Ajker Patrika

এটাই কি শেষ বিশ্বকাপ, কী বললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, অ্যান্টিগা থেকে
এটাই কি শেষ বিশ্বকাপ, কী বললেন সাকিব

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে সেই বিস্ফোরক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ জানিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে বলেছিলেন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ইতি টানতে পারেন আন্তর্জাতিক ক্যারিয়ারে। সেটি হলে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ২০ ওভারের শেষ আইসিসির ইভেন্ট।

নিজের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ কি না, এ প্রশ্ন আজ সংবাদ সম্মেলনে সাকিব একটু রহস্যই রেখে দিলেন, ,‘শেষ কি না জানি না। পৃথিবীতে যেকোনো কিছু যেকোনো হওয়া সম্ভব। সিদ্ধান্ত নেবে বোর্ড, আমারও কিছু সিদ্ধান্ত আছে।’

তাহলে যে বলেছিলেন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে শেষ। সেই প্রসঙ্গ তুলতেই সাকিবের উত্তর, ‘বলেছিলাম, ওটা তখন পর্যন্ত চিন্তা। চিন্তা পরিবর্তন হতেই পারে। এসব নিয়ে চিন্তিত নই।’ এখন বিষয়টি সময়ে হাতে ছেড়ে দিচ্ছেন সাকিব, ‘সামনে অনেক বড় বিরতি আছে। দল যদি মনে করে আমার দরকার আছে, আমি যদি মনে করি আমার দরকার আছে। উপভোগ না করলে অবশ্যই খেলার বিষয় না। এটা সময়ের ব্যাপার। সামনে বড় বিরতি আছে। টেস্ট ম্যাচ আছে। এটা সময়ের ওপর ছেড়ে দিই। সময় হলেই সবাই জানতে পারবে।’

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, ৩টা হেরেছে—এই ফল সাকিবের চোখে ‘খুব একটা খারাপ না’ মনে হয়েছে। বাংলাদেশ আজই ম্যাচ খেলে অ্যান্টিগা থেকে চলে যাচ্ছে পরের ভেন্যু সেন্ট ভিনসেন্টে। সেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত