নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আজ রোববার হারুন অর রশিদ নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
মামলার অভিযুক্তরা হলেন—দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলার বিষয়ে আদেশের জন্য ২৫ মে তারিখ নির্ধারণ করেছেন। বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, খালেদা জিয়া কখনো কোনো দুর্নীতি করেননি এবং এর কোনো প্রমাণও নেই। এরপরও তাঁকে হয়রানি করার জন্য তৎকালীন দুদক কর্মকর্তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যা’ মামলা দায়ের করেছিলেন। অভিযোগে আরও বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন সরকারের প্ররোচনায় বিরোধী রাজনৈতিক নেতাদের দমন-পীড়নের উদ্দেশ্যে এসব মামলা করেছিলেন, যা শাস্তিযোগ্য অপরাধ।
বাদী মামলায় দাবি করেছেন, তিনি প্রমাণ হাজির করবেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও হয়রানিমূলক ছিল। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁদের আদালতে হাজির করে বিচার চাওয়া হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আজ রোববার হারুন অর রশিদ নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
মামলার অভিযুক্তরা হলেন—দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলার বিষয়ে আদেশের জন্য ২৫ মে তারিখ নির্ধারণ করেছেন। বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, খালেদা জিয়া কখনো কোনো দুর্নীতি করেননি এবং এর কোনো প্রমাণও নেই। এরপরও তাঁকে হয়রানি করার জন্য তৎকালীন দুদক কর্মকর্তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যা’ মামলা দায়ের করেছিলেন। অভিযোগে আরও বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন সরকারের প্ররোচনায় বিরোধী রাজনৈতিক নেতাদের দমন-পীড়নের উদ্দেশ্যে এসব মামলা করেছিলেন, যা শাস্তিযোগ্য অপরাধ।
বাদী মামলায় দাবি করেছেন, তিনি প্রমাণ হাজির করবেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও হয়রানিমূলক ছিল। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁদের আদালতে হাজির করে বিচার চাওয়া হয়েছে।
আওয়ামী লীগ শাসনামলে অসহায় হতদরিদ্র মানুষের মৌলিক অধিকার নিয়ে যে দায়িত্ব পালন করার কথা ছিল, তা না করে তারা শোষণ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান।
১৭ মিনিট আগেমির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। আপনারা ভাবছেন, বিএনপি যদি না থাকে, আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে! আরে ভাই, বিএনপির একজন নেতা-কর্মী বেঁচে থাকতে আপনাদের এই খায়েশ কখনো পূরণ হবে না।
১ ঘণ্টা আগেআমিনুল হক বলেন, ‘যারা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, তারাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায়। নির্বাচন ছাড়া তারা সংসদে যেতে চায়। আমরা বলতে চাই, জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়ে জনগণের কথামতো দেশ চলবে। জনগণের বাইরে গিয়ে ভিন্ন মতামতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ।
১ ঘণ্টা আগেসালাহউদ্দিন আহমদ প্রশ্ন করেন, ‘মুক্ত স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ কি রক্ত দিতেই থাকবে? যাঁরা সংস্কারের নামে নির্বাচন পেছানোর কথা বলছেন, তাঁদের অসৎ উদ্দেশ্য আছে।’
২ ঘণ্টা আগে