নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৭৬ রানে বিধ্বস্ত হওয়ার পর আজ আর মিরপুরমুখী হয়নি বাংলাদেশ দল। হোটেলেই সময়টা কাটিয়েছেন সাকিব-মোস্তাফিজরা। তবে এমন হারের পর বসে থাকার সুযোগ কোথায়?
তাসকিন–সৌম্যরা হোটেলেই নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন। সময় কাটিয়েছেন জিমে। টিম হোটেলে জিম করতে করতে তাঁরা টিভিতে চোখ রাখছিলেন ভারত–ইংল্যান্ড টেস্টের দিকে।
শেষদিনে জমে উঠেছে ভারত-ইংল্যান্ড টেস্ট। ওভালে বিনা উইকেটে ৭৭ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ওপেনার হাসিব হামিদ ও ররি বার্নস। ১১০ রানে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনেই তুলে নেন ফিফটি। অবশ্য বার্নসের পর দ্রুতই ডেভিড মালান ফিরে যাওয়ায় কিছুটা চাপে পড়েছেন ইংলিশরা।
বিসিবির পাঠানো ছবি ও ভিডিওতে দেখা গেছে লিটন, সোহান, মোসাদ্দেক, সৌম্য, তাসকিন ও মোস্তাফিজ জিম করছেন আর চোখ রাখছেন টিভি পর্দায়। সেখানে চলছিল ভারত–ইংল্যান্ড টেস্ট। টিভিতে তখন ইংল্যান্ডের স্কোর দেখাচ্ছিল ১১৮/১। বোলিং প্রান্তে তখন রবীন্দ্র জাদেজা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে যাওয়া ইংল্যান্ডের সংগ্রহ ১৩১ রান। জিততে হলে ৬৩ ওভারে আরও ২৩৮ রান নিতে হবে ইংল্যান্ডকে। আর ভারতের দরকার ৮ উইকেট।
এমন জমজমাট টেস্ট দেখে মোস্তাফিজ-লিটনরা হয়তো বুঝতে চাইছেন, কঠিন ম্যাচে কীভাবে সামলাতে হয় চাপ! গতকাল নিউজিল্যান্ডের কাছে ৫২ রানের বড় ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশের সামনে যে এখন চাপ সামলানোর চ্যালেঞ্জও।
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৭৬ রানে বিধ্বস্ত হওয়ার পর আজ আর মিরপুরমুখী হয়নি বাংলাদেশ দল। হোটেলেই সময়টা কাটিয়েছেন সাকিব-মোস্তাফিজরা। তবে এমন হারের পর বসে থাকার সুযোগ কোথায়?
তাসকিন–সৌম্যরা হোটেলেই নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন। সময় কাটিয়েছেন জিমে। টিম হোটেলে জিম করতে করতে তাঁরা টিভিতে চোখ রাখছিলেন ভারত–ইংল্যান্ড টেস্টের দিকে।
শেষদিনে জমে উঠেছে ভারত-ইংল্যান্ড টেস্ট। ওভালে বিনা উইকেটে ৭৭ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ওপেনার হাসিব হামিদ ও ররি বার্নস। ১১০ রানে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনেই তুলে নেন ফিফটি। অবশ্য বার্নসের পর দ্রুতই ডেভিড মালান ফিরে যাওয়ায় কিছুটা চাপে পড়েছেন ইংলিশরা।
বিসিবির পাঠানো ছবি ও ভিডিওতে দেখা গেছে লিটন, সোহান, মোসাদ্দেক, সৌম্য, তাসকিন ও মোস্তাফিজ জিম করছেন আর চোখ রাখছেন টিভি পর্দায়। সেখানে চলছিল ভারত–ইংল্যান্ড টেস্ট। টিভিতে তখন ইংল্যান্ডের স্কোর দেখাচ্ছিল ১১৮/১। বোলিং প্রান্তে তখন রবীন্দ্র জাদেজা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে যাওয়া ইংল্যান্ডের সংগ্রহ ১৩১ রান। জিততে হলে ৬৩ ওভারে আরও ২৩৮ রান নিতে হবে ইংল্যান্ডকে। আর ভারতের দরকার ৮ উইকেট।
এমন জমজমাট টেস্ট দেখে মোস্তাফিজ-লিটনরা হয়তো বুঝতে চাইছেন, কঠিন ম্যাচে কীভাবে সামলাতে হয় চাপ! গতকাল নিউজিল্যান্ডের কাছে ৫২ রানের বড় ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশের সামনে যে এখন চাপ সামলানোর চ্যালেঞ্জও।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
১ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৫ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৬ ঘণ্টা আগে