মহাসাগরে পরিচিত পর্বতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। গবেষকেরা স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করে মহাসাগরের পূর্বে অজানা প্রায় ২০ হাজার পর্বতের তথ্য ‘আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স’ বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করেছেন।
সায়েন্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, গবেষক দলটি সমুদ্রের নিচে মোট ১৯ হাজার ৩২৫টি পর্বত আবিষ্কার করে। গবেষকেরা তাঁদের কিছু পর্যবেক্ষণকে ‘সোনার’ প্রযুক্তি দিয়ে শনাক্ত করা পর্বতের মানচিত্রের সঙ্গে তুলনা করেছেন। নতুন আবিষ্কৃত পর্বতগুলোর বেশির ভাগই ছোট আকারের। গবেষকদের অনুমান অনুযায়ী, পর্বতগুলো প্রায় ৭০০ থেকে ২ হাজার ৫০০ মিটার পর্যন্ত লম্বা।
পৃথিবীপৃষ্ঠের মতো সমুদ্রের তলদেশ থেকেও পর্বতগুলো বেড়ে ওঠে। ভিত্তি থেকে শিখর পর্যন্ত পরিমাপ করলে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হলো ‘মাউনা কেয়া’। এটি হাওয়াইয়ান-সম্রাট সিমাউন্ট চেইনের অংশ।
সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির ভূপদার্থবিদ ডেভিড স্যান্ডওয়েল বলেন, এগুলো সমুদ্রের “স্টিরিং রডের” (একটি গ্লাস স্টিরিং রড হলো রাসায়নিক মেশানোর জন্য ব্যবহৃত ল্যাবরেটরির একটি সরঞ্জাম।’
সমুদ্রের তলদেশে ২৪ হাজার ৬০০-রও বেশি পর্বত আগে মানচিত্রে যুক্ত করা হয়েছে৷ এই লুকানো পাহাড়গুলো খুঁজে পাওয়ার একটি সাধারণ উপায় হলো ‘সোনার’ প্রযুক্তি ব্যবহার। তবে এটি একটি ব্যয়বহুল ও সময়নিবিড় প্রক্রিয়া। এর জন্য একটি জাহাজের প্রয়োজন হয়। বিজ্ঞানী জুলি গেভরজিয়ান বলেন, ‘সমুদ্রের প্রায় ২০ শতাংশ পর্বত এইভাবে শনাক্ত করা হয়েছে।’
মহাসাগরে পরিচিত পর্বতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। গবেষকেরা স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করে মহাসাগরের পূর্বে অজানা প্রায় ২০ হাজার পর্বতের তথ্য ‘আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স’ বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করেছেন।
সায়েন্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, গবেষক দলটি সমুদ্রের নিচে মোট ১৯ হাজার ৩২৫টি পর্বত আবিষ্কার করে। গবেষকেরা তাঁদের কিছু পর্যবেক্ষণকে ‘সোনার’ প্রযুক্তি দিয়ে শনাক্ত করা পর্বতের মানচিত্রের সঙ্গে তুলনা করেছেন। নতুন আবিষ্কৃত পর্বতগুলোর বেশির ভাগই ছোট আকারের। গবেষকদের অনুমান অনুযায়ী, পর্বতগুলো প্রায় ৭০০ থেকে ২ হাজার ৫০০ মিটার পর্যন্ত লম্বা।
পৃথিবীপৃষ্ঠের মতো সমুদ্রের তলদেশ থেকেও পর্বতগুলো বেড়ে ওঠে। ভিত্তি থেকে শিখর পর্যন্ত পরিমাপ করলে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হলো ‘মাউনা কেয়া’। এটি হাওয়াইয়ান-সম্রাট সিমাউন্ট চেইনের অংশ।
সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির ভূপদার্থবিদ ডেভিড স্যান্ডওয়েল বলেন, এগুলো সমুদ্রের “স্টিরিং রডের” (একটি গ্লাস স্টিরিং রড হলো রাসায়নিক মেশানোর জন্য ব্যবহৃত ল্যাবরেটরির একটি সরঞ্জাম।’
সমুদ্রের তলদেশে ২৪ হাজার ৬০০-রও বেশি পর্বত আগে মানচিত্রে যুক্ত করা হয়েছে৷ এই লুকানো পাহাড়গুলো খুঁজে পাওয়ার একটি সাধারণ উপায় হলো ‘সোনার’ প্রযুক্তি ব্যবহার। তবে এটি একটি ব্যয়বহুল ও সময়নিবিড় প্রক্রিয়া। এর জন্য একটি জাহাজের প্রয়োজন হয়। বিজ্ঞানী জুলি গেভরজিয়ান বলেন, ‘সমুদ্রের প্রায় ২০ শতাংশ পর্বত এইভাবে শনাক্ত করা হয়েছে।’
মহাকাশে ২২০ দিন কাটিয়ে আজ রোববার ভোরে পৃথিবীতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণতম কর্মরত মহাকাশচারী ডন পেটিট। বিশেষ এই প্রত্যাবর্তন ঘটেছে তাঁর ৭০তম জন্মদিনে। রুশ মহাকাশযান সয়ুজ এমএস-২৬ চড়ে কাজাখস্তানের স্টেপ অঞ্চলে অবতরণ করেন তিনি ও তাঁর দুই রুশ সহযাত্রী আলেক্সি ওভচিনিন ও ইভান ভাগনার।
১৩ ঘণ্টা আগেপ্রাচীন মানবের টিকে থাকার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ উপাদান খুঁজে পেলেন বিজ্ঞানীরা। ৪০ হাজার বছর আগে পৃথিবীর চুম্বকক্ষেত্রের বড় রকমের পরিবর্তনের সময় সূর্যের অতিবেগুনি রশ্মির মারাত্মক প্রভাবে হুমকির মুখে পড়েছিল পৃথিবীর জীবজগৎ।
১৬ ঘণ্টা আগেরাখালদাস বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিভা ও বিতর্কিত কর্মজীবনের জন্য পরিচিত ছিলেন। বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক আবিষ্কার করেছিলেন এই প্রত্নতত্ত্ববিদ। কিন্তু ইতিহাসের পাতায় আজও উপেক্ষিত।
১ দিন আগেরঙের জগতে নতুন চমক নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী দাবি করেছেন, তারা এমন একটি রং আবিষ্কার করেছেন, যা সাধারণ চোখে আগে কখনো দেখা যায়নি। এই রঙের নাম রাখা হয়েছে ‘ওলো’, যা দেখতে একধরনের গাড় সবুজাভ নীল।
২ দিন আগে