ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখার অভিযানে এবার নেমেছিল পাকিস্তান। তবে শিরোপার কাছাকাছি যাওয়া দূরে থাক, গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। টুর্নামেন্টে এক ম্যাচও জিততে পারেনি রিজওয়ান-বাবর আজমদের দল। তবু দলটির ব্যাংক অ্যাকাউন্টে যোগ হবে কোটি কোটি টাকা।
বাংলাদেশ, পাকিস্তান দুটি দলেরই আগেভাগে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল স্রেফ নিয়ম রক্ষার। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে খেলা হওয়া দূরে থাক, টসই হতে পারেনি। বাংলাদেশ তাই টুর্নামেন্ট শেষ করেছে ১ পয়েন্ট নিয়ে। পাকিস্তানেরও একই অবস্থা। তবে পয়েন্ট সমান হলেও পাকিস্তানের চেয়ে এগিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। কারণ, নাজমুল হোসেন শান্তর দলের নেট রানরেট -০.৪৪৩ এবং পাকিস্তানের সেটা -১.০৮৭। গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে যাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে পাচ্ছে ৩ কোটি ২১ লাখ টাকা। কারণ, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দল এমনিতেই ১ লাখ ২৫ হাজার ডলার করে পাচ্ছে (বাংলাদেশি ১ কোটি ৫১ লাখ টাকা)। আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুটি দলই পাবে ১ কোটি ৭০ লাখ টাকা করে।
পাকিস্তানের সপ্তম বা অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করাটা নিশ্চিত হয়ে গেছে। সেক্ষেত্রে এখন দুই গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকানো যাক। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা ভারত, নিউজিল্যান্ড প্রত্যেকেরই পয়েন্ট ৪। নেট রানরেটে এগিয়ে থাকায় গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলেরই পয়েন্ট ৩। এখানেও নেট রানরেটের হিসাবে গ্রুপে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের দুই ম্যাচে ২ পয়েন্ট। অন্যদিকে ইংল্যান্ড এখনো কোনো পয়েন্ট পায়নি। যদি আগামীকাল করাচিতে হতে যাওয়া ম্যাচে ইংল্যান্ডকে যদি দক্ষিণ আফ্রিকা হারিয়ে দেয়, তাহলে ইংলিশরা শূন্য পয়েন্টেই টুর্নামেন্ট শেষ করবে। ইংলিশদের অবস্থান তখন অষ্টম হলেও পাকিস্তানের সপ্তম স্থান থেকে ওপরে ওঠার সুযোগ নেই।
দক্ষিণ আফ্রিকা আগামীকাল জিতলে কিছুটা উপকার হবে বাংলাদেশের। তখন শান্ত-মুশফিকুর রহিমরা ষষ্ঠ অবস্থানে থেকে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করবেন। তাতে বাংলাদেশ ৫ কোটি ৭৪ লাখ টাকা নিয়ে দেশে ফিরতে পারবে। কারণ, ৫ ও ৬ নম্বরে থাকা দুটি দলই ৪ কোটি ২৩ লাখ টাকা করে পাবে। সঙ্গে অংশগ্রহণ ফি হিসেবে ১ কোটি ৫১ লাখ টাকা তো থাকছেই।
আইসিসি গত ১৪ ফেব্রুয়ারি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ফাইনাল ম্যাচের সঙ্গে গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্যও বাড়তি টাকা পাবে।
চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখার অভিযানে এবার নেমেছিল পাকিস্তান। তবে শিরোপার কাছাকাছি যাওয়া দূরে থাক, গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। টুর্নামেন্টে এক ম্যাচও জিততে পারেনি রিজওয়ান-বাবর আজমদের দল। তবু দলটির ব্যাংক অ্যাকাউন্টে যোগ হবে কোটি কোটি টাকা।
বাংলাদেশ, পাকিস্তান দুটি দলেরই আগেভাগে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ছিল স্রেফ নিয়ম রক্ষার। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে খেলা হওয়া দূরে থাক, টসই হতে পারেনি। বাংলাদেশ তাই টুর্নামেন্ট শেষ করেছে ১ পয়েন্ট নিয়ে। পাকিস্তানেরও একই অবস্থা। তবে পয়েন্ট সমান হলেও পাকিস্তানের চেয়ে এগিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। কারণ, নাজমুল হোসেন শান্তর দলের নেট রানরেট -০.৪৪৩ এবং পাকিস্তানের সেটা -১.০৮৭। গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে যাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে পাচ্ছে ৩ কোটি ২১ লাখ টাকা। কারণ, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দল এমনিতেই ১ লাখ ২৫ হাজার ডলার করে পাচ্ছে (বাংলাদেশি ১ কোটি ৫১ লাখ টাকা)। আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুটি দলই পাবে ১ কোটি ৭০ লাখ টাকা করে।
পাকিস্তানের সপ্তম বা অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করাটা নিশ্চিত হয়ে গেছে। সেক্ষেত্রে এখন দুই গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকানো যাক। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা ভারত, নিউজিল্যান্ড প্রত্যেকেরই পয়েন্ট ৪। নেট রানরেটে এগিয়ে থাকায় গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলেরই পয়েন্ট ৩। এখানেও নেট রানরেটের হিসাবে গ্রুপে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের দুই ম্যাচে ২ পয়েন্ট। অন্যদিকে ইংল্যান্ড এখনো কোনো পয়েন্ট পায়নি। যদি আগামীকাল করাচিতে হতে যাওয়া ম্যাচে ইংল্যান্ডকে যদি দক্ষিণ আফ্রিকা হারিয়ে দেয়, তাহলে ইংলিশরা শূন্য পয়েন্টেই টুর্নামেন্ট শেষ করবে। ইংলিশদের অবস্থান তখন অষ্টম হলেও পাকিস্তানের সপ্তম স্থান থেকে ওপরে ওঠার সুযোগ নেই।
দক্ষিণ আফ্রিকা আগামীকাল জিতলে কিছুটা উপকার হবে বাংলাদেশের। তখন শান্ত-মুশফিকুর রহিমরা ষষ্ঠ অবস্থানে থেকে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করবেন। তাতে বাংলাদেশ ৫ কোটি ৭৪ লাখ টাকা নিয়ে দেশে ফিরতে পারবে। কারণ, ৫ ও ৬ নম্বরে থাকা দুটি দলই ৪ কোটি ২৩ লাখ টাকা করে পাবে। সঙ্গে অংশগ্রহণ ফি হিসেবে ১ কোটি ৫১ লাখ টাকা তো থাকছেই।
আইসিসি গত ১৪ ফেব্রুয়ারি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ফাইনাল ম্যাচের সঙ্গে গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্যও বাড়তি টাকা পাবে।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
২ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৫ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৫ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৬ ঘণ্টা আগে