেই পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু খেলোয়াড় নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। আনোয়ারুল সংবাদমাধ্যমকে অভিযোগ করেছেন, ‘আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’
কী ধরনের নেতিবাচক ক্রিকেট খেলছেন খেলোয়াড়েরা, সেটিও আনোয়ারুল, ‘নেগেটিভ বলতে যেমন ধরেন ৫০ বল খেলে ১৮ রান। ওই ধরেন কেউ ৪০ বল খেলে ৫ রান। আমার অফিশিয়াল তো এটা গ্রহণ করেনি। আমাকে অনেক খেলোয়াড় অনেক ফোন করছে, আপনার এই খেলোয়াড় ফিক্সিং করছে। এই খেলোয়াড় এটা করছে, ওটা করছে। আমার তো এ বিষয়ে অভিজ্ঞতা নেই, ফিক্সিংটা করে কীভাবে। কিন্তু এ রকম নেগেটিভ খেলা কেন!’
ক্রিকেটারদের নিয়ে ফিক্সিংয়ের সন্দেহ করছেন? পারটেক্সের কোচ আনোয়ারুল বলেন, ‘এটা শুধু (সন্দেহ) আমরা না। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, এটা সন্দেহজনক, তোমাদের দলের খেলোয়াড়েরা এমন করছে কেন! এ রকম তো খেলার কথা না। যেখানে ২২০ রান তাড়া করছি, ২০ ওভারে ৩৭ রান। এটা তো সন্দেহজনক খেলা।’
তবে আনোয়ারুল প্রমাণ ছাড়া কথা বলতে অনিচ্ছুক। তিনি বলেন, ‘আমি তো প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারছি না। আমাকে অনেক খেলোয়াড় অনেক ফোন করছে, আপনার এই খেলোয়াড় ফিক্সিং করছে। এই খেলোয়াড় এটা করছে, ওটা করছে। আমার তো এ বিষয়ে অভিজ্ঞতা নেই, ফিক্সিংটা করে কীভাবে। কিন্তু এ রকম নেগেটিভ খেলা কেন!’
ডিপিএলের কয়েকটি দল একই পর্ষদ থেকে পরিচালিত হয়। তাতে অবনমান এড়ানো কিংবা সুপার লিগে জায়গা করতে ম্যাচ ছেড়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। এবার গাজী গ্রুপের দুটি দলের মধ্যে একটি ম্যাচ নিয়েও ম্যাচ ছেড়ে দেওয়ার গুঞ্জন রয়েছে।
সবচেয়ে আলোচনায় আজ গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনাহাজুল আবেদীন সাব্বির উইকেট বিলিয়ে দেওয়া আসার কাণ্ড দেখে। মিরপুরে ৫ উইকেটে শাইনপুকুরের বিপক্ষে জিতেছে গুলশান। উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে, স্বজ্ঞানে যেন আর বক্সে ঢুকলেন না! স্টাম্পিং হয়েই ফিরলেন তিনি। একই রকমভাবে ফিরলেন মোহাম্মদ রহিম আহমেদও। তাঁদের আউটের ধরন নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে।
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৩ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৫ ঘণ্টা আগেসেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
৬ ঘণ্টা আগে