Ajker Patrika

এনপিপিতে ফের আম নিয়ে কাড়াকাড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এনপিপিতে ফের আম নিয়ে কাড়াকাড়ি

আবারও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতৃত্ব নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে। তাই দুই পক্ষকেই ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আম প্রতীকের দলটির দুই পক্ষের শুনানি শেষে ইসি সিদ্ধান্ত এ বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির বর্তমান চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু অংশের শুনানি করেছে ইসি। আরেক পক্ষ ফরিদুজ্জামান ফরহাদ অংশের শুনানি অনুষ্ঠিত হবে আগামী রোববার।

ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার শুনানি শেষে শেখ ছালাউদ্দিন ছালু সাংবাদিকদের বলেন, ‘ইসির ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে এখনো আমার নামই আছে। কমিশন বলেছে, তারা তো একটি আবেদন দিয়েছে। এটি খণ্ডন করে আপনি একটি চিঠি দেন।’

জানা যায়, এর আগে ২০১৪ সালে ১৬ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদুজ্জামান ফরহাদকে মহাসচিব পদ থেকে বহিষ্কার করে এনপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দলটির নেতৃত্ব নিয়ে টানাটানি শুরু হয়। এরপর ২০১৫ সালের ডিসেম্বরে ড. ফরহাদ প্রথম ইসির কাছে ‘আম’ প্রতীক দাবি করে আবেদন করেন। পরে দুই পক্ষের শুনানি শেষে ২০১৬ সালের মে মাসে ইসি সিদ্ধান্ত দেয় যে আম প্রতীক নিলুর হাতেই থাকবে।

জাতীয় পার্টির সাবেক নেতা শওকত হোসেন নিলুর নেতৃত্বে ১৯ জুলাই ২০০৭ সালে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। পরে ২০০৮ সালে আম প্রতীক নিয়ে ইসির নিবন্ধন পায় দলটি। দলটি বর্তমানে দুইটি অংশে বিভক্ত। একটি বিশ দলীয় জোটের শরিক অপরটি এনডিএফ নামে নতুন জোটের নেতৃত্ব দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...