ক্রীড়া ডেস্ক
চার ম্যাচের চারটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে পাকিস্তান। গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে বাছাইপর্বে থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে পাকিস্তান এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তান বিশ্বকাপে ওঠায় ভারত বিপাকে পড়েছে।
ভারতের বেকায়দায় পড়ে যাওয়ার কারণটা সবারই জানা। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০২৪-২৭ চক্রে ভারত, পাকিস্তানে যেসব আইসিসি ইভেন্ট হবে, সেগুলোতে তারা কেউ একে অপরের দেশে খেলতে যাবে না বলে আইসিসি সিদ্ধান্ত নেয়। সেই আইসিসি ইভেন্ট হবে হাইব্রিড মডেলে। সেক্ষেত্রে ভারত বা পাকিস্তানের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। এমনকি কোন দল বিশ্বকাপের ফাইনালে উঠলে সেটাও হবে আয়াজক দেশের বাইরে।
বিসিসিআই-পিসিবির সমঝোতা অনুযায়ী ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপও হাইব্রিড মডেলে হওয়ার কথা। কারণ, এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপের আয়োজক ভারত। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবারে পাকিস্তান নারী ক্রিকেট দলের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা দুবাইয়ে হতে পারে। যদিও হাইব্রিড মডেলে পাকিস্তান তাদের ম্যাচগুলো কোথায় খেলবে, তা বিসিসিআই বা আইসিসি কেউ এখনো নিশ্চিত করেনি। পিসিবিও তাদের নারী ক্রিকেটারদের ভারতে পাঠাবে কি না, সেটা নিয়ে কোনো মন্তব্য করেনি।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান যদি ভারতে খেলতে রাজি না হয়, সেটা বিসিসিআইকেও মানতে হবে। কারণ, চ্যাম্পিয়নস ট্রফির আগে দু’দেশের মধ্যে হওয়া সমঝোতা নিয়ে আপত্তি করেননি আইসিসি চেয়ারম্যান জয় শাহও। ফলে এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের খরচ অনেক বাড়বে।
২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তান সফর বন্ধ হয়ে গেছে। এমনকি ২০২৩ এশিয়া কাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—এই দুই মেজর ইভেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত খেলেছে অন্য ভেন্যুতে। ২০২৩ এশিয়া কাপের ম্যাচগুলো ভারত খেলেছিল শ্রীলঙ্কায়। আর এবারের চ্যাম্পিয়নস ট্রফি বিরাট কোহলি-রোহিত শর্মারা তাঁদের ম্যাচগুলো খেলেছেন দুবাইয়ে। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
পাকিস্তানের মতো বাংলাদেশ নারী দলও আগেভাগেই নিশ্চিত করতে পারত ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। তবে গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে জ্যোতিরা হেরে যাওয়ায় তা সম্ভব হয়নি। বাংলাদেশকে তাই অপেক্ষা করতে হচ্ছে শেষ ম্যাচ পর্যন্ত। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আগামীকাল বাছাইপর্বের শেষ দিনে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
চার ম্যাচের চারটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে পাকিস্তান। গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে বাছাইপর্বে থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে পাকিস্তান এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তান বিশ্বকাপে ওঠায় ভারত বিপাকে পড়েছে।
ভারতের বেকায়দায় পড়ে যাওয়ার কারণটা সবারই জানা। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০২৪-২৭ চক্রে ভারত, পাকিস্তানে যেসব আইসিসি ইভেন্ট হবে, সেগুলোতে তারা কেউ একে অপরের দেশে খেলতে যাবে না বলে আইসিসি সিদ্ধান্ত নেয়। সেই আইসিসি ইভেন্ট হবে হাইব্রিড মডেলে। সেক্ষেত্রে ভারত বা পাকিস্তানের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। এমনকি কোন দল বিশ্বকাপের ফাইনালে উঠলে সেটাও হবে আয়াজক দেশের বাইরে।
বিসিসিআই-পিসিবির সমঝোতা অনুযায়ী ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপও হাইব্রিড মডেলে হওয়ার কথা। কারণ, এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপের আয়োজক ভারত। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবারে পাকিস্তান নারী ক্রিকেট দলের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা দুবাইয়ে হতে পারে। যদিও হাইব্রিড মডেলে পাকিস্তান তাদের ম্যাচগুলো কোথায় খেলবে, তা বিসিসিআই বা আইসিসি কেউ এখনো নিশ্চিত করেনি। পিসিবিও তাদের নারী ক্রিকেটারদের ভারতে পাঠাবে কি না, সেটা নিয়ে কোনো মন্তব্য করেনি।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান যদি ভারতে খেলতে রাজি না হয়, সেটা বিসিসিআইকেও মানতে হবে। কারণ, চ্যাম্পিয়নস ট্রফির আগে দু’দেশের মধ্যে হওয়া সমঝোতা নিয়ে আপত্তি করেননি আইসিসি চেয়ারম্যান জয় শাহও। ফলে এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের খরচ অনেক বাড়বে।
২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তান সফর বন্ধ হয়ে গেছে। এমনকি ২০২৩ এশিয়া কাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—এই দুই মেজর ইভেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত খেলেছে অন্য ভেন্যুতে। ২০২৩ এশিয়া কাপের ম্যাচগুলো ভারত খেলেছিল শ্রীলঙ্কায়। আর এবারের চ্যাম্পিয়নস ট্রফি বিরাট কোহলি-রোহিত শর্মারা তাঁদের ম্যাচগুলো খেলেছেন দুবাইয়ে। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
পাকিস্তানের মতো বাংলাদেশ নারী দলও আগেভাগেই নিশ্চিত করতে পারত ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। তবে গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে জ্যোতিরা হেরে যাওয়ায় তা সম্ভব হয়নি। বাংলাদেশকে তাই অপেক্ষা করতে হচ্ছে শেষ ম্যাচ পর্যন্ত। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আগামীকাল বাছাইপর্বের শেষ দিনে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
১ সেকেন্ড আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৩৭ মিনিট আগেলর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে শাস্তি দিলেও ভারত কোনো শাস্তি পায়নি। তবে এবার মেয়েদের সিরিজে ভারত-ইংল্যান্ড দুই দলকেই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ভারতের একজন ক্রিকেটার পেয়েছেন কঠিন শাস্তি। এ ক্ষেত্রে পুরো ইংল্যান্ড দলকে করা হয়েছে জরিমানা।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ বেলা ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে পূর্বনির্ধারিত এই অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে