Ajker Patrika

খালেদা জিয়ার চিকিৎসা: প্রধানমন্ত্রীকে মানবিক আচরণের আহ্বান ইউরোপীয় পার্লামেন্ট সদস্যের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ২১: ৩৩
খালেদা জিয়ার চিকিৎসা: প্রধানমন্ত্রীকে মানবিক আচরণের আহ্বান ইউরোপীয় পার্লামেন্ট সদস্যের 

মানবিক দৃষ্টিকোণ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. আইভান স্টেফানেক। 

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে স্থানীয় সময় বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এই চিঠি পাঠান ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য।
 
চিঠিতে ড. আইভান স্টেফানেক বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। 

চিঠিতে ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য করোনাকালে জেল থেকে খালেদা জিয়ার বের হওয়ার অনুমতি দেওয়ায় সরকারের উদ্যোগের প্রশংসা করেন। আইভান জানান, সম্প্রতি তিনি গণমাধ্যমের খবরে জানতে পেরেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য বেশ খারাপ। এমন সময় দেশের বাইরে চিকিৎসার জন্য তাঁর পরিবারের আবেদনকে মানবিকভাবে দেখার অনুরোধ করেন আইভান। এ সময় তিনি ৯ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় সরকারের প্রশংসা করেন। 

এর আগে গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত