মিসরের বিজ্ঞানীরা চার পা বিশিষ্ট নতুন প্রজাতির তিমি আবিষ্কার করেছে। এটি প্রায় চার কোটি ৩০ লাখ বছর আগে পৃথিবীতে বাস করত। এই উভচর প্রজাতির চতুষ্পদ তিমির জীবাশ্মটি মিসরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি আবিষ্কার হয়।
গত বুধবার প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি বি-র প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, তিমিটির দৈর্ঘ্য আনুমানিক ৩ মিটার এবং ওজন প্রায় ৬০০ কেজি। তিমিটি ভূমিতে হাঁটতে এবং পানিতে সাঁতার কাটতে সক্ষম ছিল।
তিমির যে আংশিক কঙ্কাল পাওয়া যায় তা মনসৌরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন। এলাকাটি এখন মরুভূমি । তবে ধারণা করা হচ্ছে, এটি একসময় সমুদ্রবর্তী অঞ্চল ছিল এবং এটি জীবাশ্মের একটি সমৃদ্ধ উৎস ছিল।
এই গবেষণায় প্রধানের ভূমিকায় থাকা আব্দুল্লাহ গোহার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ফিওমিসেটাস অ্যানুবিস একটি নতুন প্রজাতির তিমি। মিসরীয় এবং আফ্রিকান জীবাশ্মবিদ্যার জন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার।
মনে করা হচ্ছে, প্রথম তিমি প্রায় পাঁচ কোটি বছর আগে দক্ষিণ এশিয়ায় বিবর্তিত হয়েছিল। ২০১১ সালে পেরুর প্যালিওন্টোলজিস্টদের একটি দলও চার পায়ের তিমির জীবাশ্ম আবিষ্কার করেছিল।
মিসরের বিজ্ঞানীরা চার পা বিশিষ্ট নতুন প্রজাতির তিমি আবিষ্কার করেছে। এটি প্রায় চার কোটি ৩০ লাখ বছর আগে পৃথিবীতে বাস করত। এই উভচর প্রজাতির চতুষ্পদ তিমির জীবাশ্মটি মিসরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি আবিষ্কার হয়।
গত বুধবার প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি বি-র প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, তিমিটির দৈর্ঘ্য আনুমানিক ৩ মিটার এবং ওজন প্রায় ৬০০ কেজি। তিমিটি ভূমিতে হাঁটতে এবং পানিতে সাঁতার কাটতে সক্ষম ছিল।
তিমির যে আংশিক কঙ্কাল পাওয়া যায় তা মনসৌরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন। এলাকাটি এখন মরুভূমি । তবে ধারণা করা হচ্ছে, এটি একসময় সমুদ্রবর্তী অঞ্চল ছিল এবং এটি জীবাশ্মের একটি সমৃদ্ধ উৎস ছিল।
এই গবেষণায় প্রধানের ভূমিকায় থাকা আব্দুল্লাহ গোহার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ফিওমিসেটাস অ্যানুবিস একটি নতুন প্রজাতির তিমি। মিসরীয় এবং আফ্রিকান জীবাশ্মবিদ্যার জন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার।
মনে করা হচ্ছে, প্রথম তিমি প্রায় পাঁচ কোটি বছর আগে দক্ষিণ এশিয়ায় বিবর্তিত হয়েছিল। ২০১১ সালে পেরুর প্যালিওন্টোলজিস্টদের একটি দলও চার পায়ের তিমির জীবাশ্ম আবিষ্কার করেছিল।
মহাকাশে নতুন দুই স্যাটেলাইট পাঠালো নাসা। স্যাটেলাটি দুটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সূর্য থেকে আসা তড়িৎ-আধানযুক্ত সৌর বাতাসের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করবে। এই প্রক্রিয়ার ফলেই তৈরি হয় ‘স্পেস ওয়েদার’ বা মহাকাশ আবহাওয়া, যা কখনো কখনো স্যাটেলাইট, বিদ্যুৎ গ্রিড এবং যোগাযোগ ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ হত
২ দিন আগেশতাব্দীর পর শতাব্দী ধরে সস্তা ধাতু থেকে সোনা তৈরির চেষ্টা করেছেন বহু মানুষ। মধ্যযুগীয় ইউরোপে ধন-সম্পদ ও মর্যাদার আশায় বহু মানুষ সোনা উৎপাদনের স্বপ্নে বিভোর ছিলেন। ‘ক্রাইসোপোইয়া’ নামে পরিচিত এই প্রক্রিয়াকে আজকাল অনেকে নিছক অলৌকিক কল্পনা মনে করেন। তবে আধুনিক বিজ্ঞান বলে ভিন্ন কথা।
৩ দিন আগেপ্রথমবারের মতো কোনো নক্ষত্রকে ঘিরে নতুন সৌরজগতের জন্ম হতে দেখেছেন বিশ্বের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানীরা। এটি গ্রহ সৃষ্টি প্রক্রিয়ার এতটাই প্রাথমিক স্তর যে, আগে কখনো এমন দৃশ্যমান হয়নি বলে জানিয়েছেন গবেষকরা।
৪ দিন আগেযুক্তরাজ্যের চিকিৎসকেরা এক যুগান্তকারী পদ্ধতি ব্যবহার করে আট সুস্থ শিশুর জন্ম দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই পদ্ধতিতে তিন ব্যক্তির ডিএনএ সমন্বয় করে আইভিএফ (ইনভিট্রো ফার্টিলাইজেশন) ভ্রূণ তৈরি করা হয়। এর উদ্দেশ্য ছিল, যাতে শিশুরা দুরারোগ্য জিনগত ব্যাধি উত্তরাধিকারসূত্রে পাওয়া থেকে রক্ষা পায়।
৯ দিন আগে