ক্রীড়া ডেস্ক
মেলবোর্ন রেনেগেডসের হয়ে চলমান বিগব্যাশে আর খেলা হচ্ছে না মুজিব-উর-রহমানের। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাঁর অনাপত্তিপত্রের শর্তাবলি পরিবর্তন করায় তাঁকে স্কোয়াডে রাখেনি রেনেগেডস।
এতে করে ‘মেলবোর্ন ডার্বিতে’ খেলা হচ্ছে না মুজিবের। আগামীকাল মেলবোর্ন স্টারসের বিপক্ষে টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের খোঁজে নামবে রেনেগেডস। দলের সবশেষ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই অফ স্পিনার। ২০ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
মুজিবের অনাপত্তিপত্র যে বাতিল হবে সেটা আগে থেকেই জানা ছিল। অবশ্য শুধু মুজিবের ক্ষেত্রেই নয়, তাঁর মতো ফজলহক ফারুকি এবং নাভিন-উল-হকের মাথায়ও ঝুলছিল। ২০২৪ সালে এসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার ইচ্ছা পোষণ করেছিলেন এই তিন ক্রিকেটার। তাঁদের এমন ইচ্ছা পোষণ করার পরেই গত ২৬ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয় এসিবি।
নিষেধাজ্ঞার বিষয়ে এসিবি বিবৃতিতে লিখেছিল, ‘আফগানিস্তানের হয়ে খেলার চেয়ে তাঁরা ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিয়েছিল।’ সঙ্গে আগামী দুই বছর মুজিব-ফারুকি-নাভিনকে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে অনাপত্তিপত্র দেবে না আফগানিস্তান।
এসিবি এমন বিবৃতি দেওয়ার পরও মুজিবের পাশেই ছিল রেনেগেডস। বিগব্যাশের শেষ পর্যন্ত তাঁর পাশে থাকার ইচ্ছা পোষণ করে এক বিবৃতিও দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু এবার আফগানিস্তানের অফ স্পিনারের অনাপত্তিপত্রের শর্তাবলিতে পরিবর্তন আসায় তাঁকে স্কোয়াডের বাইরে রাখতে বাধ্য হয়েছে রেনেগেডস। সঙ্গে নতুন বিবৃতিতে বলেছে, ‘অনাপত্তিপত্রের শর্তাবলি পরিবর্তনের পর মুজিব-উর-রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।’
নাভিন-ফারুকি দেশের হয়ে আবারও খেলার ইচ্ছা প্রকাশ করে এসিবির সঙ্গে যোগাযোগ করলেও মুজিব করেননি। যার কারণে আরব আমিরাতে বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে নাভিন-ফারুকি সুযোগ পেলেও মুজিবের হয়নি। সর্বশেষ আফগানিস্তানের হয়ে ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন এবারের বিগব্যাশে ৬ ম্যাচ খেলা মুজিব।
মেলবোর্ন রেনেগেডসের হয়ে চলমান বিগব্যাশে আর খেলা হচ্ছে না মুজিব-উর-রহমানের। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাঁর অনাপত্তিপত্রের শর্তাবলি পরিবর্তন করায় তাঁকে স্কোয়াডে রাখেনি রেনেগেডস।
এতে করে ‘মেলবোর্ন ডার্বিতে’ খেলা হচ্ছে না মুজিবের। আগামীকাল মেলবোর্ন স্টারসের বিপক্ষে টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের খোঁজে নামবে রেনেগেডস। দলের সবশেষ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই অফ স্পিনার। ২০ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
মুজিবের অনাপত্তিপত্র যে বাতিল হবে সেটা আগে থেকেই জানা ছিল। অবশ্য শুধু মুজিবের ক্ষেত্রেই নয়, তাঁর মতো ফজলহক ফারুকি এবং নাভিন-উল-হকের মাথায়ও ঝুলছিল। ২০২৪ সালে এসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার ইচ্ছা পোষণ করেছিলেন এই তিন ক্রিকেটার। তাঁদের এমন ইচ্ছা পোষণ করার পরেই গত ২৬ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয় এসিবি।
নিষেধাজ্ঞার বিষয়ে এসিবি বিবৃতিতে লিখেছিল, ‘আফগানিস্তানের হয়ে খেলার চেয়ে তাঁরা ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিয়েছিল।’ সঙ্গে আগামী দুই বছর মুজিব-ফারুকি-নাভিনকে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে অনাপত্তিপত্র দেবে না আফগানিস্তান।
এসিবি এমন বিবৃতি দেওয়ার পরও মুজিবের পাশেই ছিল রেনেগেডস। বিগব্যাশের শেষ পর্যন্ত তাঁর পাশে থাকার ইচ্ছা পোষণ করে এক বিবৃতিও দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু এবার আফগানিস্তানের অফ স্পিনারের অনাপত্তিপত্রের শর্তাবলিতে পরিবর্তন আসায় তাঁকে স্কোয়াডের বাইরে রাখতে বাধ্য হয়েছে রেনেগেডস। সঙ্গে নতুন বিবৃতিতে বলেছে, ‘অনাপত্তিপত্রের শর্তাবলি পরিবর্তনের পর মুজিব-উর-রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।’
নাভিন-ফারুকি দেশের হয়ে আবারও খেলার ইচ্ছা প্রকাশ করে এসিবির সঙ্গে যোগাযোগ করলেও মুজিব করেননি। যার কারণে আরব আমিরাতে বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে নাভিন-ফারুকি সুযোগ পেলেও মুজিবের হয়নি। সর্বশেষ আফগানিস্তানের হয়ে ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন এবারের বিগব্যাশে ৬ ম্যাচ খেলা মুজিব।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২২ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে