নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৫ থেকে ৩০ শতাংশের বেশি ভোটার উন্নত দেশগুলোর নির্বাচনেও থাকে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের নৌকার প্রার্থী আ ক ম মোজাম্মেল হক। তিনি দাবি করেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ভোটারের উপস্থিতি ছিল নির্বাচনে।
আজ রোববার বিকেলে গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রত্যাশা অনুযায়ী ভোটারদের কেন্দ্রে আনা যায়নি কেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পশ্চিমা দেশগুলোর নির্বাচনে কোনো খানে ২৫-৩০ পার্সেন্টের বেশি ভোটার নাই। আমেরিকাতেও না, ইংল্যান্ডেও না।’
আ ক ম মোজাম্মেল হক বলেন, লোকাল ইলেকশনে যেমন ভোটার হয়, জাতীয়তে সে পরিমাণে হয় না। কারণ লোকাল ইলেকশনে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র সাহেবরা বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়ে আসে, জাতীয় নির্বাচনে সেটা সম্ভব হয় না।
আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, ‘আমি মনে করি, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পার্সেন্টেজ উপস্থিতি ছিল। মানে এক-তৃতীয়াংশ।’
নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু ছিল জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গ্রহণযোগ্যতো বটেই একটি অবাধ নির্বাচন আজ পুরো জাতি দেখেছে। যারা বলতেন শেখ হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন হয় না; আমার মনে হয় জনগণ তার জবাব দিয়েছে।’
এ সময় তিনি নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এত কিছুর পরেও নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ভোট আয়োজন করতে সক্ষম হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের জাতীয় ও আন্তর্জাতিক ক্রেডিবিলিটি অনেক বৃদ্ধি পেয়েছে।’
নিজের জয়ের ব্যাপারে তিনি বলেন, ‘আমি শতভাগ আশাবাদী। কারণ জনগণের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে। তারাও আমাকে সেভাবে মূল্যায়ন করেছে। আশা করি, সেভাবেই তারা তাদের রায় দেবে।’
২৫ থেকে ৩০ শতাংশের বেশি ভোটার উন্নত দেশগুলোর নির্বাচনেও থাকে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের নৌকার প্রার্থী আ ক ম মোজাম্মেল হক। তিনি দাবি করেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ভোটারের উপস্থিতি ছিল নির্বাচনে।
আজ রোববার বিকেলে গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রত্যাশা অনুযায়ী ভোটারদের কেন্দ্রে আনা যায়নি কেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পশ্চিমা দেশগুলোর নির্বাচনে কোনো খানে ২৫-৩০ পার্সেন্টের বেশি ভোটার নাই। আমেরিকাতেও না, ইংল্যান্ডেও না।’
আ ক ম মোজাম্মেল হক বলেন, লোকাল ইলেকশনে যেমন ভোটার হয়, জাতীয়তে সে পরিমাণে হয় না। কারণ লোকাল ইলেকশনে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র সাহেবরা বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়ে আসে, জাতীয় নির্বাচনে সেটা সম্ভব হয় না।
আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, ‘আমি মনে করি, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পার্সেন্টেজ উপস্থিতি ছিল। মানে এক-তৃতীয়াংশ।’
নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু ছিল জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গ্রহণযোগ্যতো বটেই একটি অবাধ নির্বাচন আজ পুরো জাতি দেখেছে। যারা বলতেন শেখ হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন হয় না; আমার মনে হয় জনগণ তার জবাব দিয়েছে।’
এ সময় তিনি নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এত কিছুর পরেও নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ভোট আয়োজন করতে সক্ষম হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের জাতীয় ও আন্তর্জাতিক ক্রেডিবিলিটি অনেক বৃদ্ধি পেয়েছে।’
নিজের জয়ের ব্যাপারে তিনি বলেন, ‘আমি শতভাগ আশাবাদী। কারণ জনগণের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে। তারাও আমাকে সেভাবে মূল্যায়ন করেছে। আশা করি, সেভাবেই তারা তাদের রায় দেবে।’
চলতি বছরের এপ্রিলে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। নিয়মিত ফ্যাক্টচেকের বাইরে গাজায় গণহত্যার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে পুরোনো গুজব ফিরে আসা-সংক্রান্ত বিষয়ে একটি ফ্যাক্টফাইল এবং...
৪ ঘণ্টা আগেকলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার একজন রুকন ও এক কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৬ ঘণ্টা আগেরাখাইনে রোহিঙ্গাদের জন্য ‘আলাদা রাজ্য’ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির সরকার বলেছে, এটি মিয়ানমারের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে।
৬ ঘণ্টা আগেকাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই আগামী সোমবার (৫ মে) দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান।
৭ ঘণ্টা আগে