Ajker Patrika

শ্রমিক নেতা সেলিম মাহমুদের মুক্তির দাবি বাসদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেলিম মাহমুদ। ছবি: সংগৃহীত
সেলিম মাহমুদ। ছবি: সংগৃহীত

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও গার্মেন্টসশ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জের রবিনটেক্স গার্মেন্টসের গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

৯ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। এ মামলায় গত বুধবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয় শ্রমিক নেতা সেলিম মাহমুদসহ ১৯ জনকে।

শ্রমিকদের মুক্তি জানিয়ে সমাবেশ করে বাসদ। দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, ‘বারবার শ্রমিকেরা নিপীড়িত হয়েছে, লাঞ্ছিত ও অপমানিত হয়েছে। আর এই বারবার বৈষম্যের শিকার হওয়ার ফলে কিন্তু শ্রমিকেরা বারবার আন্দোলনে নেমেছে। এবারও বৈষম্যবিরোধী আন্দোলন সফল হতো না যদি লাখ লাখ শ্রমিক রাজপথে না নামত। রূপগঞ্জ ও নারায়ণগঞ্জে এই আওয়ামী দানবীয় শক্তির বিরুদ্ধে কারা সেদিন রাজপথে নেমেছিল? সেদিন শুধু শ্রমিকেরাই রাস্তায় দাঁড়িয়ে ছিল।’

রাজেকুজ্জামান বলেন, ‘বাংলাদেশের সমস্ত আইনের উৎস হচ্ছে ব্রিটিশ আইন। সেই ব্রিটিশ আইনে ছিল, রাত্রি বেলায় কাউকে গ্রেপ্তার করা যাবে না। কাউকে গ্রেপ্তার করার আগে সুনির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানা থাকতে হবে এবং রাতের বেলায় নয় দিনে তাকে গ্রেপ্তার করতে হবে। সেলিম মাহমুদের স্ত্রী এখানে আছেন, সেদিন আইনরক্ষাকারী বাহিনী আইনভঙ্গকারী বাহিনীতে পরিণত হলো। সেদিন তারা রাতের বেলা গিয়ে বাড়ির দরজা ভাঙার চেষ্টা করল। বাড়ির সমস্ত আসবাব তছনছ করল। আর এটা করার অধিকার তো কোনো আইনেই নাই।’

রতন বলেন, সেলিম মাহমুদের যদি কোনো অপরাধ থাকত, তাঁকে আপনারা গ্রেপ্তার করতে পারতেন। কিন্তু তাঁর স্ত্রী ও সন্তানের সামনে লাঞ্ছনা করলেন, এটা তো আপনারা করতে পারেন না। আর স্ত্রী সন্তান ও পরিবারের সদস্যদের কোনোভাবেই তো হয়রানি করতে পারেন না। এটা মানবাধিকারের কোনো ঘোষণার সঙ্গেই সংগতিপূর্ণ নয়। ফলে আজকে আপনারা মানবাধিকার ভঙ্গকারী বাহিনীতে পরিণত হয়েছেন।

বাসদের সহকারী সাধারণ সম্পাদক বলেন, ‘এত বড় অভ্যুত্থানের পরেও অভ্যুত্থানের বিজয়ী শক্তি যে জনগণ, সেই শক্তির ওপরে আবার নতুন করে যারা দানবীয় আক্রমণ চালিয়ে যায়, তারা অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না। তারা অভ্যুত্থানকারী জনগণের স্বার্থ রক্ষা করে না। তারা মালিকদের স্বার্থ রক্ষা করে ও লুটপাটকারীদের স্বার্থ রক্ষা করে।

উল্লেখ্য, ৯ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হন অন্তত ৪০ জন। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ পৃথক দুটি মামলা করে। উভয় মামলায় সেলিম মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত