Ajker Patrika

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার পূর্ণশক্তির দল

আপডেট : ০৪ মে ২০২২, ১৩: ৩৮
বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার পূর্ণশক্তির দল

বাংলাদেশ সফর সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। দুই ম্যাচের এই সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন দিমুথ করুনারত্নে।

এই সফরে লঙ্কানদের দলে রাখা হয়েছে রোশেন সিলভাকে। যদিও তিনি বাংলাদেশ সফরে আসতে অপারগতা জানিয়েছিলেন বোর্ডকে।

৮ মে ঢাকায় আসবে শ্রীলঙ্কা। পরদিন মিরপুরে অনুশীলন করবে তারা। তারপরের দুই দিন বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে সফরকারীদের।

১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ২৩ মে ঢাকায়।

শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষ্মণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত