নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বেশির ভাগ জাতীয় দলের ক্রিকেটার। আগামী ৫ সেপ্টেম্বর পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট ‘এ’ দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার সঙ্গে এই দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য প্রস্তুতির বাড়তি সুযোগ বলে মনে করেন বিসিবির নারী বিভাগের পরিচালনপ্রধান হাবিবুল বাশার সুমন।
সূত্র জানায়, বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইতিহাসে এটিই প্রথম তাদের কোনো ‘এ’ দলের বিদেশ সফর। গতকাল রাতে আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হয়েছে। আরব আমিরাতে হচ্ছে বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপের আগে আমাদের মেয়েদের তেমন কোনো বড় টুর্নামেন্ট বা সিরিজ নেই। তাই শ্রীলঙ্কার সঙ্গে আমাদের মেয়েদের ‘এ’ দলকে সিরিজ খেলতে পাঠাচ্ছি সাদা বলে। বিশ্বকাপ যেহেতু ২০ ওভারের ফরম্যাটে, তাই টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বেশি থাকছে এই সিরিজে। আশা করছি দারুণ প্রস্তুতি হবে।’
এ বছরের অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু পরশু এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেয়। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩ থেকে ২০ অক্টোবর আমিরাতের দুই শহর দুবাই ও শারজায় হবে মেয়েদের এই আইসিসি ইভেন্ট।
১০ দল নিয়ে শুরু হচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরে। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ পাচ্ছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
সর্বোচ্চ ছয়বার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বেশির ভাগ জাতীয় দলের ক্রিকেটার। আগামী ৫ সেপ্টেম্বর পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট ‘এ’ দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার সঙ্গে এই দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য প্রস্তুতির বাড়তি সুযোগ বলে মনে করেন বিসিবির নারী বিভাগের পরিচালনপ্রধান হাবিবুল বাশার সুমন।
সূত্র জানায়, বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইতিহাসে এটিই প্রথম তাদের কোনো ‘এ’ দলের বিদেশ সফর। গতকাল রাতে আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হয়েছে। আরব আমিরাতে হচ্ছে বিশ্বকাপ। ঘরের মাঠে বিশ্বকাপের আগে আমাদের মেয়েদের তেমন কোনো বড় টুর্নামেন্ট বা সিরিজ নেই। তাই শ্রীলঙ্কার সঙ্গে আমাদের মেয়েদের ‘এ’ দলকে সিরিজ খেলতে পাঠাচ্ছি সাদা বলে। বিশ্বকাপ যেহেতু ২০ ওভারের ফরম্যাটে, তাই টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বেশি থাকছে এই সিরিজে। আশা করছি দারুণ প্রস্তুতি হবে।’
এ বছরের অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু পরশু এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেয়। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩ থেকে ২০ অক্টোবর আমিরাতের দুই শহর দুবাই ও শারজায় হবে মেয়েদের এই আইসিসি ইভেন্ট।
১০ দল নিয়ে শুরু হচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরে। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ পাচ্ছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
সর্বোচ্চ ছয়বার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।
টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
৪ ঘণ্টা আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
৬ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
৭ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
৯ ঘণ্টা আগে