Ajker Patrika

আমরাও দেখব কে কাকে রুখে দেয়: ফখরুলের উদ্দেশে কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ মে ২০২৩, ১৩: ১০
আমরাও দেখব কে কাকে রুখে দেয়: ফখরুলের উদ্দেশে কাদের

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না—মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা কোনো পাল্টা কর্মসূচি দেই না। তারা বলেছে নির্বাচন হতে দেবে না। আমরাও দেখব কে কাকে রুখে দেয়। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেব।’

আজ রোববার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠকে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ঘূর্ণিঝড় মোখার মতো দেশের রাজনীতিতে ঝড় আসবে—বিএনপির মহাসচিবের এমন হুঁশিয়ারির জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘শুধুই গলাবাজি। নিজেদের দুর্বলতা ঢাকতেই এসব কথা বলছেন বিএনপি নেতারা।’

বিএনপি গরম থেকে নরম, আর নরম থেকে গরম কর্মসূচি দিয়েও কোনো ফল পায়নি উল্লেখ করে কাদের বলেন, ‘কর্মসূচির ধরন পাল্টালেও ফল পাল্টায়নি। জনসম্পৃক্ততা না থাকলে সেটি সফল হয়নি।’ 

ক্ষমতার মোহ দেখিয়ে বিএনপি তাদের নেতা-কর্মীদের মাঠে নামিয়েছিল বলেও দাবি করেন কাদের। তিনি বলেন, ‘নেতারা শুরুতে কর্মীদের চাঙা করেছিল, পরে পিছু হটেছে।’ 

ঘূর্ণিঝড়ে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, সেখান লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী খোঁজখবর নিচ্ছেন ও দিকনির্দেশনা দিচ্ছেন। 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, শাম্মী আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত