নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় দলের ব্যাটিং কোচ হতে আবেদন করেছেন অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল। সদ্যসমাপ্ত যুব বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধ্যায় শেষ হচ্ছে তাঁর। গতকাল বিকেলে চাকরির সাক্ষাৎকার শেষে গ্রান্ড স্ট্যান্ডে বসে দেখছিলেন বিপিএলের রংপুর-ঢাকার ম্যাচ। ম্যাচ শেষে তিনি কথা বললেন আজকের পত্রিকার সঙ্গে।
ব্যাটিং কোচ হতে আবেদন
স্টুয়ার্ট ল: ভূমিকা সুনির্দিষ্ট, সরাসরি খেলোয়াড়দের সঙ্গে কাজ করা। ক্রিকেটাররা হয়তো প্রধান কোচের সঙ্গেই বেশি সময় দেবে। এখানে আমাকে মৌলিক কোচিং করাতে হবে। বিসিবির সঙ্গে আলাপ হয়েছে। কিছুটা সময় নেবে, তবে নিশ্চিত তারা সঠিক নাম খুঁজে পাবে এই কাজের জন্য। চাকরি পেতে আমি সব সময়ই আশাবাদী। আমার অনূর্ধ্ব-১৯ দলের চাকরিটা শেষ। এখন বেকার। দ্রুত আরেকটি চাকরি খুঁজে নেওয়াটা দারুণ কিছু হবে।
২০২৪ যুব বিশ্বকাপ যেমন গেল
ছেলেদের নিয়ে আমার কোনো আফসোস নেই। এটা হতাশার ছিল (সুপার সিক্সে থেমে যাওয়া)। আমরা ম্যাচের পর (পাকিস্তানের কাছে হারের পর) বসেছিলাম। আমাদের হৃদয় ভেঙেছিল, ড্রেসিংরুমে সেদিন কান্নার রোল পড়ে গিয়েছিল। তবে এই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যা করেছে, যেটা আগে দেখা যায়নি। যুব এশিয়া কাপ জিতেছে। অনেক টুর্নামেন্ট-সিরিজ সাফল্যের সঙ্গে খেলেছি। কিছু খেলোয়াড়ের দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেছে। তাদের নিয়ে আমার কোনো আফসোস নেই। এই দল নিয়ে অনেক সুখস্মৃতি রয়েছে।
রাব্বী-শিবলিদের নিয়ে আশা
অনেক তরুণ ক্রিকেটার দেখেছি, যাদের নিয়ে আমি অনেক আশাবাদী। তারা শুধু ভালো ক্রিকেটার নয়, ভালো তরুণও। এই তরুণ ক্রিকেটাররা মাত্র কঠোর পরিশ্রম শুরু করেছে। প্রতিনিয়ত উন্নতি করার চেষ্টা করছে। আমার পুরোটা সময় তাদের এটাই বুঝিয়েছি, গতকাল যেটা করেছ, সেটা যথেষ্ট নয়। আজকের দিনে তোমাকে আরও ভালো করতে হবে। যদি এই বোধটা থাকে, বুঝতে পারে, সঠিক প্রশ্ন করতে থাকে, তাহলে সঠিক কাজও করতে পারবে। তাদের উচিত আরও উন্নতি করা এবং অনেক বছর ধরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা।
বিপিএলে স্থানীয় ব্যাটাররা বিবর্ণ
দেখুন, এটা কঠিন। ক্রিকেট সহজ নয়। সবাই ভাবে, আপনি যদি ব্যাটার হন, আপনাকে সেঞ্চুরি করতে হবে। ক্রিকেটে কখনোই সব নিখুঁত পাবেন না। কেউ হতে পারে না। প্রত্যাশা অনুযায়ী ব্যাটারদের ভালো না করার পেছনে আমার মনে হয় অনেক চাপ আর প্রত্যাশা একটা কারণ। আর এই দেশে অনেক চাপ থাকে প্রত্যেক খেলোয়াড়ের ওপর। কোচ আর বোর্ডের উচিত, খেলোয়াড়দের এই সমস্যা দূর করা, যেন তারা নিজেদের সেরাটা দিতে পারে।
বিশ্বকাপের বছরে শান্তদের রানখরা
ঘরোয়া ক্রিকেটে পিচ একটা সমস্যা। এটি বাইরে ভালো ক্রিকেট খেলতে দেয় না। বিদেশে গেলে ভিন্ন ধরনের পিচে খেলতে হয়। এখানে এটি দেখা যায় না। এখানে সব পিচ একই রকমের। বাউন্স নেই, স্পিন হয় অনেক। বাইরে এমন পিচ পাবেন না। বাংলাদেশ যখন বিদেশে যায়, তখন তারা পায় বাউন্সি পিচ, পেস থাকে। সে ধরনের পিচ বাংলাদেশে বানানো গেলে পরিবর্তন আসবে ক্রিকেটারদের পারফরম্যান্সে।
একাধিকবার বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা
আবারও বলছি, এখানে অনেক ট্যালেন্ট আছে। অনেক উপভোগ করি এখানে কাজ করতে। আপনাদের আতিথেয়তা সত্যি অসাধারণ। আপনারা জানেন কীভাবে অতিথিকে দেখাশোনা করতে হয়। অনেক উপভোগ করেছি। তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করে অনেক ভালো লাগে। তারা শিখতে চায়। এটা অনেক উপভোগ্য।
জাতীয় দলের ব্যাটিং কোচ হতে আবেদন করেছেন অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল। সদ্যসমাপ্ত যুব বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধ্যায় শেষ হচ্ছে তাঁর। গতকাল বিকেলে চাকরির সাক্ষাৎকার শেষে গ্রান্ড স্ট্যান্ডে বসে দেখছিলেন বিপিএলের রংপুর-ঢাকার ম্যাচ। ম্যাচ শেষে তিনি কথা বললেন আজকের পত্রিকার সঙ্গে।
ব্যাটিং কোচ হতে আবেদন
স্টুয়ার্ট ল: ভূমিকা সুনির্দিষ্ট, সরাসরি খেলোয়াড়দের সঙ্গে কাজ করা। ক্রিকেটাররা হয়তো প্রধান কোচের সঙ্গেই বেশি সময় দেবে। এখানে আমাকে মৌলিক কোচিং করাতে হবে। বিসিবির সঙ্গে আলাপ হয়েছে। কিছুটা সময় নেবে, তবে নিশ্চিত তারা সঠিক নাম খুঁজে পাবে এই কাজের জন্য। চাকরি পেতে আমি সব সময়ই আশাবাদী। আমার অনূর্ধ্ব-১৯ দলের চাকরিটা শেষ। এখন বেকার। দ্রুত আরেকটি চাকরি খুঁজে নেওয়াটা দারুণ কিছু হবে।
২০২৪ যুব বিশ্বকাপ যেমন গেল
ছেলেদের নিয়ে আমার কোনো আফসোস নেই। এটা হতাশার ছিল (সুপার সিক্সে থেমে যাওয়া)। আমরা ম্যাচের পর (পাকিস্তানের কাছে হারের পর) বসেছিলাম। আমাদের হৃদয় ভেঙেছিল, ড্রেসিংরুমে সেদিন কান্নার রোল পড়ে গিয়েছিল। তবে এই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যা করেছে, যেটা আগে দেখা যায়নি। যুব এশিয়া কাপ জিতেছে। অনেক টুর্নামেন্ট-সিরিজ সাফল্যের সঙ্গে খেলেছি। কিছু খেলোয়াড়ের দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেছে। তাদের নিয়ে আমার কোনো আফসোস নেই। এই দল নিয়ে অনেক সুখস্মৃতি রয়েছে।
রাব্বী-শিবলিদের নিয়ে আশা
অনেক তরুণ ক্রিকেটার দেখেছি, যাদের নিয়ে আমি অনেক আশাবাদী। তারা শুধু ভালো ক্রিকেটার নয়, ভালো তরুণও। এই তরুণ ক্রিকেটাররা মাত্র কঠোর পরিশ্রম শুরু করেছে। প্রতিনিয়ত উন্নতি করার চেষ্টা করছে। আমার পুরোটা সময় তাদের এটাই বুঝিয়েছি, গতকাল যেটা করেছ, সেটা যথেষ্ট নয়। আজকের দিনে তোমাকে আরও ভালো করতে হবে। যদি এই বোধটা থাকে, বুঝতে পারে, সঠিক প্রশ্ন করতে থাকে, তাহলে সঠিক কাজও করতে পারবে। তাদের উচিত আরও উন্নতি করা এবং অনেক বছর ধরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা।
বিপিএলে স্থানীয় ব্যাটাররা বিবর্ণ
দেখুন, এটা কঠিন। ক্রিকেট সহজ নয়। সবাই ভাবে, আপনি যদি ব্যাটার হন, আপনাকে সেঞ্চুরি করতে হবে। ক্রিকেটে কখনোই সব নিখুঁত পাবেন না। কেউ হতে পারে না। প্রত্যাশা অনুযায়ী ব্যাটারদের ভালো না করার পেছনে আমার মনে হয় অনেক চাপ আর প্রত্যাশা একটা কারণ। আর এই দেশে অনেক চাপ থাকে প্রত্যেক খেলোয়াড়ের ওপর। কোচ আর বোর্ডের উচিত, খেলোয়াড়দের এই সমস্যা দূর করা, যেন তারা নিজেদের সেরাটা দিতে পারে।
বিশ্বকাপের বছরে শান্তদের রানখরা
ঘরোয়া ক্রিকেটে পিচ একটা সমস্যা। এটি বাইরে ভালো ক্রিকেট খেলতে দেয় না। বিদেশে গেলে ভিন্ন ধরনের পিচে খেলতে হয়। এখানে এটি দেখা যায় না। এখানে সব পিচ একই রকমের। বাউন্স নেই, স্পিন হয় অনেক। বাইরে এমন পিচ পাবেন না। বাংলাদেশ যখন বিদেশে যায়, তখন তারা পায় বাউন্সি পিচ, পেস থাকে। সে ধরনের পিচ বাংলাদেশে বানানো গেলে পরিবর্তন আসবে ক্রিকেটারদের পারফরম্যান্সে।
একাধিকবার বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা
আবারও বলছি, এখানে অনেক ট্যালেন্ট আছে। অনেক উপভোগ করি এখানে কাজ করতে। আপনাদের আতিথেয়তা সত্যি অসাধারণ। আপনারা জানেন কীভাবে অতিথিকে দেখাশোনা করতে হয়। অনেক উপভোগ করেছি। তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করে অনেক ভালো লাগে। তারা শিখতে চায়। এটা অনেক উপভোগ্য।
এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
২ ঘণ্টা আগেছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মতপার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
৩ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
৫ ঘণ্টা আগে