Ajker Patrika

আওয়ামী লীগ প্রশ্নে আপস করলে ‘শিষ্টাচার-বহির্ভূত আচরণ’ করবেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রশ্নে অনেকেই ছাড় দেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে তাদের দ্রুত আওয়ামী লীগ প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। যারা আওয়ামী লীগ প্রশ্নে ‘কম্প্রোমাইজ’ এর রাজনীতি করবেন তারা হাসনাত আবদুল্লাহর ‘শিষ্টাচার-বহির্ভূত আচরণ’ এর শিকার হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন হাসনাত।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচার-বহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শিঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।’

হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, ‘আমি শিষ্টাচার-বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত