Ajker Patrika

বিজয়কে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন সাকিব

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৭: ২৭
Thumbnail image

জ্বরের কারণে এশিয়া কাপ খেলতে দলের সঙ্গে যাওয়া হয়নি লিটন দাশের। আশা ছিল, সুস্থ হয়ে যোগ দেবেন তিনি। কিন্তু লঙ্কায় যাওয়া হচ্ছে না লিটনের। এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটার।

লিটন ছিটকে যাওয়ায় কপাল খুলেছে এনামুল হক বিজয়ের। হুট করে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন তিনি। অথচ শুরুতে ১৭ দলের সদস্যের জন্য শুরুতে বিবেচনাতেও ছিলেন না এই উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর দলে ফেরাটা যেন একেবারে আকস্মিক। আজ শ্রীলঙ্কার উদ্দেশে উড়ালও দিয়েছেন বিজয়।

লিটন ছিটকে যাওয়ায় টপ অর্ডারে একজন উইকেটরক্ষক-ব্যাটারের দরকার ছিল। সে জায়গায় বিজয়ের ফেরা। মূলত দলে দুজন উইকেটরক্ষক-ব্যাটার রাখা হয়েছে। উইকেটের পেছনে মূল দায়িত্বটা থাকবে মুশফিকুর রহিমের ওপর। তবে তাঁর যদি কোনো সমস্যা দেখা দেয় সে কারণে এই বিকল্প ব্যবস্থা। তার সঙ্গে ডান হাতি-বাঁহাতি কম্বিনেশনও চিন্তায় থাকছে।

আজ সংবাদ সম্মেলনে সে কথায় জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘আমাদের দলে একজন অতিরিক্ত উইকেটরক্ষক নেই, এটাও একটা কারণ। এ ছাড়া লিটন টপ অর্ডারে ব্যাট করে, বিজয়ও টপ অর্ডার ব্যাটার। মুশফিক ভাইয়ের যদি কিছু হয়, বিশেষ করে ম্যাচের সময়, দেখা গেল ওই দিন তিনি খেলতে পারছেন না। যেহেতু এখন একটা সুযোগ আছে উইকেটরক্ষক ম্যাচ না খেললেও কিপিং করতে পারবে তাই বিকল্প হিসেবে বিজয়কে নেওয়া।’ 

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। আগামীকাল ক্যান্ডির পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শুরু হবে সাকিব আল হাসানদের এশিয়া কাপ অভিযান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত