Ajker Patrika

সময়মতো নির্বাচন না হলে আমরা মাঠে নামব: জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত
জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত

দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে অনতিবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব হলে বিএনপি মাঠে নামবে বলেও অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন হুঁশিয়ারি দেন।

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নবীন দল এই আলোচনার আয়োজন করে। সভায় ফারুক বলেন, ‘আমাদের নেতা (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমান আমাদের ধৈর্য ধরতে বলেছেন। তাই আমরা ধৈর্য ধরে আছি। কিন্তু নির্বাচন বিলম্বিত হলে সেই ধৈর্যের বাঁধ আমরা ভেঙে ফেলব। মহাসচিবসহ (বিএনপির) স্থায়ী কমিটির সদস্যরা তখন যদি আমাদের থামতে বলে, আমরা থামব না। নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই, যদি সময়মতো নির্বাচন দেওয়া না হয়।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে। এ সরকার ৯ মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই। যে অধিকার, দাবির জন্য আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই গণ-অভ্যুত্থান ঘটিয়েছি, সফলতা অর্জন করেছি, সেই সফলতাকে ম্লান করে দিয়েছে সরকার।’

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনাদের কাছে পাওয়ার কিছুই নাই। সংসদ সদস্য, ঠিকাদারি, লুটের টাকার ভাগ চাই না। আমরা একটা জিনিসই চেয়েছি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য আপনাকে (ড. মুহাম্মদ ইউনূস) সরকারে বসিয়েছে। কোন দিন নির্বাচন দেবেন, তা বলে দিতে অসুবিধা কোথায়? আমার মনে হয় সরকার নির্বাচন দিতে বিলম্ব করছে কারও কারও শক্তি-সমর্থন জোগাড় করার জন্য। এসব টালবাহানা এ দেশে চলবে না।’

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত