Ajker Patrika

মরা লাশ আ.লীগকে এখন কবর দেওয়া আমাদের দায়িত্ব: নুর

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জে গণসমাবেশে বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা
শরীয়তপুরের ভেদরগঞ্জে গণসমাবেশে বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’

আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর চেয়ারম্যান বাজারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুর এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুর বলেন, ‘৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পরে নেতারা ভারতে পালিয়ে গেছে। আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় তাঁবেদার ও অ্যাজেন্ডা বাস্তবায়নকারী রাজনৈতিক দল। নেতারা ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সেটার প্রমাণ হয়েছে। তাই আওয়ামী দুর্বৃত্তদের বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। এই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না।’

গণ-অধিকার পরিষদের এই নেতা আরও বলেন, ‘আমরা এই (অন্তর্বর্তী) সরকারের সঙ্গে যতবারই আলোচনায় বসেছি ততবারই দাবি জানিয়েছি, অনতিবিলম্বে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনগুলোকে সন্ত্রাসী ও গণহত্যাকারী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে।’

ভিপি নুর বলেন, ‘এই সরকার সকল রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই সরকারের কোনো বিরোধী দল নাই। আমরা কেউ এই সরকারবিরোধী না।

রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে সকলে মিলে আমরা এই সরকারকে সহযোগিতা করছি।’

গণসমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ মুন্সী, কেন্দ্রীয় ছাত্র-অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি, শরীয়তপুর জেলার সাবেক সদস্যসচিব শাহজালাল সাজুসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত