নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ সাতজনকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক পৃথক নির্দেশ দেন।
গুলশান থানায় দায়ের করা সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ১৯ জুলাই গুলশানে ছাত্র-জনতার মিছিলে অংশ নেন সাজিদ। তিনি গুলিবিদ্ধ হন। মারাত্মক আহত অবস্থায় তাঁকে গুলশান মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় সাজিদের মা ছবি বেগম বাদী হয়ে মামলা করেন।
অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়, সাবেক মন্ত্রী শাজাহান খানকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারকে মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায়, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে লালবাগ থানার একটি হত্যা মামলায় এবং সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে তাঁদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যায়ক্রমে তাঁদের গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দফায় দফায় রিমান্ডেও নেওয়া হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ সাতজনকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক পৃথক নির্দেশ দেন।
গুলশান থানায় দায়ের করা সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ১৯ জুলাই গুলশানে ছাত্র-জনতার মিছিলে অংশ নেন সাজিদ। তিনি গুলিবিদ্ধ হন। মারাত্মক আহত অবস্থায় তাঁকে গুলশান মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় সাজিদের মা ছবি বেগম বাদী হয়ে মামলা করেন।
অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়, সাবেক মন্ত্রী শাজাহান খানকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায়, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারকে মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায়, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে লালবাগ থানার একটি হত্যা মামলায় এবং সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে তাঁদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যায়ক্রমে তাঁদের গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দফায় দফায় রিমান্ডেও নেওয়া হয়।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন এলাকা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পরিষদের সাবেক এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
৮ মিনিট আগেপ্রেমিকার পর্নোগ্রাফি মামলায় জয়পুরহাটের ছাত্রলীগ কর্মী বেহেস্তী রহমান ঈদকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৮ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দীনকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা থেকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
১৮ মিনিট আগে