আজকের পত্রিকা ডেস্ক
নতুন গবেষণায় পাওয়া গেল পৃথিবীতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী সৌরঝড়ের তথ্য। এই ঝড় ঘটেছিল ১২ হাজার ৩৫০ খ্রিষ্টপূর্বে। এই আবিষ্কার মহাজাগতিক আবহাওয়া এবং রেডিও কার্বন ডেটিং সম্পর্কিত পূর্ববর্তী ধারণাগুলোকে পুরোপুরি বদলে দিয়েছে।
ফিনল্যান্ডের ওউলু বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টোরাল গবেষক ড. ক্সেনিয়া গোলুবেঙ্কো ও অধ্যাপক ইলিয়া উসোস্কিন তাঁদের উদ্ভাবিত নতুন রাসায়নিক জলবায়ু মডেল ‘SOCOL: 14 C-Ex’ ব্যবহার করে এই বিরল সৌর ঘটনা শনাক্ত করেন। এই মডেল বরফ যুগের জলবায়ু পরিস্থিতিতে সৌরঝড়ের প্রভাব নির্ধারণের জন্য বিশেষভাবে তৈরি।
গবেষণায় দেখা গেছে, ১২ হাজার ৩৫০ খ্রিষ্টপূর্বের এই সৌরঝড় পূর্বে ধারণ করা সবচেয়ে বড় সৌরঝড়, যা ৭৭৫ সালের ঘটনাটির চেয়েও প্রায় ১৮ শতাংশ বেশি শক্তিশালী ছিল।
ড. গোলুবেঙ্কো বলেন, ‘২০০৫ সালের স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা সবচেয়ে বড় সৌরঝড়ের তুলনায় এই প্রাগৈতিহাসিক ঝড় ছিল প্রায় ৫০০ গুণ বেশি তীব্র।’
এর আগে কয়েকটি বড় সৌরঝড় শনাক্ত করা হয়েছে—৯৯৪ খ্রিষ্টাব্দ, ৬৬৩ খ্রিষ্টপূর্ব, ৫ হাজার ২৫৯ খ্রিষ্টপূর্ব ও ৭ হাজার ১৭৬ খ্রিষ্টপূর্বে। তবে ১২ হাজার ৩৫০ খ্রিষ্টপূর্বের ঘটনা হচ্ছে একমাত্র শক্তিশালী সৌরঝড়, যা হলোসিন যুগের বাইরের।
হলোসিন যুগ প্রায় ১১ হাজার ৭০০ বছর আগে শুরু হয়েছিল। এটি শেষ বরফ যুগের শেষ নাগাদ। আবহাওয়া তুলনামূলক উষ্ণ থাকায় এই সময়টিকে আধুনিক মানুষের বিস্তারের যুগ বলে মনে করা হয়।
এই গবেষণায় নেতৃত্ব দেন ফ্রান্সের সিরেজ (সিইআরইজিই) প্রতিষ্ঠানের অধ্যাপক এডোয়ার্ড বার্ড। গবেষণায় ফ্রান্স ও সুইজারল্যান্ডের বিজ্ঞানীরাও ছিলেন।
আধুনিক ও প্রাগৈতিহাসিক জলবায়ু উভয়ই বিশ্লেষণের জন্য ‘SOCOL: 14 C-Ex’ মডেলটি ব্যবহার করা হয়েছে। ফ্রেঞ্চ আল্পস থেকে উদ্ধার করা প্রায় ১৪ হাজার ৩০০ বছর আগের কাঠের নমুনা বিশ্লেষণ করে SOCOL: 14 C-Ex মডেলটি থেকে প্রাপ্ত ফলাফল যাচাই করা হয়।
এই নতুন মডেলের সাহায্যে গবেষকেরা ১২ হাজার ৩৫০ খ্রিষ্টপূর্বের সৌরঝড়ের কাল, তীব্রতা ও পৃথিবীতে এর প্রভাব নির্ধারণ করতে পেরেছেন। গবেষক উসোস্কিন বলেন, ‘এই মডেল আমাদের হলোসিন যুগের আগের জলবায়ুতে রেডিও কার্বন বিশ্লেষণের সুযোগ এনে দিয়েছে।’
শক্তিশালী সৌরঝড়গুলো পৃথিবীর বায়ুমণ্ডলে উচ্চশক্তির কণা নিক্ষেপ করে। মহাজাগতিক রশ্মির মাধ্যমে রেডিও কার্বনের মতো মহাজাগতিক আইসোটোপের উৎপাদন বহুগুণে বাড়িয়ে তোলে।
রেডিও কার্বনের এই হঠাৎ বৃদ্ধির নিদর্শন মিলে গাছের বার্ষিক বলয়ের মধ্যে।
উল্লেখ্য, প্রতি বছর বৃদ্ধির সময় গাছের গুঁড়িতে একটি করে বলয় তৈরি হয়। এই বলয়গুলো গাছের গুঁড়ির মধ্যে চিকন রেখার বলয়ের মতো দেখা যায়। এই বলয় গুণে সেই গাছের বয়স নির্ণয় করা যায়। গাছের বলয়ে সেই বছরের পরিবেশগত তথ্যও জমা থাকে—যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, এমনকি বায়ুমণ্ডলের রসায়ন।
অর্থাৎ, সৌরঝড় থেকে উৎপাদিত অতিরিক্ত রেডিও কার্বন সে বছর গাছের গুঁড়িতে তৈরি বলয়ে জমা থাকে। বহু বছর পরও বিজ্ঞানীরা সেই বলয় বিশ্লেষণ করে সেই সৌরঝড়ের প্রমাণ পান। একে ‘মিয়াকে ঘটনা’ বলা হয়। এ ঘটনার নামকরণ করা হয়েছে জাপানি গবেষক ফুসাতা মিয়াকের নামে। তিনি প্রথম এমন ঘটনা আবিষ্কার করেন।
মিয়াকে ঘটনাগুলোর মাধ্যমে প্রাচীন নিদর্শনগুলোকে সঠিক বর্ষপঞ্জি অনুযায়ী নির্ধারণ করা সম্ভব হয়। উদাহরণস্বরূপ, ভাইকিংদের বসতি বা গ্রিসে নিওলিথিক (নব্যপ্রস্তর) যুগের জনবসতির সময় নির্ধারণে মিয়াকে ঘটনাগুলো ভূমিকা রেখেছে।
এই নতুন আবিষ্কার সৌর পদার্থবিজ্ঞান এবং মহাজাগতিক পরিবেশের ধারণায় একটি মৌলিক পরিবর্তন নিয়ে এসেছে। ড. গোলুবেঙ্কো বলেন, এ ঘটনা ‘চরম বিপর্যয়কর পরিস্থিতি’ কেমন হতে পারে তার ধারণা দিয়েছে। ভবিষ্যতের সৌরঝড় থেকে আধুনিক প্রযুক্তির যেমন—স্যাটেলাইট, বিদ্যুৎ গ্রিড ও যোগাযোগ ব্যবস্থার ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ।’
গবেষণাটি ২০২৫ সালের ২৮ এপ্রিল ‘আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স লেটার্স’ নামক খ্যাতনামা বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
নতুন গবেষণায় পাওয়া গেল পৃথিবীতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী সৌরঝড়ের তথ্য। এই ঝড় ঘটেছিল ১২ হাজার ৩৫০ খ্রিষ্টপূর্বে। এই আবিষ্কার মহাজাগতিক আবহাওয়া এবং রেডিও কার্বন ডেটিং সম্পর্কিত পূর্ববর্তী ধারণাগুলোকে পুরোপুরি বদলে দিয়েছে।
ফিনল্যান্ডের ওউলু বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টোরাল গবেষক ড. ক্সেনিয়া গোলুবেঙ্কো ও অধ্যাপক ইলিয়া উসোস্কিন তাঁদের উদ্ভাবিত নতুন রাসায়নিক জলবায়ু মডেল ‘SOCOL: 14 C-Ex’ ব্যবহার করে এই বিরল সৌর ঘটনা শনাক্ত করেন। এই মডেল বরফ যুগের জলবায়ু পরিস্থিতিতে সৌরঝড়ের প্রভাব নির্ধারণের জন্য বিশেষভাবে তৈরি।
গবেষণায় দেখা গেছে, ১২ হাজার ৩৫০ খ্রিষ্টপূর্বের এই সৌরঝড় পূর্বে ধারণ করা সবচেয়ে বড় সৌরঝড়, যা ৭৭৫ সালের ঘটনাটির চেয়েও প্রায় ১৮ শতাংশ বেশি শক্তিশালী ছিল।
ড. গোলুবেঙ্কো বলেন, ‘২০০৫ সালের স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা সবচেয়ে বড় সৌরঝড়ের তুলনায় এই প্রাগৈতিহাসিক ঝড় ছিল প্রায় ৫০০ গুণ বেশি তীব্র।’
এর আগে কয়েকটি বড় সৌরঝড় শনাক্ত করা হয়েছে—৯৯৪ খ্রিষ্টাব্দ, ৬৬৩ খ্রিষ্টপূর্ব, ৫ হাজার ২৫৯ খ্রিষ্টপূর্ব ও ৭ হাজার ১৭৬ খ্রিষ্টপূর্বে। তবে ১২ হাজার ৩৫০ খ্রিষ্টপূর্বের ঘটনা হচ্ছে একমাত্র শক্তিশালী সৌরঝড়, যা হলোসিন যুগের বাইরের।
হলোসিন যুগ প্রায় ১১ হাজার ৭০০ বছর আগে শুরু হয়েছিল। এটি শেষ বরফ যুগের শেষ নাগাদ। আবহাওয়া তুলনামূলক উষ্ণ থাকায় এই সময়টিকে আধুনিক মানুষের বিস্তারের যুগ বলে মনে করা হয়।
এই গবেষণায় নেতৃত্ব দেন ফ্রান্সের সিরেজ (সিইআরইজিই) প্রতিষ্ঠানের অধ্যাপক এডোয়ার্ড বার্ড। গবেষণায় ফ্রান্স ও সুইজারল্যান্ডের বিজ্ঞানীরাও ছিলেন।
আধুনিক ও প্রাগৈতিহাসিক জলবায়ু উভয়ই বিশ্লেষণের জন্য ‘SOCOL: 14 C-Ex’ মডেলটি ব্যবহার করা হয়েছে। ফ্রেঞ্চ আল্পস থেকে উদ্ধার করা প্রায় ১৪ হাজার ৩০০ বছর আগের কাঠের নমুনা বিশ্লেষণ করে SOCOL: 14 C-Ex মডেলটি থেকে প্রাপ্ত ফলাফল যাচাই করা হয়।
এই নতুন মডেলের সাহায্যে গবেষকেরা ১২ হাজার ৩৫০ খ্রিষ্টপূর্বের সৌরঝড়ের কাল, তীব্রতা ও পৃথিবীতে এর প্রভাব নির্ধারণ করতে পেরেছেন। গবেষক উসোস্কিন বলেন, ‘এই মডেল আমাদের হলোসিন যুগের আগের জলবায়ুতে রেডিও কার্বন বিশ্লেষণের সুযোগ এনে দিয়েছে।’
শক্তিশালী সৌরঝড়গুলো পৃথিবীর বায়ুমণ্ডলে উচ্চশক্তির কণা নিক্ষেপ করে। মহাজাগতিক রশ্মির মাধ্যমে রেডিও কার্বনের মতো মহাজাগতিক আইসোটোপের উৎপাদন বহুগুণে বাড়িয়ে তোলে।
রেডিও কার্বনের এই হঠাৎ বৃদ্ধির নিদর্শন মিলে গাছের বার্ষিক বলয়ের মধ্যে।
উল্লেখ্য, প্রতি বছর বৃদ্ধির সময় গাছের গুঁড়িতে একটি করে বলয় তৈরি হয়। এই বলয়গুলো গাছের গুঁড়ির মধ্যে চিকন রেখার বলয়ের মতো দেখা যায়। এই বলয় গুণে সেই গাছের বয়স নির্ণয় করা যায়। গাছের বলয়ে সেই বছরের পরিবেশগত তথ্যও জমা থাকে—যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, এমনকি বায়ুমণ্ডলের রসায়ন।
অর্থাৎ, সৌরঝড় থেকে উৎপাদিত অতিরিক্ত রেডিও কার্বন সে বছর গাছের গুঁড়িতে তৈরি বলয়ে জমা থাকে। বহু বছর পরও বিজ্ঞানীরা সেই বলয় বিশ্লেষণ করে সেই সৌরঝড়ের প্রমাণ পান। একে ‘মিয়াকে ঘটনা’ বলা হয়। এ ঘটনার নামকরণ করা হয়েছে জাপানি গবেষক ফুসাতা মিয়াকের নামে। তিনি প্রথম এমন ঘটনা আবিষ্কার করেন।
মিয়াকে ঘটনাগুলোর মাধ্যমে প্রাচীন নিদর্শনগুলোকে সঠিক বর্ষপঞ্জি অনুযায়ী নির্ধারণ করা সম্ভব হয়। উদাহরণস্বরূপ, ভাইকিংদের বসতি বা গ্রিসে নিওলিথিক (নব্যপ্রস্তর) যুগের জনবসতির সময় নির্ধারণে মিয়াকে ঘটনাগুলো ভূমিকা রেখেছে।
এই নতুন আবিষ্কার সৌর পদার্থবিজ্ঞান এবং মহাজাগতিক পরিবেশের ধারণায় একটি মৌলিক পরিবর্তন নিয়ে এসেছে। ড. গোলুবেঙ্কো বলেন, এ ঘটনা ‘চরম বিপর্যয়কর পরিস্থিতি’ কেমন হতে পারে তার ধারণা দিয়েছে। ভবিষ্যতের সৌরঝড় থেকে আধুনিক প্রযুক্তির যেমন—স্যাটেলাইট, বিদ্যুৎ গ্রিড ও যোগাযোগ ব্যবস্থার ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ।’
গবেষণাটি ২০২৫ সালের ২৮ এপ্রিল ‘আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স লেটার্স’ নামক খ্যাতনামা বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
মহাবিশ্বের সবচেয়ে পুরোনো ‘ব্ল্যাক হোল’ আবিষ্কার করেছেন বলে দাবি করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) থেকে প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করে তারা জানান, এমন একটি ব্ল্যাক হোলের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গিয়েছে, যার জন্ম হতে পারে বিগ ব্যাংয়ের মাত্র এক সেকেন্ডেরও কম সময় পরে
১৮ ঘণ্টা আগেঢাকার সময় অনুযায়ী, আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়েছে অত্যন্ত বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ‘পেনুম্ব্রাল’ বা সূক্ষ্ম ছায়া পর্ব। রাত সাড়ে ১০টা নাগাদ আংশিকভাবে গ্রহণ শুরু হবে। বাংলাদেশসহ এশিয়ার বিস্তীর্ণ অংশ থেকে এই গ্রহণ দেখা যাচ্ছে।
২ দিন আগেপ্রায় দুই শতাব্দী ধরে বিজ্ঞানের পাঠ্যপুস্তকে শেখানো হয়ে আসছে যে, বরফের ওপর চাপ বা ঘর্ষণের ফলে তার পৃষ্ঠে একটি পাতলা তরল স্তর তৈরি হয়, আর এই তরল স্তরই বরফকে পিচ্ছিল করে তোলে। শীতপ্রধান দেশে বরফে ঢাকা ফুটপাতে হাঁটার সময় হঠাৎ পিছলে পড়ে যাওয়ার ঘটনা তাই অনেকেই এভাবে ব্যাখ্যা করতেন।
৩ দিন আগেপ্রকৃতি আবার সাজিয়েছে এক মায়াবী আয়োজন। আগামী ৭ সেপ্টেম্বর রাতে আবারও ফিরে আসছে ‘ব্লাড মুন’। অর্থাৎ চাঁদ রূপ বদলে হয়ে উঠবে লাল। এই রক্তিম আভা রাতের আকাশ জুড়ে ছড়িয়ে পড়বে। আর বিশ্বের কোটি কোটি মানুষ দেখতে পাবে এই দুর্লভ চন্দ্রগ্রহণ।
৪ দিন আগে