নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সমাবেশের স্থান চূড়ান্ত করেননি মঞ্চের নেতৃবৃন্দ।
আজ শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানিয়েছেন মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
কর্মসূচি ঘোষণা করে সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, ‘এক দফা ঘোষিত হওয়ার পর যুগপৎ আন্দোলনে পদযাত্রার বার্তাটি খুব পরিষ্কার যে, অনতিবিলম্বে এই সরকারকে পদত্যাগের ঘোষণা দিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দিতে হবে। বর্তমান সরকারের দেশ চালানোর কোনো রাজনৈতিক ও নৈতিক বৈধতা নেই। তাদের দখলদারিত্বমূলক শাসনে দেশ, জনগণ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বড় ধরনের বিপর্যয়ে নিপতিত হয়েছে। মানুষ অবিলম্বে বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান চায়, চায় গুণগত পরিবর্তন।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের ওপর অত্যাচার, নির্যাতন, হত্যা, গুমের পথে যাবেন না এই অনুরোধ করি। আমরা পথে যখন নেমেছি পথের শেষ দেখব। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই করব।’
জোনায়েদ সাকি বলেন, ‘কোন সংবিধানের অধীনে নির্বাচন? যে সংবিধানের কোনো নৈতিক বৈধতা নেই? আদালতের যে রায়ের ভিত্তিতে এই সংশোধনী হয়েছে সেই রায়ও তো তারা বিকৃত করেছে। এই সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচনের কোনো বৈধতা নেই।’
আ স ম আব্দুর রব বলেন, ‘গণতন্ত্র মঞ্চের সমাবেশে বাধা দিলে লড়াই বাধবে ৷ এ লড়াইয়ের জন্য আমরা দায়ী থাকব না, বাধ দিলে ছেড়ে দেব না৷ যে দাবিতে মানুষ রাস্তায় নামে, রক্ত দেয় সে দাবি আদায় হতে বাধ্য। সরকারকে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় করা হবে ৷ এই গণ-অভ্যুত্থান হবে দ্বিতীয় মুক্তিযুদ্ধের নামান্তর।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সমাবেশের স্থান চূড়ান্ত করেননি মঞ্চের নেতৃবৃন্দ।
আজ শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানিয়েছেন মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
কর্মসূচি ঘোষণা করে সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, ‘এক দফা ঘোষিত হওয়ার পর যুগপৎ আন্দোলনে পদযাত্রার বার্তাটি খুব পরিষ্কার যে, অনতিবিলম্বে এই সরকারকে পদত্যাগের ঘোষণা দিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দিতে হবে। বর্তমান সরকারের দেশ চালানোর কোনো রাজনৈতিক ও নৈতিক বৈধতা নেই। তাদের দখলদারিত্বমূলক শাসনে দেশ, জনগণ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বড় ধরনের বিপর্যয়ে নিপতিত হয়েছে। মানুষ অবিলম্বে বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান চায়, চায় গুণগত পরিবর্তন।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের ওপর অত্যাচার, নির্যাতন, হত্যা, গুমের পথে যাবেন না এই অনুরোধ করি। আমরা পথে যখন নেমেছি পথের শেষ দেখব। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই করব।’
জোনায়েদ সাকি বলেন, ‘কোন সংবিধানের অধীনে নির্বাচন? যে সংবিধানের কোনো নৈতিক বৈধতা নেই? আদালতের যে রায়ের ভিত্তিতে এই সংশোধনী হয়েছে সেই রায়ও তো তারা বিকৃত করেছে। এই সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচনের কোনো বৈধতা নেই।’
আ স ম আব্দুর রব বলেন, ‘গণতন্ত্র মঞ্চের সমাবেশে বাধা দিলে লড়াই বাধবে ৷ এ লড়াইয়ের জন্য আমরা দায়ী থাকব না, বাধ দিলে ছেড়ে দেব না৷ যে দাবিতে মানুষ রাস্তায় নামে, রক্ত দেয় সে দাবি আদায় হতে বাধ্য। সরকারকে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় করা হবে ৷ এই গণ-অভ্যুত্থান হবে দ্বিতীয় মুক্তিযুদ্ধের নামান্তর।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।
ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগেজুলাই সনদের খসড়ার সঙ্গে বিএনপি মোটামুটি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠনপ্রণালি ইত্যাদি নিয়ে কারও কোনো মতামত রয়েছে কি না, সে জন্য সব রাজনৈতিক দলের কাছে দিয়েছে। আমাদের সংশোধনী থাকবে ভাষাগত ও বাক্যগত।
১২ ঘণ্টা আগেরংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’ আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে এনসিপির আয়োজনে জুলাই পদযাত্রা উপলক্ষে সমাবেশে দেওয়া বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। জেলা শহরের ন
১৪ ঘণ্টা আগেগণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হয়েছে ২০১৮ সালের কোটা বাতিলের রায়ের পরিপত্র বাতিলের পরিপ্রেক্ষিতে। তাই জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে।
১৪ ঘণ্টা আগে