Ajker Patrika

সারা দেশে জামায়াতে ইসলামীর অর্ধশত নেতা-কর্মী গ্রেপ্তারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ৫৪
সারা দেশে জামায়াতে ইসলামীর অর্ধশত নেতা-কর্মী গ্রেপ্তারের অভিযোগ

শিক্ষা কারিকুলাম থেকে ইসলামবিরোধী অধ্যায় প্রত্যাহার, বিদ্যুতের বর্ধিত মূল্য কমানো এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠাসহ বেশ কিছু দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল আজ শনিবার। এসব কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসা অর্ধশত নেতা-কর্মীকে সারা দেশ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে—এমন অভিযোগ তুলে সংবাদ বিবৃতি দিয়েছে দলটি। 

আজ সন্ধ্যায় পাঠানো এই বিবৃতি নেতা-কর্মী গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বিবৃতিতে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় অতি উৎসাহী সদস্য দেশের কোথাও কোথাও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ভন্ডুল করার চেষ্টা করে এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যায়। এমনকি ১১ ফেব্রুয়ারির আগের রাত থেকেই নেতা-কর্মীদের ধরপাকড় শুরু হয়েছিল। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলাকালে দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, নোয়াখালীসহ সারা দেশ থেকে অর্ধশত নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে। আমি এসব গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ 

শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশের পাঠ্যপুস্তকে ইসলামবিরোধী শিক্ষা যুক্ত করে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার অত্যন্ত সুকৌশলে ইসলামবিরোধী শিক্ষাব্যবস্থা প্রণয়নের মাধ্যমে কোমলমতি শিশুদের মনে ইসলাম ধর্মের প্রতি ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে। আর এর প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। দেশের ইসলামপ্রিয় জনতা এটা কিছুতেই মেনে নিবে না।’ 

বর্তমান সরকার গত ১৪ বছরে ১২ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানোর ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খেটে খাওয়া সাধারণ মানুষের নাভিশ্বাস। কিন্তু বিনা ভোটের সরকারের সে দিকে কোনো ভ্রুক্ষেপ ও দায়বদ্ধতা নেই। দুর্নীতি আর লুটপাটই তাদের একমাত্র উদ্দেশ্য বলে বিবৃতিতে বলা হয়েছে। 

এর আগে এই সমাবেশের জন্য রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জায়গা বরাদ্দ চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছিল দলটি। কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। গতকাল শুক্রবার বায়তুল মোকাররম উত্তর গেটে ব্যাপক পুলিশ মোতায়েন করা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত