মঙ্গল গ্রহের গ্যাল ক্রেটার (গহ্বর) নামক স্থানে সেখানকার শিলাগুলোর নমুনা সংগ্রহের সময় এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো মহাকাশ যান কিউরিওসিটি সেখানে নমুনা সংগ্রহকালে ফুলের মতো একটি পাথুরে ‘শিল্পকর্মে’র দেখা পেয়েছে। পাথুরে ফুলটি আকারে অনেকটা ছোট প্রবালের টুকরোর সমান, দেখতে ফুলের মতো।
কিউরিওসিটির রোবোটিক আর্মের শেষ প্রান্তে যুক্ত ‘মার্স হ্যান্ড লেন্স ইমেজার’ ব্যবহার করে গত ২৪ ফেব্রুয়ারি ওই এলাকার ফুলের মতো দেখতে ছোট্ট শিলা বিন্যাসের ছবিটি তুলেছে।
নাসা জানিয়েছে, ওই ‘ফুল’ এবং তার আশপাশের ছোট ছোট গোলাকার পাথুরে টুকরোগুলো সম্ভবত অনেক বছর আগে জলপ্রবাহের ফলে বয়ে আসা খনিজ পদার্থগুলো ছোট পাথরের গায়ে জমে গিয়ে তৈরি হয়েছিল।
নাসা আরও জানিয়েছে, অতীতে মঙ্গলে থাকা তরল পদার্থগুলো খনিজসহ এসব নালার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময়ই এই ‘শিল্পকর্ম’গুলো গঠিত হয়ে থাকতে পারে। এর আগে নাসার আরেক মহাকাশযান অপরচুনিটিও মঙ্গল গ্রহে ‘ব্লুবেরি’র মতো দেখতে খনিজ শিল্পকর্মের ছবি তুলেছিল। যেখানে মাটি পাওয়ার সম্ভাবনার কথা ইঙ্গিত ছিল।
কিউরিওসিটি সংগৃহীত এসব ছবির বৈশিষ্ট্য থেকে বিজ্ঞানীরা মঙ্গলের গহ্বরগুলোতে কত সময় আগে পানির উপস্থিতি ছিল তা নির্ধারণ করতে সমর্থ হবেন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলে কিউরিওসিটির এক দশক
চলতি বছরের আগস্টে মহাকাশযান কিউরিওসিটি একটি বড় মাইলফলক উদ্যাপন করবে। এ বছরের ৫ আগস্ট মঙ্গল গ্রহে কিউরিওসিটির ১০ বছর পূর্ণ হবে। এর আগে ২০১২ সালের এই দিনে কিউরিওসিটি লাল গ্রহটিতে অবতরণ করে। এটি গত এক দশক ধরে যানটি মঙ্গলের বিভিন্ন বৈশিষ্ট্য অনুসন্ধান করছে।
উল্লেখ্য, মঙ্গল গ্রহ প্রাণ ধারণের উপযোগী কি না, তা জানতেই এই মিশন পাঠানো হয়েছিল।
মঙ্গল গ্রহের গ্যাল ক্রেটার (গহ্বর) নামক স্থানে সেখানকার শিলাগুলোর নমুনা সংগ্রহের সময় এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো মহাকাশ যান কিউরিওসিটি সেখানে নমুনা সংগ্রহকালে ফুলের মতো একটি পাথুরে ‘শিল্পকর্মে’র দেখা পেয়েছে। পাথুরে ফুলটি আকারে অনেকটা ছোট প্রবালের টুকরোর সমান, দেখতে ফুলের মতো।
কিউরিওসিটির রোবোটিক আর্মের শেষ প্রান্তে যুক্ত ‘মার্স হ্যান্ড লেন্স ইমেজার’ ব্যবহার করে গত ২৪ ফেব্রুয়ারি ওই এলাকার ফুলের মতো দেখতে ছোট্ট শিলা বিন্যাসের ছবিটি তুলেছে।
নাসা জানিয়েছে, ওই ‘ফুল’ এবং তার আশপাশের ছোট ছোট গোলাকার পাথুরে টুকরোগুলো সম্ভবত অনেক বছর আগে জলপ্রবাহের ফলে বয়ে আসা খনিজ পদার্থগুলো ছোট পাথরের গায়ে জমে গিয়ে তৈরি হয়েছিল।
নাসা আরও জানিয়েছে, অতীতে মঙ্গলে থাকা তরল পদার্থগুলো খনিজসহ এসব নালার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময়ই এই ‘শিল্পকর্ম’গুলো গঠিত হয়ে থাকতে পারে। এর আগে নাসার আরেক মহাকাশযান অপরচুনিটিও মঙ্গল গ্রহে ‘ব্লুবেরি’র মতো দেখতে খনিজ শিল্পকর্মের ছবি তুলেছিল। যেখানে মাটি পাওয়ার সম্ভাবনার কথা ইঙ্গিত ছিল।
কিউরিওসিটি সংগৃহীত এসব ছবির বৈশিষ্ট্য থেকে বিজ্ঞানীরা মঙ্গলের গহ্বরগুলোতে কত সময় আগে পানির উপস্থিতি ছিল তা নির্ধারণ করতে সমর্থ হবেন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলে কিউরিওসিটির এক দশক
চলতি বছরের আগস্টে মহাকাশযান কিউরিওসিটি একটি বড় মাইলফলক উদ্যাপন করবে। এ বছরের ৫ আগস্ট মঙ্গল গ্রহে কিউরিওসিটির ১০ বছর পূর্ণ হবে। এর আগে ২০১২ সালের এই দিনে কিউরিওসিটি লাল গ্রহটিতে অবতরণ করে। এটি গত এক দশক ধরে যানটি মঙ্গলের বিভিন্ন বৈশিষ্ট্য অনুসন্ধান করছে।
উল্লেখ্য, মঙ্গল গ্রহ প্রাণ ধারণের উপযোগী কি না, তা জানতেই এই মিশন পাঠানো হয়েছিল।
মহাবিশ্বের সবচেয়ে পুরোনো ‘ব্ল্যাক হোল’ আবিষ্কার করেছেন বলে দাবি করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) থেকে প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করে তারা জানান, এমন একটি ব্ল্যাক হোলের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গিয়েছে, যার জন্ম হতে পারে বিগ ব্যাংয়ের মাত্র এক সেকেন্ডেরও কম সময় পরে
১৯ ঘণ্টা আগেঢাকার সময় অনুযায়ী, আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়েছে অত্যন্ত বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ‘পেনুম্ব্রাল’ বা সূক্ষ্ম ছায়া পর্ব। রাত সাড়ে ১০টা নাগাদ আংশিকভাবে গ্রহণ শুরু হবে। বাংলাদেশসহ এশিয়ার বিস্তীর্ণ অংশ থেকে এই গ্রহণ দেখা যাচ্ছে।
২ দিন আগেপ্রায় দুই শতাব্দী ধরে বিজ্ঞানের পাঠ্যপুস্তকে শেখানো হয়ে আসছে যে, বরফের ওপর চাপ বা ঘর্ষণের ফলে তার পৃষ্ঠে একটি পাতলা তরল স্তর তৈরি হয়, আর এই তরল স্তরই বরফকে পিচ্ছিল করে তোলে। শীতপ্রধান দেশে বরফে ঢাকা ফুটপাতে হাঁটার সময় হঠাৎ পিছলে পড়ে যাওয়ার ঘটনা তাই অনেকেই এভাবে ব্যাখ্যা করতেন।
৩ দিন আগেপ্রকৃতি আবার সাজিয়েছে এক মায়াবী আয়োজন। আগামী ৭ সেপ্টেম্বর রাতে আবারও ফিরে আসছে ‘ব্লাড মুন’। অর্থাৎ চাঁদ রূপ বদলে হয়ে উঠবে লাল। এই রক্তিম আভা রাতের আকাশ জুড়ে ছড়িয়ে পড়বে। আর বিশ্বের কোটি কোটি মানুষ দেখতে পাবে এই দুর্লভ চন্দ্রগ্রহণ।
৪ দিন আগে