Ajker Patrika

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩: ২০
ওয়ানডে সিরিজ শুরুর আগে আফগান অধিনায়কের সঙ্গে নাজমুল হোসেন শান্তর ফটোসেশন। ছবি: বিসিবি
ওয়ানডে সিরিজ শুরুর আগে আফগান অধিনায়কের সঙ্গে নাজমুল হোসেন শান্তর ফটোসেশন। ছবি: বিসিবি

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে জানা গেল সম্প্রচারক চ্যানেলের নাম।

শারজায় বাংলাদেশ সময় আগামীকাল বিকেল ৪টায় সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে নামছে বাংলাদেশ-আফগানিস্তান। এশিয়ার এই দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও টি-স্পোর্টস। এমনকি অনলাইন স্ট্রিমিং টফি ও ফ্যানকোড অ্যাপেও দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে শারজায়। বাকি দুই ম্যাচ হবে ৯ ও ১১ নভেম্বর। সব ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে ৩০ ম্যাচে। মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১৬ ম্যাচ, হেরেছে ১৪ ম্যাচ। সবচেয়ে বেশি ১০ জয় ওয়ানডেতে পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্টে বাংলাদেশ জিতেছে ৫ ও ১ ম্যাচ।

বাংলাদেশ-আফগানিস্তান এখন পর্যন্ত দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে তিনবার। দুই বার জিতেছে বাংলাদেশ, আফগানিস্তান জিতেছে একবার। সবশেষ ২০২৩ সালে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছে দল দুটি। বাংলাদেশে এসে আফগানিস্তান ২-১ ব্যবধানে জিতেছিল সেই সিরিজ।

আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেন্ট ভিনসেন্টে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডে বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলে বিশ্বকাপ ইতিহাসে এটাই আফগানদের প্রথম কোনো সেমিফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

আঞ্চলিক স্বার্থে আবার জাগছে ভারত-চীন-রাশিয়ার আরআইসি জোট

তানোরে বিএনপির ‘ব্যাকআপে’ চলছে আ.লীগ নেতা সুজনের রাজত্ব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত