Ajker Patrika

বরফ যুগের ৫টি ম্যামথ আবিষ্কার

আজকের পত্রিকা ডেস্ক
বরফ যুগের ৫টি ম্যামথ আবিষ্কার

যুক্তরাজ্যের সুইনডন শহরের কাছে একটি পুরোনো নুড়িপাথরের খনির কাছে পাওয়া গেছে বরফ যুগের পাঁচটি ম্যামথ প্রজাতির প্রাণীর জীবাশ্ম। উদ্ধার হওয়া দুটি বয়স্ক, দুটি তরুণ এবং একটি শিশু ম্যামথ প্রাকৃতিকভাবেই এখানে সংরক্ষিত ছিল।

 প্রত্নতাত্ত্বিক এবং জীবাশ্মবিদেরা বলছেন, আজ থেকে ২ লাখ বছর আগে ছিল এদের বিচরণ। খনির কাছ থেকেই পাওয়া গেছে নিয়ান্ডারথালদের ব্যবহৃত কিছু যন্ত্রপাতি। ধারণা করা হচ্ছে, ১০ টন ওজনের ম্যামথের দলটি নিয়ান্ডারথালদের শিকারে পরিণত হয়েছিল। এ সাইট থেকে আরও জীবাশ্ম পাওয়া যাবে। 

এগুলো গবেষণা করে ম্যামথ সম্পর্কে যেমন জানা যাবে, তেমনই জানা যাবে বরফ যুগে নিয়ান্ডারথালদের টিকে থাকার রহস্য। এ যুগ সম্পর্কে খুব কমই জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত