Ajker Patrika

জয়ের জন্য শান্তদের চাই ১৯৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুন ২০২৪, ২২: ৫০
জয়ের জন্য শান্তদের চাই ১৯৭

অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৯৭ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। শুরু থেকে ইনিংসে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ধারায় ব্যাট করে গেছেন ভারতের ব্যাটাররা। বাংলাদেশের বোলাররা সেভাবে কোনো চাপই তৈরি করতে পারেননি তাঁদের ওপর।

ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং সহায়ক উইকেটের সুবিধা নেয়নি বাংলাদেশ। ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর খেসারত শুরু থেকে শেষ পর্যন্ত দিয়েই গেছেন তাঁরা। তার সঙ্গে একাদশে সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে বাদ দেওয়া। স্পিনে পারদর্শী ভারতের বিপক্ষে এটাও যেন প্রশ্নবিদ্ধ এক সিদ্ধান্ত হয়ে গেল!

রোহিত শর্মা-বিরাট কোহলির ওপেনিং জুটিতেই দারুণ শুরু পায় ভারত। ২২ বলে ৩৯ রানের জুটি গড়েন দুজনে। শেখ মেহেদী হাসান ইনিংসের প্রথম ওভারে দিয়েছেন ৮ রান। দ্বিতীয় ওভারে সাকিব আল হাসান দেন ১৫ রান। চতুর্থ ওভারে আবারও বোলিং আক্রমণে এসে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন এই অলরাউন্ডার।

সেই ওভারের প্রথম বলে লং-অন দিয়ে ৯৭ মিটারের বিশাল ছক্কা আছড়ে ফেললেন রোহিত। তৃতীয় বলে আবার চার। পরের বলে আবারও রোহিত চেষ্টা করেন শট খেলার। তবে এবার আর সাকিবের থাবা থেকে বাঁচতে পারলেন না ভারতের অধিনায়ক। ব্যাকওয়ার্ড পয়েন্টে বল উঠে গেছে অনেক ওপরে। দৌড়ে গিয়ে দারুণভাবে বল হাতে জমা করেছেন জাকের আলী অনিক।

১১ বলে ২৩ রান করা রোহিতকে ফিরিয়ে টি-বিশ্বকাপে অনন্য এক রেকর্ড পৌঁছে যান সাকিব। কুড়ি ওভারের বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। এ রেকর্ড গড়তে তাঁর লেগেছে ৪০ ইনিংস।

দ্বিতীয় উইকেটে কোহলি ও ঋষভ পন্ত ৩২ রানের আরেকটি জুটি গড়েন। নবম ওভারে এই জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। ভারতীয় ব্যাটাররা অন্যদের ওপর চড়াও হলেও নিজের প্রথম দুই ওভার এই পেসারকে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি তাঁরা। নিজের প্রথম ওভারে সাকিব দেন ৬ রান। দ্বিতীয় ওভারে এসেই নিয়েছেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট।

নবম ওভারে তানজিম সাকিবের বল সামনে এসে খেলতে গিয়ে লাইন মিস করে ২৮ বলে ৩৭ রানে বোল্ড হয়েছেন কোহলি। উইকেটে নেমে প্রথম বলেই হুক করে দারুণ একটি ছক্কা সূর্যকুমার যাদবের। পরের বলে আউটসাইড-এজের পর ধরা পড়েছেন উইকেটকিপার লিটন দাসের হাতে।

কোহলি ও সূর্যকুমারকে ফিরিয়ে সিনিয়র সাকিবের আরেকটি রেকর্ড ছুঁয়েছেন তানজিম সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সাকিব সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেছিলেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন এই অলরাউন্ডার। প্রথমবারের মতো কুড়ি ওভারের বিশ্বকাপ খেলতে এসে কোহলি ও সূর্যকুমারকে ফিরিয়ে তানজিম সাকিবেরও এখন ১১ উইকেট। একই রেকর্ডে তার একটু পরই ভাগ বসান রিশাদ হোসেন।

২৪ বলে ৩৬ রান করা পন্ত এবং ২৪ বলে ৩৪ রান করা শিবম দুবেকে ফিরিয়ে রিশাদেরও চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে ১১ উইকেট। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার তান্ডবে ভারতের স্কোর পৌঁছে যায় ৫ উইকেটে ১৯৬ রানে। ২৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন পান্ডিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত