
রাজধানীর মিরপুর থানায় করা আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ চারজনকে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন সাবেক কৃষিমন্ত্রীর পিএ মাকসুদুল হাসান, তাঁর স্ত্রী হাসনাতুল হাসনা ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস মো. রাশেদুল কাওসার ভূঁইয়া (জীবন)। এ ছাড়া রাশেদুল কাওসার ভূঁইয়ার স্ত্রী মোসা. লুৎফুন নাহারের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে যাত্রাবাড়ি থানায় করা ৯টি মামলায় নতুন করে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে আনিসুলসহ ৯ জনকে। ঠিক কোন কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা অবশ্য জানা যায়নি।
