বিরাট কোহলির শততম টেস্ট দাপুটে জয়ে স্মরণীয় করে রাখল ভারত। মোহালিতে রবীন্দ্র জাদেজার ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ফলোঅন করিয়ে ইনিংস ও ২২২ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। তিন দিনেরও কম সময়ে এই জয়ে শুরু হলো অধিনায়ক রোহিত শর্মার পথ চলা। টেস্টে ভারতের সব চেয়ে বেশি ব্যবধানের জয়ের তালিকায় চতুর্থ স্থানে থাকবে এই জয়।
গতকাল জাদেজার অপরাজিত ১৭৫ রানের সুবাদে ৮ উইকেটে ৫৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে প্রথম ইনিংসে ১৭৪ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে লঙ্কানরা। আজ দ্বিতীয় ইনিংসেও মুখ থুবড়ে পড়েছে লঙ্কান ব্যাটিং লাইন আপ, তারা থেমেছে ১৭৮ রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে ঝলক দেখিয়েছে জাদেজা। ৪৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এর আগে ৪১ রান খরচায় ৫ উইকেট নিয়ে লঙ্কানদের প্রথম ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। সব মিলিয়ে এই টেস্টে ১৭৫ রানের পাশাপাশি জাদেজার শিকার ৯ উইকেট। টেস্ট ইতিহাসে যেটি প্রথম।
তবে এক টেস্টে দেড় শ পেরোনো সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন আরও ৫ ক্রিকেটার। যার দুজনই ছিলেন ভারতীয় । জাদেজা তৃতীয় ভারতীয় হিসেবে এমন কীর্তি গড়লেন।এদিকে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে কপিল দেবের ৪৩৪ উইকেটের মাইলফলক টপকে গেছেন রবিচন্দ্রন অশ্বিন।
বিরাট কোহলির শততম টেস্ট দাপুটে জয়ে স্মরণীয় করে রাখল ভারত। মোহালিতে রবীন্দ্র জাদেজার ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ফলোঅন করিয়ে ইনিংস ও ২২২ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। তিন দিনেরও কম সময়ে এই জয়ে শুরু হলো অধিনায়ক রোহিত শর্মার পথ চলা। টেস্টে ভারতের সব চেয়ে বেশি ব্যবধানের জয়ের তালিকায় চতুর্থ স্থানে থাকবে এই জয়।
গতকাল জাদেজার অপরাজিত ১৭৫ রানের সুবাদে ৮ উইকেটে ৫৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে প্রথম ইনিংসে ১৭৪ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে লঙ্কানরা। আজ দ্বিতীয় ইনিংসেও মুখ থুবড়ে পড়েছে লঙ্কান ব্যাটিং লাইন আপ, তারা থেমেছে ১৭৮ রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে ঝলক দেখিয়েছে জাদেজা। ৪৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এর আগে ৪১ রান খরচায় ৫ উইকেট নিয়ে লঙ্কানদের প্রথম ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। সব মিলিয়ে এই টেস্টে ১৭৫ রানের পাশাপাশি জাদেজার শিকার ৯ উইকেট। টেস্ট ইতিহাসে যেটি প্রথম।
তবে এক টেস্টে দেড় শ পেরোনো সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন আরও ৫ ক্রিকেটার। যার দুজনই ছিলেন ভারতীয় । জাদেজা তৃতীয় ভারতীয় হিসেবে এমন কীর্তি গড়লেন।এদিকে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে কপিল দেবের ৪৩৪ উইকেটের মাইলফলক টপকে গেছেন রবিচন্দ্রন অশ্বিন।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
২ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৬ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৬ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৭ ঘণ্টা আগে