কোচদের চাকরি যে ‘মিউজিক্যাল চেয়ারের’ মতো। মেয়াদ ফুরোনোর আগে বেশির ভাগ কোচের চাকরি চলে যায় অথবা তাঁরা পদত্যাগ করেন। এবার এক বছর না পেরোতেই চেলসির কোচের দায়িত্ব ছেড়েছেন মরিসিও পচেত্তিনো।
পারস্পরিক সম্মতির ভিত্তিতে চেলসির দায়িত্ব পচেত্তিনো ছেড়েছেন বলে গত রাতে জানিয়েছে ক্লাবটি। ২০২৩ সালের ১ জুলাই চেলসির দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। দুই বছরের চুক্তির সঙ্গে পরবর্তী ১২ মাস বাড়ানোর বিকল্পও রাখা হয়েছিল। সেখানে মাত্র ১০ মাসও ব্লুজদের কোচ হিসেবে টিকতে পারলেন না পচেত্তিনো।
আর্জেন্টাইন বংশোদ্ভূত কোচকে চেলসির দুই ক্রীড়া পরিচালক লরেন্স স্টুয়ার্ট ও পল উইস্ট্যানলি এক যৌথ বিবৃতিতে শুভকামনা জানিয়েছেন। স্টুয়ার্ট, উইস্ট্যানলি বলেন, ‘চেলসির সবার পক্ষ থেকে মরিসিও এই মৌসুমে যে অবদান রেখেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। স্টামফোর্ড ব্রিজে তিনি যে সময়ই ফিরবেন, তখনই তাঁকে স্বাগত জানানো হবে। তাঁর ভবিষ্যত কোচিং ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।’
নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতেছে চেলসি। ক্লাবটি সবকটি ম্যাচই জিতেছে প্রিমিয়ার লিগে। ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগ চেলসি শেষ করেছে ৬ নম্বরে থেকে। পচেত্তিনোর অধীনে ব্লুজরা ৫১ ম্যাচ খেলে জিতেছে ২৭ ম্যাচ, হেরেছে ১৪ ম্যাচ ও ১০ ম্যাচ ড্র করেছে। তবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারে চেলসি। এমনকি ক্লাবটি কারাবাও কাপ ফাইনাল ও এফএ কাপের সেমিফাইনাল থেকেও বিদায় নিয়েছে পচেত্তিনোর সময়ে। তবে পচেত্তিনো মনে করেন, চেলসি আগামীতে ভালো করবে। আর্জেন্টাইন কোচ বলেন, ‘চেলসির মালিকপক্ষ ও ক্রীড়া পরিচালকদের ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ক্লাব এখন বর্তমানে ভালো অবস্থায় আছে। প্রিমিয়ার লিগ ও ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতে আরও ভালো করবে।’
বিবিসি জানিয়েছে, চেলসি এখন পচেত্তিনোর উত্তরসূরি খুঁজছে। ইপসুইচ ম্যানেজার কাইরেন ম্যাককেনা, স্পোর্টিংয়ের রুবেন আমোরিম, বার্নলির ভিনসেন্ট কোম্পানি—যাদের প্রতি চেলসি কয়েক দিন আগে আগ্রহ দেখিয়েছে, তাঁরা সবাই আছেন ক্লাবটির (চেলসি) পছন্দের তালিকায়। তবে সাবেক কোচ হোসে মরিনহো অথবা টমাস টুখেলদের প্রতি তেমন কোনো আগ্রহ চেলসির নেই বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে। কারণ চেলসি তরুণ এক কোচ খুঁজছে।
কোচদের চাকরি যে ‘মিউজিক্যাল চেয়ারের’ মতো। মেয়াদ ফুরোনোর আগে বেশির ভাগ কোচের চাকরি চলে যায় অথবা তাঁরা পদত্যাগ করেন। এবার এক বছর না পেরোতেই চেলসির কোচের দায়িত্ব ছেড়েছেন মরিসিও পচেত্তিনো।
পারস্পরিক সম্মতির ভিত্তিতে চেলসির দায়িত্ব পচেত্তিনো ছেড়েছেন বলে গত রাতে জানিয়েছে ক্লাবটি। ২০২৩ সালের ১ জুলাই চেলসির দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। দুই বছরের চুক্তির সঙ্গে পরবর্তী ১২ মাস বাড়ানোর বিকল্পও রাখা হয়েছিল। সেখানে মাত্র ১০ মাসও ব্লুজদের কোচ হিসেবে টিকতে পারলেন না পচেত্তিনো।
আর্জেন্টাইন বংশোদ্ভূত কোচকে চেলসির দুই ক্রীড়া পরিচালক লরেন্স স্টুয়ার্ট ও পল উইস্ট্যানলি এক যৌথ বিবৃতিতে শুভকামনা জানিয়েছেন। স্টুয়ার্ট, উইস্ট্যানলি বলেন, ‘চেলসির সবার পক্ষ থেকে মরিসিও এই মৌসুমে যে অবদান রেখেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। স্টামফোর্ড ব্রিজে তিনি যে সময়ই ফিরবেন, তখনই তাঁকে স্বাগত জানানো হবে। তাঁর ভবিষ্যত কোচিং ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।’
নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতেছে চেলসি। ক্লাবটি সবকটি ম্যাচই জিতেছে প্রিমিয়ার লিগে। ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগ চেলসি শেষ করেছে ৬ নম্বরে থেকে। পচেত্তিনোর অধীনে ব্লুজরা ৫১ ম্যাচ খেলে জিতেছে ২৭ ম্যাচ, হেরেছে ১৪ ম্যাচ ও ১০ ম্যাচ ড্র করেছে। তবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারে চেলসি। এমনকি ক্লাবটি কারাবাও কাপ ফাইনাল ও এফএ কাপের সেমিফাইনাল থেকেও বিদায় নিয়েছে পচেত্তিনোর সময়ে। তবে পচেত্তিনো মনে করেন, চেলসি আগামীতে ভালো করবে। আর্জেন্টাইন কোচ বলেন, ‘চেলসির মালিকপক্ষ ও ক্রীড়া পরিচালকদের ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ক্লাব এখন বর্তমানে ভালো অবস্থায় আছে। প্রিমিয়ার লিগ ও ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতে আরও ভালো করবে।’
বিবিসি জানিয়েছে, চেলসি এখন পচেত্তিনোর উত্তরসূরি খুঁজছে। ইপসুইচ ম্যানেজার কাইরেন ম্যাককেনা, স্পোর্টিংয়ের রুবেন আমোরিম, বার্নলির ভিনসেন্ট কোম্পানি—যাদের প্রতি চেলসি কয়েক দিন আগে আগ্রহ দেখিয়েছে, তাঁরা সবাই আছেন ক্লাবটির (চেলসি) পছন্দের তালিকায়। তবে সাবেক কোচ হোসে মরিনহো অথবা টমাস টুখেলদের প্রতি তেমন কোনো আগ্রহ চেলসির নেই বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে। কারণ চেলসি তরুণ এক কোচ খুঁজছে।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৭ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৮ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৯ ঘণ্টা আগে