অনলাইন ডেস্ক
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম ইকবাল। রংপুরের বিপক্ষে গতকাল তিনি আউট হয়েছিলেন ১৩ রান করে। ২৪ ঘণ্টা না পেরোতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তামিম। সিলেটের বোলারদের বেধড়ক পিটিয়ে আজ রেকর্ডটি গড়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
সিলেট একাডেমি গ্রাউন্ডে তামিমের দল চট্টগ্রাম আজ খেলতে নেমেছে সিলেটের বিপক্ষে। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দিনের শুরু থেকেই বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছেন তামিম। ২৭ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০তম ফিফটি করেছেন এই বাঁহাতি ব্যাটার। ৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম করেছে ১৪.৪ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটির তালিকায় তামিমের পরে আছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি, বিপিএলসহ সব ধরনের টি-টোয়েন্টি মিলে মুশফিক করেছেন ৩৪ ফিফটি। তিনে থাকা সাকিব আল হাসান ৩২ ফিফটি করেছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে। ২৮ ফিফটি করে এই তালিকায় চারে আছেন লিটন দাস। পাঁচে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ সব ধরনের টি-টোয়েন্টি মিলে করেছেন ২৩ ফিফটি। তাঁদের মধ্যে তামিম,মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ফিফটি
ফিফটি
তামিম ইকবাল ৫০
মুশফিকুর রহিম ৩৪
সাকিব আল হাসান ৩২
লিটন দাস ২৮
মাহমুদউল্লাহ রিয়াদ ২৩
আরও পড়ুন:
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম ইকবাল। রংপুরের বিপক্ষে গতকাল তিনি আউট হয়েছিলেন ১৩ রান করে। ২৪ ঘণ্টা না পেরোতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তামিম। সিলেটের বোলারদের বেধড়ক পিটিয়ে আজ রেকর্ডটি গড়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
সিলেট একাডেমি গ্রাউন্ডে তামিমের দল চট্টগ্রাম আজ খেলতে নেমেছে সিলেটের বিপক্ষে। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দিনের শুরু থেকেই বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছেন তামিম। ২৭ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০তম ফিফটি করেছেন এই বাঁহাতি ব্যাটার। ৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম করেছে ১৪.৪ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটির তালিকায় তামিমের পরে আছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি, বিপিএলসহ সব ধরনের টি-টোয়েন্টি মিলে মুশফিক করেছেন ৩৪ ফিফটি। তিনে থাকা সাকিব আল হাসান ৩২ ফিফটি করেছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে। ২৮ ফিফটি করে এই তালিকায় চারে আছেন লিটন দাস। পাঁচে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ সব ধরনের টি-টোয়েন্টি মিলে করেছেন ২৩ ফিফটি। তাঁদের মধ্যে তামিম,মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ফিফটি
ফিফটি
তামিম ইকবাল ৫০
মুশফিকুর রহিম ৩৪
সাকিব আল হাসান ৩২
লিটন দাস ২৮
মাহমুদউল্লাহ রিয়াদ ২৩
আরও পড়ুন:
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
২ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৪ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৪ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৫ ঘণ্টা আগে