Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে স্যামসনের রেকর্ড গড়া সেঞ্চুরি

বাংলাদেশের বিপক্ষে স্যামসনের রেকর্ড গড়া সেঞ্চুরি

দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটে ২২১ রান করেছিল ভারত। এবার যেন সেই স্কোরকেও ছাড়িয়ে যাওয়ার পথে তারা। হায়দরাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতেই ভারত করে ফেলে ৮২ রান, হারায় ১ উইকেট। বোলিংয়ে যে এসেছে তাকেই তুলোধুনো করেছেন ব্যাটিংয়ে থাকা ওপেনার সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদব। দ্বিতীয় উইকেটে দুজনে করেছেন ৬০ বলে ১৫৬ রানের নিরবিচ্ছিন্ন জুটি। 

তাসকিন আহমেদের করা ইনিংসের দ্বিতীয় ওভারেই ভয়ঙ্কর হয়ে উঠেন স্যামসন। শেষ চার বলে টানা ৪ চার দিয়ে হাতখোলা শুরু তাঁর। এর পরের ওভারের প্রথম বলেই আরেক ওপেনার অভিষেক শর্মাকে (৪) ফেরান পেসার তানজিম হাসান সাকিব। কিন্তু এরপর ভারতের স্টাইকরেট আরও উর্ধ্বমুখি হয়ে উঠে। পাওয়ার প্লে ৬ ওভার শেষে তাদের স্ট্রাইকরেট দাঁড়ায়—১৩.৬৬! 

টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারত এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.১ ওভারে ১ উইকেটে ১৮৩ রান। স্যামসন ৪০ বলে ৯ চার ও ৯ ছয়ে করেছেন ১০০ রান। সূর্য ৩০ বলে ৬ চার ও ৫ ছয়ে করেছেন ৬৫ রান। ফ্লাডলাইট সমস্যার কারণে ম্যাচ সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। এরপর ফিরেই রিশাদ হোসেনকে এক ওভারে টানা পাঁচটি ছয় মেরেছেন স্যামসন। পেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও। সেটি এসেছে ৪০ বলে। এই সংস্করণে বাংলাদেশের বিপক্ষে কোনো ভারতীয়ের এটি প্রথম সেঞ্চুরিও। এ নিয়ে বাংলদেশের বিপক্ষে টি-টোয়েন্টির সংখ্যা দাঁড়াল ৬টি। 

সঞ্জু গড়েছেন নতুন রেকর্ড। ২২ বলে পেয়েছেন ফিফটি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এটিই এখন কোনো ভারতীয় ব্যাটারের দ্রুততম ফিফটি। আগের রেকর্ডটি ছিল রোহিত শর্মার। ২০১৯ সালে রাজকোটে ২৩ বলে ফিফটি করেছিলেন তিনি। নতুন মাইলফলক ছুঁয়েছেন সূর্যকুমারও। ১৫তম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ভারত অধিনায়ক। আজ ২৩ বলে ফিফটি পান তিনি।

আজ মাহমুদউল্লাহ রিয়াদের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তাঁর বিদায়ী ম্যাচ রাঙাতে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

আঞ্চলিক স্বার্থে আবার জাগছে ভারত-চীন-রাশিয়ার আরআইসি জোট

তানোরে বিএনপির ‘ব্যাকআপে’ চলছে আ.লীগ নেতা সুজনের রাজত্ব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত