অনলাইন ডেস্ক
মহাসাগরে পরিচিত পর্বতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। গবেষকেরা স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করে মহাসাগরের পূর্বে অজানা প্রায় ২০ হাজার পর্বতের তথ্য ‘আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স’ বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করেছেন।
সায়েন্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, গবেষক দলটি সমুদ্রের নিচে মোট ১৯ হাজার ৩২৫টি পর্বত আবিষ্কার করে। গবেষকেরা তাঁদের কিছু পর্যবেক্ষণকে ‘সোনার’ প্রযুক্তি দিয়ে শনাক্ত করা পর্বতের মানচিত্রের সঙ্গে তুলনা করেছেন। নতুন আবিষ্কৃত পর্বতগুলোর বেশির ভাগই ছোট আকারের। গবেষকদের অনুমান অনুযায়ী, পর্বতগুলো প্রায় ৭০০ থেকে ২ হাজার ৫০০ মিটার পর্যন্ত লম্বা।
পৃথিবীপৃষ্ঠের মতো সমুদ্রের তলদেশ থেকেও পর্বতগুলো বেড়ে ওঠে। ভিত্তি থেকে শিখর পর্যন্ত পরিমাপ করলে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হলো ‘মাউনা কেয়া’। এটি হাওয়াইয়ান-সম্রাট সিমাউন্ট চেইনের অংশ।
সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির ভূপদার্থবিদ ডেভিড স্যান্ডওয়েল বলেন, এগুলো সমুদ্রের “স্টিরিং রডের” (একটি গ্লাস স্টিরিং রড হলো রাসায়নিক মেশানোর জন্য ব্যবহৃত ল্যাবরেটরির একটি সরঞ্জাম।’
সমুদ্রের তলদেশে ২৪ হাজার ৬০০-রও বেশি পর্বত আগে মানচিত্রে যুক্ত করা হয়েছে৷ এই লুকানো পাহাড়গুলো খুঁজে পাওয়ার একটি সাধারণ উপায় হলো ‘সোনার’ প্রযুক্তি ব্যবহার। তবে এটি একটি ব্যয়বহুল ও সময়নিবিড় প্রক্রিয়া। এর জন্য একটি জাহাজের প্রয়োজন হয়। বিজ্ঞানী জুলি গেভরজিয়ান বলেন, ‘সমুদ্রের প্রায় ২০ শতাংশ পর্বত এইভাবে শনাক্ত করা হয়েছে।’
মহাসাগরে পরিচিত পর্বতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। গবেষকেরা স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করে মহাসাগরের পূর্বে অজানা প্রায় ২০ হাজার পর্বতের তথ্য ‘আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স’ বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করেছেন।
সায়েন্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, গবেষক দলটি সমুদ্রের নিচে মোট ১৯ হাজার ৩২৫টি পর্বত আবিষ্কার করে। গবেষকেরা তাঁদের কিছু পর্যবেক্ষণকে ‘সোনার’ প্রযুক্তি দিয়ে শনাক্ত করা পর্বতের মানচিত্রের সঙ্গে তুলনা করেছেন। নতুন আবিষ্কৃত পর্বতগুলোর বেশির ভাগই ছোট আকারের। গবেষকদের অনুমান অনুযায়ী, পর্বতগুলো প্রায় ৭০০ থেকে ২ হাজার ৫০০ মিটার পর্যন্ত লম্বা।
পৃথিবীপৃষ্ঠের মতো সমুদ্রের তলদেশ থেকেও পর্বতগুলো বেড়ে ওঠে। ভিত্তি থেকে শিখর পর্যন্ত পরিমাপ করলে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হলো ‘মাউনা কেয়া’। এটি হাওয়াইয়ান-সম্রাট সিমাউন্ট চেইনের অংশ।
সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির ভূপদার্থবিদ ডেভিড স্যান্ডওয়েল বলেন, এগুলো সমুদ্রের “স্টিরিং রডের” (একটি গ্লাস স্টিরিং রড হলো রাসায়নিক মেশানোর জন্য ব্যবহৃত ল্যাবরেটরির একটি সরঞ্জাম।’
সমুদ্রের তলদেশে ২৪ হাজার ৬০০-রও বেশি পর্বত আগে মানচিত্রে যুক্ত করা হয়েছে৷ এই লুকানো পাহাড়গুলো খুঁজে পাওয়ার একটি সাধারণ উপায় হলো ‘সোনার’ প্রযুক্তি ব্যবহার। তবে এটি একটি ব্যয়বহুল ও সময়নিবিড় প্রক্রিয়া। এর জন্য একটি জাহাজের প্রয়োজন হয়। বিজ্ঞানী জুলি গেভরজিয়ান বলেন, ‘সমুদ্রের প্রায় ২০ শতাংশ পর্বত এইভাবে শনাক্ত করা হয়েছে।’
আমাদের গ্রহের অভ্যন্তরে ঘটছে অসংখ্য জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি পৃথিবীর উপরিভাগের চেয়ে অনেক বেশি রহস্যময়। ভূপৃষ্ঠের পাতলা স্তর এবং উত্তপ্ত কেন্দ্রের মাঝখানে অবস্থিত ম্যান্টল অঞ্চলটি প্রায় ২ হাজার ৯০০ কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত।
১ দিন আগেআন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায় সাত মাস ধরে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনিতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। এত দীর্ঘ সময় মহাকাশে থাকার কারণে সুনিতা এখন বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। তিনি ভুলে গেছেন কীভাবে হাঁটতে হয়! এই চ্যালেঞ্জটি তাঁর শরীরের ওপর দীর্ঘ মহাকাশ অভিযানের প্র
১ দিন আগেমহাকাশ স্টেশনে আটকে পড়া নভোচারী বাচ উইলমোর এবং সুনি উইলিয়ামসকে দ্রুত ফিরিয়ে আনতে ইলন মাস্ককে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ তথ্য জানান মাস্ক। তবে এই ঘোষণার ফলে নাসার...
২ দিন আগেচাঁদে গিয়ে অক্সিজেনের সংকটে পড়েন নভোচারীরা। এই সংকট কাটিয়ে ওঠা যায় কীভাবে, সেই উদ্যোগ নিয়েছেন একদল প্রকৌশলী। তাঁরা চাইছেন, সেখানে যে অক্সিজেন পাওয়া যায়, এ জন্য একটি যন্ত্রের নকশা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের সিয়েরা স্পেসের প্রকৌশলীরা। তাঁরা আশা করছেন
৫ দিন আগে