নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উন্নয়নমূলক কাজে সংসদ সদস্যদের সম্পৃক্ত হওয়ার বিরোধিতা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কাজটি স্থানীয় সরকারের হলেও বিদ্যমান অবস্থায় এমপিরা এসব কাজ নিয়ন্ত্রণ করেন। যাতে নানান অনিয়মের অভিযোগ আছে। একই সঙ্গে দলটি এমপিদের ‘থোক বরাদ্দ’ বন্ধ করার প্রস্তাব দিয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ সকাল ১০টার কিছু পরে শুরু হয়ে এ সংলাপ শেষ হয় বেলা ২টা ১০ মিনিটের দিকে। সাইফুল হকের নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।
আইন ও বিধি অনুযায়ী সংসদ সদস্যদের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। নানান সময় অভিযোগ উঠেছে এমপিরা মূল কাজকে এড়িয়ে স্থানীয় সরকারের নানান উন্নয়নকাজের নিয়ন্ত্রণ নেন। যাতে তাঁদের ঘিরে নানান সিন্ডিকেটের কথাও আলোচনা আছে।
উন্নয়নকাজে সংসদ সদস্যরা নীতিগতভাবে যুক্ত থাকতে পারবেন না মন্তব্য করে সাইফুল হক বলেন, উন্নয়নের কাজটা হচ্ছে স্থানীয় সরকারের। তাঁরা থাকলে ডিক্টেট করেন, কন্ট্রোল করেন এবং অনেক কিছু তাঁরা করেন। আরেকটা হলো বিভিন্ন সময় দেখেছি ‘থোক বরাদ্দের’ নামে সংসদ সদস্যদের অর্থ দেওয়া হয়। এ টাকাগুলোর অপচয় হয়, দলীয় কাজে ব্যয় হয়। এ ধরনের অনেকগুলো ক্ষেত্র আছে। সেগুলো বন্ধ করলে অপ্রদর্শিত অর্থ ব্যয় করার যে প্রবণতা বন্ধ করা সম্ভব।
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ১২১টিতে একমত, ২২টি দ্বিমত এবং ২৩ প্রস্তাবে আংশিকভাবে একমত বলে কমিশনকে লিখিতভাবে জানিয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সংখ্যানুপাতিকে উচ্চকক্ষ, সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ চার বছরের প্রস্তাবে একমত হয়েছে। একই সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগও চার বছরের জন্য করার প্রস্তাব দিয়েছেন তাঁরা। একজন সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন সংবিধান সংস্কার কমিশনের এমন প্রস্তাবে বিষয়ে সাইফুল হক বলেন, ‘দুবার ও দুই মেয়াদ নিয়ে বিভ্রান্তি আছে। তা দূর করতে কমিশনকে বলেছি।’
১৬ বছর ধরে চলা আন্দোলন প্রধানত মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য করা হয়েছে দাবি করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। জাতীয় ঐকমত্য কমিশন দ্রুত গতিতে কাজ করতে পারলে ন্যূনতম বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি সম্ভব হবে বলে মনে করেন তিনি। সাইফুল হক বলেন, ‘তারপরে আমরা নির্বাচনে যেতে পারি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের ঘোর বিরোধিতা করেছি।’
জাতীয় সাংবিধানিক কমিশনের (এনসিসি) প্রস্তাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি একমত বলে জানান সাইফুল হক। তবে দলটি এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে রাখার পক্ষে দ্বিমত জানিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের বিতর্কে জড়িয়ে ফেলাটা ঠিক হবে না। কিছু জায়গা রাখা দরকার। আরেকটা কারণ হলো তাঁরা যদি কোনো বৈঠকে উপস্থিত থাকেন, তাহলে এনসিসির বাকি সদস্যের পক্ষে খোলামেলা আলোচনা, মতামত দেওয়াতে মনস্তাত্ত্বিকভাবে কঠিন হয়ে পড়তে পারে। গুরুত্ব নিয়োগ যেহেতু এনসিসি থেকে আসবে তাই রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে এনসিসির বাইরে রাখা বাঞ্ছনীয়।
সংসদ সদস্যদের অর্থবিল ও আস্থা ভোটে দলীয় সিদ্ধান্তে ভোট দেওয়ার পক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সাইফুল হক বলেন, অনেকেই বলছেন জাতীয় নিরাপত্তার প্রশ্ন ছাড়া। বিষয়টি এত অস্পষ্ট। যেকোনো কিছুকে জাতীয় নিরাপত্তার কথা বলে সংসদ সদস্যদের স্বাধীনতা রোধ করে দেওয়া যাবে।
জাতীয় ঐকমত্য কমিশন সংবিধানের বিষয়ে প্রস্তাব দিলে কীভাবে বাস্তবায়ন হবে এমন প্রশ্নে সাইফুল হক বলেন, জাতীয় সনদে স্বাক্ষরের পরে নির্বাচিত সংসদ সংস্কার, পরিবর্তন, পরিবর্ধন বা কোন অনুচ্ছেদ পুনর্লিখন করতে হলে করবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে অংশ নেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।
গণতান্ত্রিক দলগুলোর ঐক্যের ওপর নির্ভর করবে সংলাপের সাফল্য বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে সূচনা বক্তব্যে তিনি বলেছেন, ‘অনেক বিষয়ে ঐকমত্য আছে। বিভিন্ন বিষয়ে ভিন্ন মত দেখতে পাই, সেগুলো আলোচনার মধ্য দিয়ে অগ্রসর হব। গণতান্ত্রিক সমাজ অবশ্যই ভিন্ন ভিন্ন মতের সমাজ। আমরা সকলেই এক ভাষায় কথা বলব না। তবে আমাদের লক্ষ্য এক। সেই জায়গায় ঐক্যবদ্ধ আছি এবং থাকব। বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের ওপর নির্ভর করবে আমরা কতটুকু সাফল্য অর্জন করতে পারব।’
উন্নয়নমূলক কাজে সংসদ সদস্যদের সম্পৃক্ত হওয়ার বিরোধিতা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কাজটি স্থানীয় সরকারের হলেও বিদ্যমান অবস্থায় এমপিরা এসব কাজ নিয়ন্ত্রণ করেন। যাতে নানান অনিয়মের অভিযোগ আছে। একই সঙ্গে দলটি এমপিদের ‘থোক বরাদ্দ’ বন্ধ করার প্রস্তাব দিয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ সকাল ১০টার কিছু পরে শুরু হয়ে এ সংলাপ শেষ হয় বেলা ২টা ১০ মিনিটের দিকে। সাইফুল হকের নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।
আইন ও বিধি অনুযায়ী সংসদ সদস্যদের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। নানান সময় অভিযোগ উঠেছে এমপিরা মূল কাজকে এড়িয়ে স্থানীয় সরকারের নানান উন্নয়নকাজের নিয়ন্ত্রণ নেন। যাতে তাঁদের ঘিরে নানান সিন্ডিকেটের কথাও আলোচনা আছে।
উন্নয়নকাজে সংসদ সদস্যরা নীতিগতভাবে যুক্ত থাকতে পারবেন না মন্তব্য করে সাইফুল হক বলেন, উন্নয়নের কাজটা হচ্ছে স্থানীয় সরকারের। তাঁরা থাকলে ডিক্টেট করেন, কন্ট্রোল করেন এবং অনেক কিছু তাঁরা করেন। আরেকটা হলো বিভিন্ন সময় দেখেছি ‘থোক বরাদ্দের’ নামে সংসদ সদস্যদের অর্থ দেওয়া হয়। এ টাকাগুলোর অপচয় হয়, দলীয় কাজে ব্যয় হয়। এ ধরনের অনেকগুলো ক্ষেত্র আছে। সেগুলো বন্ধ করলে অপ্রদর্শিত অর্থ ব্যয় করার যে প্রবণতা বন্ধ করা সম্ভব।
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ১২১টিতে একমত, ২২টি দ্বিমত এবং ২৩ প্রস্তাবে আংশিকভাবে একমত বলে কমিশনকে লিখিতভাবে জানিয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সংখ্যানুপাতিকে উচ্চকক্ষ, সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ চার বছরের প্রস্তাবে একমত হয়েছে। একই সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগও চার বছরের জন্য করার প্রস্তাব দিয়েছেন তাঁরা। একজন সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন সংবিধান সংস্কার কমিশনের এমন প্রস্তাবে বিষয়ে সাইফুল হক বলেন, ‘দুবার ও দুই মেয়াদ নিয়ে বিভ্রান্তি আছে। তা দূর করতে কমিশনকে বলেছি।’
১৬ বছর ধরে চলা আন্দোলন প্রধানত মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য করা হয়েছে দাবি করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। জাতীয় ঐকমত্য কমিশন দ্রুত গতিতে কাজ করতে পারলে ন্যূনতম বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি সম্ভব হবে বলে মনে করেন তিনি। সাইফুল হক বলেন, ‘তারপরে আমরা নির্বাচনে যেতে পারি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের ঘোর বিরোধিতা করেছি।’
জাতীয় সাংবিধানিক কমিশনের (এনসিসি) প্রস্তাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি একমত বলে জানান সাইফুল হক। তবে দলটি এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে রাখার পক্ষে দ্বিমত জানিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের বিতর্কে জড়িয়ে ফেলাটা ঠিক হবে না। কিছু জায়গা রাখা দরকার। আরেকটা কারণ হলো তাঁরা যদি কোনো বৈঠকে উপস্থিত থাকেন, তাহলে এনসিসির বাকি সদস্যের পক্ষে খোলামেলা আলোচনা, মতামত দেওয়াতে মনস্তাত্ত্বিকভাবে কঠিন হয়ে পড়তে পারে। গুরুত্ব নিয়োগ যেহেতু এনসিসি থেকে আসবে তাই রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে এনসিসির বাইরে রাখা বাঞ্ছনীয়।
সংসদ সদস্যদের অর্থবিল ও আস্থা ভোটে দলীয় সিদ্ধান্তে ভোট দেওয়ার পক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সাইফুল হক বলেন, অনেকেই বলছেন জাতীয় নিরাপত্তার প্রশ্ন ছাড়া। বিষয়টি এত অস্পষ্ট। যেকোনো কিছুকে জাতীয় নিরাপত্তার কথা বলে সংসদ সদস্যদের স্বাধীনতা রোধ করে দেওয়া যাবে।
জাতীয় ঐকমত্য কমিশন সংবিধানের বিষয়ে প্রস্তাব দিলে কীভাবে বাস্তবায়ন হবে এমন প্রশ্নে সাইফুল হক বলেন, জাতীয় সনদে স্বাক্ষরের পরে নির্বাচিত সংসদ সংস্কার, পরিবর্তন, পরিবর্ধন বা কোন অনুচ্ছেদ পুনর্লিখন করতে হলে করবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে অংশ নেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।
গণতান্ত্রিক দলগুলোর ঐক্যের ওপর নির্ভর করবে সংলাপের সাফল্য বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে সূচনা বক্তব্যে তিনি বলেছেন, ‘অনেক বিষয়ে ঐকমত্য আছে। বিভিন্ন বিষয়ে ভিন্ন মত দেখতে পাই, সেগুলো আলোচনার মধ্য দিয়ে অগ্রসর হব। গণতান্ত্রিক সমাজ অবশ্যই ভিন্ন ভিন্ন মতের সমাজ। আমরা সকলেই এক ভাষায় কথা বলব না। তবে আমাদের লক্ষ্য এক। সেই জায়গায় ঐক্যবদ্ধ আছি এবং থাকব। বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের ওপর নির্ভর করবে আমরা কতটুকু সাফল্য অর্জন করতে পারব।’
গোপালগঞ্জে ফের লংমার্চ করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিস্টদের দ্রুত বিচার না করলে গোপালগঞ্জে আমরা শিগগিরই লংমার্চ করব। এবার গোপালগঞ্জকে আওয়ামী লীগ ও মুজিববাদমুক্ত করে ফিরে আসব।’ এ ছাড়া তিনি গোপালগঞ্জে সাধারণ মানুষকে হেনস্তা না করার
১১ মিনিট আগেসরকারের নির্লিপ্ততা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতায় সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘আমরা জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি, চেয়েছিলাম ডেমোক্রোসি, হয়ে যাচ্ছে মবক্রেসি।’
১৮ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। তিনি আরও বলেন, তাঁরা আবারও গোপালগঞ্জ যাবেন। আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পো
৩ ঘণ্টা আগেজাতীয় নির্বাচন নিয়ে ভেতরে-ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে