Ajker Patrika

সালমান-আনিসুল-দীপু মনি হত্যাচেষ্টা মামলায় ও সাবেক সচিব জিয়াউল হত্যা মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সালমান এফ রহমান, আনিসুল হক, ডা. দীপু মনি ও জিয়াউল আলম। ছবি: সংগৃহীত
সালমান এফ রহমান, আনিসুল হক, ডা. দীপু মনি ও জিয়াউল আলম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানার সোহেল হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া কাফরুল থানার আতিক হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

কারাগার থেকে চারজনকে আজ সকালে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড় সংলগ্ন ময়ূর ভিলার সামনে ছাত্র-জনতার সঙ্গে বাদী মো. সোহেল রানা (৩৮) আন্দোলনে অংশগ্রহণ করেন। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ভুক্তভোগী বাদী সোহেলের উরুতে গুলি লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরবর্তী সময় তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাদী সোহেল রানা গত ১১ জুন মামলা দায়ের করেন।

কাফরুল থানার মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবীব রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত