মো. বেল্লাল হোসেন. দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেনের ঈগল প্রতীকের সমর্থনে গত ২০ ডিসেম্বর পিস্তল নিয়ে লিফলেট বিতরণ করেছিলেন যুবলীগ নেতা। তিনি দশমিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি শাখাওয়াত হোসেন সওকত। ওই দিন বিকেলে দশমিনা বাজারে ঈগল মার্কার সমর্থনে লিফলেট বিতরণের সময় তাঁর কোমরে আগ্নেয়াস্ত্র দেখা যায়। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে আর অস্ত্র নিয়ে বেরোতে দেখা যায়নি।
এবার রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী এলাকায় নির্বাচনী প্রচারে দীর্ঘ নল বিশিষ্ট বন্দুক দেখা যায়। যুবলীগ নেতা শাখাওয়াতের সহচর মো. রুবেল হোসেনকে কাঁধে অস্ত্রটি বহন করতে দেখা যায়। যুবলীগ নেতার একান্ত সহচর তাঁর ফেসবুক আইডিতে সেই ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, শাখাওয়াত হোসেন সওকত সামনে হাঁটছেন, আর ঠিক পেছনে অস্ত্র কাঁধে হাঁটছেন রুবেল।
এ বিষয়ে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের বাকি আর মাত্র ৬ দিন, এ সময়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে নির্বাচনী এলাকায় ঘোরা জনমনে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করছে। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, নির্বাচনী আচারবিধি সম্পর্কে সচেতন। এর আগেও তিনি দশমিনা বাজারে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ঈগল প্রতীকের লিফলেট বিতরণের সময় তাঁর লাইসেন্স করা অস্ত্র মাজায় দেখা যায়। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়ে নির্বাচন ইলেকট্রনিক কমিটিকে অবহিত করা হয়েছে, তাঁরা ব্যবস্থা নেবেন।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘তাঁকে (যুবলীগ নেতা শাখাওয়াত) অস্ত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি এখনো অস্ত্র জমা দেননি। আজকের বিষয়টি জানা নেই। আমি গুরুত্ব সহকারে দেখছি।’
পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেনের ঈগল প্রতীকের সমর্থনে গত ২০ ডিসেম্বর পিস্তল নিয়ে লিফলেট বিতরণ করেছিলেন যুবলীগ নেতা। তিনি দশমিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি শাখাওয়াত হোসেন সওকত। ওই দিন বিকেলে দশমিনা বাজারে ঈগল মার্কার সমর্থনে লিফলেট বিতরণের সময় তাঁর কোমরে আগ্নেয়াস্ত্র দেখা যায়। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে আর অস্ত্র নিয়ে বেরোতে দেখা যায়নি।
এবার রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী এলাকায় নির্বাচনী প্রচারে দীর্ঘ নল বিশিষ্ট বন্দুক দেখা যায়। যুবলীগ নেতা শাখাওয়াতের সহচর মো. রুবেল হোসেনকে কাঁধে অস্ত্রটি বহন করতে দেখা যায়। যুবলীগ নেতার একান্ত সহচর তাঁর ফেসবুক আইডিতে সেই ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, শাখাওয়াত হোসেন সওকত সামনে হাঁটছেন, আর ঠিক পেছনে অস্ত্র কাঁধে হাঁটছেন রুবেল।
এ বিষয়ে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের বাকি আর মাত্র ৬ দিন, এ সময়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে নির্বাচনী এলাকায় ঘোরা জনমনে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করছে। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, নির্বাচনী আচারবিধি সম্পর্কে সচেতন। এর আগেও তিনি দশমিনা বাজারে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ঈগল প্রতীকের লিফলেট বিতরণের সময় তাঁর লাইসেন্স করা অস্ত্র মাজায় দেখা যায়। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়ে নির্বাচন ইলেকট্রনিক কমিটিকে অবহিত করা হয়েছে, তাঁরা ব্যবস্থা নেবেন।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘তাঁকে (যুবলীগ নেতা শাখাওয়াত) অস্ত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি এখনো অস্ত্র জমা দেননি। আজকের বিষয়টি জানা নেই। আমি গুরুত্ব সহকারে দেখছি।’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে আজ রোববার দুপুর ১২টা ২৫ মিনিটে বৈঠকটি শুরু হয়।
১ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে বিএনপি ‘সিরিয়াসলি’ সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগেত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রশাসনে যেসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে তাঁরা রাজনৈতিকভাবে হয় বিএনপি, নয় জামায়াত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
১৫ ঘণ্টা আগেঅতীতে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সংবিধানে মূলনীতি হিসেবে দলীয় বক্তব্য চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। অর্থবিল ও আস্থা ভোটে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তে ভোটের পক্ষে রয়েছে। নিরবচ্ছিন্ন ইন্টারনেটকে মৌলিক অধিকারে
১৮ ঘণ্টা আগে