Ajker Patrika

অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাই: মির্জা ফখরুল

‘সংকটটা খুব জটিল’ এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বপ্ন দেখতে চাই, নতুন পৃথিবীর স্বপ্ন দেখতে চাই। আনন্দময় স্বপ্ন দেখতে চাই। আমরা আলোকিত পৃথিবী চাই। আমরা অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাই। যদিও আমাদের চারদিকে অন্ধকার ছেয়ে ফেলে। তারপরও আমাদের বেরিয়ে আসতে হবে।’ 

আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জিয়া শিশু একাডেমি আয়োজিত পুরস্কার বিতরণ এবং খ্রিষ্টান ধর্মীয় উৎসব বড়দিন উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘যারা স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের অনুপ্রাণিত করেছিলেন, আমাদের পথ দেখিয়েছিলেন, আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন, আমাদের জন্য বন্দী ছিলেন, তাদের কেন যেন আমরা সেইভাবে সামনে নিয়ে আসতে পারছি না।’ 

অতীতকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা অনেকেই আজকে এগুলো ভুলে যাচ্ছি। ভুলিয়ে দিতে চাচ্ছি। এই যে একটা আবহ সৃষ্টি হয়েছে যে, অতীতের যা কিছু মহান, যা কিছু ভালো, সবকে ভুলিয়ে দাও। আর যারা ভালো কাজ করছে, করেছে, আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের মনে করার কোনো দরকার নেই। এই ধরনের একটা চিন্তা ভাবনা, আবহ আজকে সৃষ্টি হয়েছে। এটা খুব কষ্টের, বেদনার এবং এভাবে কখনো কোনো জাতিকে সামনে এগিয়ে নেওয়া যায় না।’ 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা যে কথা অনেকবারই বলেছেন মির্জা ফখরুল। তাঁর সেই দাবির পক্ষে আরও জোরালো অবস্থান নিয়ে তিনি বলেন, ‘আমরা অবশ্যই স্মরণ করব আমাদের মহান সেই প্রথম নারী মুক্তিযোদ্ধা। প্রথম নারী মুক্তিযোদ্ধা বলি আমি তাঁকে। আপনারা কে কি বলেন, আমি জানি না। তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা। যিনি সমস্ত প্রতিকূলতা পেরিয়ে দুই শিশু সন্তানকে নিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে অত্যন্ত অসুস্থ অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত