বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম, হামলা ও দ্রুততম মাইক্রো রোবট আবিষ্কারের দাবি করেছেন একদল বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ছারপোকা ও পানিপোকা সদৃশ দুটি রোবট আবিষ্কারের পর এই দাবি করেছেন তাঁরা। বিজ্ঞান বিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স ডেইলির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের রোবোটিকস অ্যান্ড অটোমেশন সোসাইটির আন্তর্জাতিক সম্মেলনে মাইক্রো রোবট দুটি হাজির করেন গবেষকেরা। সেখান থেকে দেখা গেছে, ৮ মিলিমিটার দৈর্ঘ্যের মাইক্রো রোবট দুটির ওজন ৫৫ মিলিগ্রাম করে। রোবট দুটি প্রতি সেকেন্ডে ৬ মিলিমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।
বিজ্ঞানীদের দাবি, এই মাইক্রো রোবট ব্যবহার করে কৃত্রিম পরাগায়ন, অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা, পরিবেশ পর্যবেক্ষণ, ক্ষুদ্রাকৃতির বস্তু তৈরি এবং রোবোটিক সার্জারিসহ বিভিন্ন কাজ সুন্দরভাবে করা সম্ভব হবে। এ বিষয়ে গবেষক দলের প্রধান ও ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির স্কুল অব মেকানিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি গবেষক কনর ট্রাইগস্ট্যাড বলেন, ‘এই আকারের অন্যান্য মাইক্রো রোবটের তুলনায় এটি দ্রুত। তবে এটি এখনো এ ধরনের প্রাণীদের তুলনায় অনেকে পিছিয়ে।’
এই মাইক্রো রোবটগুলোর চলাফেরার মূল শক্তি জোগায় মূলত এক ধরনে ক্ষুদ্রাকৃতিতর অ্যাকচুয়েটর। ট্রাইগস্ট্যাড এই বিশেষ অ্যাকচুয়েটরের ওজন এক মিলিগ্রামেরও নিচে রাখার জন্য একটি নতুন কৌশল ব্যবহার করেছিলেন। ট্রাইগস্ট্যাডের দাবি, তাদের তৈরি এই অ্যাকচুয়েটর এখন পর্যন্ত তৈরি করা অ্যাকচুয়েটরের মধ্যে সবচেয়ে ছোট।
ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির স্কুল অব মেকানিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয় বিভাগের সহযোগী অধ্যাপক নেস্টর ও. পেরেজ-আরানসিবিয়া বলেছেন, ‘অ্যাকচুয়েটরগুলো মাইক্রোরোবোটিক্সের ক্ষেত্রে এখন পর্যন্ত এটিই সবচেয়ে ছোট ও দ্রুততম।’ এই অ্যাকচুয়েটরটির মেমোরি অ্যালয় নামে একটি উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই অ্যাকচুয়েটরটি উত্তপ্ত হলে আকার পরিবর্তন করতে সক্ষম।
এই পদার্থটিকে ‘শেপ মেমোরি’ বলা হয়। কারণ এটি এর আগের আকৃতি মনে রাখতে পারে এবং উত্তপ্ত হয়ে আকৃতি বদলের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এটি আবা আগের আকৃতিতে ফিরে আসে। কেবল তাই নয়, এটি কোনো ধরনের মোটর ছাড়াই মাইক্রো রোবটকে পরিচালনা করতে পারে। মাইক্রো রোবটের ক্ষেত্রে অ্যাকচুয়েটর ব্যবহার করা হলেও সাধারণত বড় আকৃতির রোবটের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় না। কারণ এটি খুবই ধীর গতির।
বিজ্ঞানীরা বলছেন, খুব সামান্য বিদ্যুৎ ব্যবহার করেই অ্যাকচুয়েটরের সাহায্য নিয়ে এই মাইক্রো রোবটগুলোর ডানা প্রতি সেকেন্ডে ৪০ বার নড়াচড়া করতে পারে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এই মাইক্রো রোবট এটির ভরের ১৫০ গুণ বেশি ভর বহন করতে পারে।
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম, হামলা ও দ্রুততম মাইক্রো রোবট আবিষ্কারের দাবি করেছেন একদল বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ছারপোকা ও পানিপোকা সদৃশ দুটি রোবট আবিষ্কারের পর এই দাবি করেছেন তাঁরা। বিজ্ঞান বিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স ডেইলির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের রোবোটিকস অ্যান্ড অটোমেশন সোসাইটির আন্তর্জাতিক সম্মেলনে মাইক্রো রোবট দুটি হাজির করেন গবেষকেরা। সেখান থেকে দেখা গেছে, ৮ মিলিমিটার দৈর্ঘ্যের মাইক্রো রোবট দুটির ওজন ৫৫ মিলিগ্রাম করে। রোবট দুটি প্রতি সেকেন্ডে ৬ মিলিমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।
বিজ্ঞানীদের দাবি, এই মাইক্রো রোবট ব্যবহার করে কৃত্রিম পরাগায়ন, অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা, পরিবেশ পর্যবেক্ষণ, ক্ষুদ্রাকৃতির বস্তু তৈরি এবং রোবোটিক সার্জারিসহ বিভিন্ন কাজ সুন্দরভাবে করা সম্ভব হবে। এ বিষয়ে গবেষক দলের প্রধান ও ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির স্কুল অব মেকানিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি গবেষক কনর ট্রাইগস্ট্যাড বলেন, ‘এই আকারের অন্যান্য মাইক্রো রোবটের তুলনায় এটি দ্রুত। তবে এটি এখনো এ ধরনের প্রাণীদের তুলনায় অনেকে পিছিয়ে।’
এই মাইক্রো রোবটগুলোর চলাফেরার মূল শক্তি জোগায় মূলত এক ধরনে ক্ষুদ্রাকৃতিতর অ্যাকচুয়েটর। ট্রাইগস্ট্যাড এই বিশেষ অ্যাকচুয়েটরের ওজন এক মিলিগ্রামেরও নিচে রাখার জন্য একটি নতুন কৌশল ব্যবহার করেছিলেন। ট্রাইগস্ট্যাডের দাবি, তাদের তৈরি এই অ্যাকচুয়েটর এখন পর্যন্ত তৈরি করা অ্যাকচুয়েটরের মধ্যে সবচেয়ে ছোট।
ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির স্কুল অব মেকানিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয় বিভাগের সহযোগী অধ্যাপক নেস্টর ও. পেরেজ-আরানসিবিয়া বলেছেন, ‘অ্যাকচুয়েটরগুলো মাইক্রোরোবোটিক্সের ক্ষেত্রে এখন পর্যন্ত এটিই সবচেয়ে ছোট ও দ্রুততম।’ এই অ্যাকচুয়েটরটির মেমোরি অ্যালয় নামে একটি উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই অ্যাকচুয়েটরটি উত্তপ্ত হলে আকার পরিবর্তন করতে সক্ষম।
এই পদার্থটিকে ‘শেপ মেমোরি’ বলা হয়। কারণ এটি এর আগের আকৃতি মনে রাখতে পারে এবং উত্তপ্ত হয়ে আকৃতি বদলের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এটি আবা আগের আকৃতিতে ফিরে আসে। কেবল তাই নয়, এটি কোনো ধরনের মোটর ছাড়াই মাইক্রো রোবটকে পরিচালনা করতে পারে। মাইক্রো রোবটের ক্ষেত্রে অ্যাকচুয়েটর ব্যবহার করা হলেও সাধারণত বড় আকৃতির রোবটের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় না। কারণ এটি খুবই ধীর গতির।
বিজ্ঞানীরা বলছেন, খুব সামান্য বিদ্যুৎ ব্যবহার করেই অ্যাকচুয়েটরের সাহায্য নিয়ে এই মাইক্রো রোবটগুলোর ডানা প্রতি সেকেন্ডে ৪০ বার নড়াচড়া করতে পারে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এই মাইক্রো রোবট এটির ভরের ১৫০ গুণ বেশি ভর বহন করতে পারে।
চিংড়ি চাষের জন্য এক অমানবিক পদ্ধতি বেছে নেন খামারিরা। এটি এমন পদ্ধতি, যেখানে স্ত্রী চিংড়ির একটি বা উভয় চোখই কেটে বা উপড়ে ফেলা হয়। শুনতে এটি জলজ প্রাণী চাষে ব্যবহৃত বহুল প্রচলিত ও কার্যকর পদ্ধতি। ক্রাস্টেসিয়ান (খোলসযুক্ত জলজ প্রাণী) প্রাণীদের প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই পদ্ধতি। মূলত বাণিজ্যিক
১৫ ঘণ্টা আগেজনপ্রিয় সংগীতশিল্পী কেটি পেরি আরও পাঁচ নারীকে গতকাল সোমবার মহাকাশে এক সংক্ষিপ্ত অভিযানে গিয়েছিলেন। তাঁদের বহন করে নিয়ে গিয়েছিল বিলিয়নিয়ার জেফ বেজোসের একটি রকেট। বেজোসের বাগ্দত্তা লরেন সানচেজ, সাংবাদিক গেইল কিং, নাসার সাবেক রকেট বিজ্ঞানী আয়েশা বোয়ে, বিজ্ঞানী আমান্ডা নুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক...
১ দিন আগেবিশ্ববিখ্যাত পপ তারকা কেটি পেরি সহ আরও পাঁচজন নারী সফলভাবে মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে নিরাপদে ফিরে এসেছেন। জেফ বেজোসের ব্লু অরিজিনের নিউ শেফার্ড রকেটের মাধ্যমে এই অভিযানে অংশ নিয়েছিলেন তাঁরা।
২ দিন আগেপয়লা বৈশাখ আজ। গ্রীষ্মের শুরু হলো। গরমের এই মৌসুমে তাপমাত্রার ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠবে অনেকের। গরমে বেহাল অবস্থা হয় সবারই। তবে গবেষণা বলছে, গরমের সময় পুরুষদের তুলনায় নারীরা বেশি ঝুঁকিতে থাকে। তাপ সহ্য করার ক্ষমতা, জৈবিক, শারীরিক, সামাজিক ও হরমোনজনিত নানা কারণে এ পার্থক্য হয়ে থাকে।
২ দিন আগে