নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকে সাড়া না দিলেও এই সংলাপ ব্যর্থ হচ্ছে না বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংলাপ শেষে রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার অপেক্ষায় থাকতে বলেছেন তিনি।
ইংরেজি বছরের প্রথম কর্মদিবসে আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আইনমন্ত্রী। এরপর সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আমি বলব, এই সংলাপ ব্যর্থ হচ্ছে না, সফল হচ্ছে। এই সংলাপ শেষ হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার পর আপনারা বুঝবেন। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।’
বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, ‘আমি বিএনপির উদ্দেশে এ কথাই বলতে চাই, দেখেন দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে, দেশের স্বার্থে আপনারা যদি এই সংলাপে আসেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, সকলের জন্য ভালো হবে। তবে সেটা যদি না করেন, সেটা তাদের সিদ্ধান্ত। অনেকে বলেন টক্সিক সিচুয়েশন, তারাও যদি মনে করেন এটা টক্সিক সিচুয়েশন, তাহলে সেই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য তাদের কিছু পদক্ষেপ নিতে হবে। সংলাপে গেলে আমার মনে হয় সেটা পজিটিভ হবে।’
আগামী কমিশন গঠনের আগে নির্বাচন কমিশন আইন প্রণয়নের সুযোগ নেই বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে আইন করার সুযোগ নেই। আইন হবে না—এ কথা তো আমি বলিনি। আমি বলেছি, এই আইনটা হবে। এই আইনটা এমন একটা আইন হওয়া উচিত, যেটা গ্রহণযোগ্য হবে সকলের কাছে। শুধু এক দলের কাছে গ্রহণযোগ্য হলে তো এটা সর্বজনীন আইন হলো না। কিন্তু এই যে কমিশন, তা সংলাপের ওপর নির্ভর করবে, দেখা যাক কী হয়।’
বর্তমান সরকারের চ্যালেঞ্জগুলো কী, সেই প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় চ্যালেঞ্জগুলো আগেই সেট করে ফেলেছিলাম। এখন চ্যালেঞ্জ ডেলিভারির সময় হয়ে গেছে। পদ্মা সেতু প্রায় কমপ্লিট। যেসব মেগা প্রজেক্ট নেওয়া হয়েছিল, সবগুলো ডিসেম্বর বা জুনের মধ্যে তৈরি হয়ে যাবে। মেগা চ্যালেঞ্জ যেগুলো, সেগুলো তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডেলিভারি করার জন্য প্রস্তুত। আমাদের কাছে সব সময় যেটা চ্যালেঞ্জ, আমরা জনসেবায় বিশ্বাস করি। সেবার মানোন্নয়ন ও সেবা জনগণকে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ এবং সেই কাজ করাটাকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি। আমাদের সব প্রোগ্রামই জনবান্ধব। জনবান্ধব প্রোগ্রামগুলো যাতে জনসেবা করে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটাই আমরা চেষ্টা করব।’
কোন সরকার জনগণকে সেবা দিয়েছে, সেটা মাথায় রেখে আগামী নির্বাচনে মানুষ ভোট দেবে বলে মনে করেন আইনমন্ত্রী। করোনার মধ্যে ভার্চুয়াল কোর্ট আইন করে ২ লাখ মামলা নিষ্পত্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই আইন না করলে এই ২ লাখ মামলা নিষ্পত্তির তালিকায় যুক্ত হতো।’
বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকে সাড়া না দিলেও এই সংলাপ ব্যর্থ হচ্ছে না বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংলাপ শেষে রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার অপেক্ষায় থাকতে বলেছেন তিনি।
ইংরেজি বছরের প্রথম কর্মদিবসে আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আইনমন্ত্রী। এরপর সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আমি বলব, এই সংলাপ ব্যর্থ হচ্ছে না, সফল হচ্ছে। এই সংলাপ শেষ হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার পর আপনারা বুঝবেন। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।’
বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, ‘আমি বিএনপির উদ্দেশে এ কথাই বলতে চাই, দেখেন দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে, দেশের স্বার্থে আপনারা যদি এই সংলাপে আসেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, সকলের জন্য ভালো হবে। তবে সেটা যদি না করেন, সেটা তাদের সিদ্ধান্ত। অনেকে বলেন টক্সিক সিচুয়েশন, তারাও যদি মনে করেন এটা টক্সিক সিচুয়েশন, তাহলে সেই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য তাদের কিছু পদক্ষেপ নিতে হবে। সংলাপে গেলে আমার মনে হয় সেটা পজিটিভ হবে।’
আগামী কমিশন গঠনের আগে নির্বাচন কমিশন আইন প্রণয়নের সুযোগ নেই বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে আইন করার সুযোগ নেই। আইন হবে না—এ কথা তো আমি বলিনি। আমি বলেছি, এই আইনটা হবে। এই আইনটা এমন একটা আইন হওয়া উচিত, যেটা গ্রহণযোগ্য হবে সকলের কাছে। শুধু এক দলের কাছে গ্রহণযোগ্য হলে তো এটা সর্বজনীন আইন হলো না। কিন্তু এই যে কমিশন, তা সংলাপের ওপর নির্ভর করবে, দেখা যাক কী হয়।’
বর্তমান সরকারের চ্যালেঞ্জগুলো কী, সেই প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় চ্যালেঞ্জগুলো আগেই সেট করে ফেলেছিলাম। এখন চ্যালেঞ্জ ডেলিভারির সময় হয়ে গেছে। পদ্মা সেতু প্রায় কমপ্লিট। যেসব মেগা প্রজেক্ট নেওয়া হয়েছিল, সবগুলো ডিসেম্বর বা জুনের মধ্যে তৈরি হয়ে যাবে। মেগা চ্যালেঞ্জ যেগুলো, সেগুলো তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডেলিভারি করার জন্য প্রস্তুত। আমাদের কাছে সব সময় যেটা চ্যালেঞ্জ, আমরা জনসেবায় বিশ্বাস করি। সেবার মানোন্নয়ন ও সেবা জনগণকে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ এবং সেই কাজ করাটাকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি। আমাদের সব প্রোগ্রামই জনবান্ধব। জনবান্ধব প্রোগ্রামগুলো যাতে জনসেবা করে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটাই আমরা চেষ্টা করব।’
কোন সরকার জনগণকে সেবা দিয়েছে, সেটা মাথায় রেখে আগামী নির্বাচনে মানুষ ভোট দেবে বলে মনে করেন আইনমন্ত্রী। করোনার মধ্যে ভার্চুয়াল কোর্ট আইন করে ২ লাখ মামলা নিষ্পত্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই আইন না করলে এই ২ লাখ মামলা নিষ্পত্তির তালিকায় যুক্ত হতো।’
ক্ষমতায় থেকে কোনো দল গঠন করা যাবে না, এটা পরিষ্কার কথা। দল গঠন করতে হলে আগে সরকারের দায়িত্ব হস্তান্তর করতে হবে...
২ ঘণ্টা আগে১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক...
৪ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতা নতুন দল গঠন করতে যাচ্ছে। এ নিয়ে আলোচনা রাজনৈতিক অঙ্গনসহ দেশের সবখানে। উদ্যোক্তারা বলছেন, সব ঠিক থাকলে চলতি মাসের শেষার্ধেই আত্মপ্রকাশ করবে নতুন দল। নাম-প্রতীক এখনো চূড়ান্ত হয়নি। তবে নাম যা-ই হোক, দলটির আদর্শ হবে ‘মধ্যম পন্থা’। চূড়ান্ত ডান বা বাম—কোনো দিকেই...
৭ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে তৌহিদুল ইসলামের লাশ পেয়েছে তাঁর পরিবার। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। তবে কখন তাঁর মৃত্যু হয়েছে সে তথ্য জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর তথ্য জানিয়েছেন তাঁর ভাই আবুল কালাম।
৭ ঘণ্টা আগে