অনলাইন ডেস্ক
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ এবং উপদেষ্টা পরিষদের রদবদলের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ সোমবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ও উপদেষ্টা পরিষদের রদবদলের বিষয়ে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা পদত্যাগ করেননি। আর উপদেষ্টা রদবদলের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা এখনো জানি না।’
এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অর্থনৈতিক কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বিডার চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে কী উদ্যোগ নিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, চাকরির ক্ষেত্র তৈরি হবে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব।
সরকারে প্রতিটি সেক্টেরে ই-ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, ‘সরকারের অনেক মন্ত্রণালয়, অধিদপ্তরে ই-ফাইলিং নেই, এতে সরকারের সিদ্ধান্তগ্রহণ ধীরগতি হয়ে যায়, এ জায়গাটায় গতি আনার জন্য ফাইল যাতে ম্যানুয়ালি মুভ না করে সেটা দ্রুত করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।’
সরকারের কাজের সমন্বয় যাতে সহজ ও দ্রুত হয়, এ জন্য এই সিদ্ধান্ত হয়েছে। ই-ফাইলিং হলে দুর্নীতি কমে আসে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন কীভাবে এস্তোনিয়ায় দুর্নীতি কমেছে, সেটা বাংলাদেশের সঙ্গে শেয়ার করতে চেয়েছে। আমরাও বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছি।’ এর মাধ্যমে ফাইল মনিটরিং সহজ ও ট্র্যাকিং করা যাবে বলেও জানান তিনি।
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো পাঠিয়েছে বলে জানান প্রেস সচিব। রাজনৈতিক দলগুলো তাদের বিশ্লেষণ কমিশনের কাছে জানাবে বলেও উল্লেখ করেন তিনি। শফিকুল আলম বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন আগে সব দলের মতামত নিক। এরপর বৈঠকের (রাজনৈতিক দলের সঙ্গে) বিষয়ে আপনাদের (সাংবাদিক) জানাবে।’
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল, শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সিরিয়াস। ছাত্রদের মধ্যে আইনশৃঙ্খলার অবনতির পরিস্থিতি সৃষ্টি হলে আমরা অবশ্যই দেখব। আইনের অবনতি হোক, সেটা আমরা চাই না। সে বিষয়ে কাজ করছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ এবং উপদেষ্টা পরিষদের রদবদলের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ সোমবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ও উপদেষ্টা পরিষদের রদবদলের বিষয়ে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা পদত্যাগ করেননি। আর উপদেষ্টা রদবদলের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা এখনো জানি না।’
এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অর্থনৈতিক কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বিডার চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে কী উদ্যোগ নিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, চাকরির ক্ষেত্র তৈরি হবে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব।
সরকারে প্রতিটি সেক্টেরে ই-ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, ‘সরকারের অনেক মন্ত্রণালয়, অধিদপ্তরে ই-ফাইলিং নেই, এতে সরকারের সিদ্ধান্তগ্রহণ ধীরগতি হয়ে যায়, এ জায়গাটায় গতি আনার জন্য ফাইল যাতে ম্যানুয়ালি মুভ না করে সেটা দ্রুত করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।’
সরকারের কাজের সমন্বয় যাতে সহজ ও দ্রুত হয়, এ জন্য এই সিদ্ধান্ত হয়েছে। ই-ফাইলিং হলে দুর্নীতি কমে আসে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন কীভাবে এস্তোনিয়ায় দুর্নীতি কমেছে, সেটা বাংলাদেশের সঙ্গে শেয়ার করতে চেয়েছে। আমরাও বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছি।’ এর মাধ্যমে ফাইল মনিটরিং সহজ ও ট্র্যাকিং করা যাবে বলেও জানান তিনি।
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো পাঠিয়েছে বলে জানান প্রেস সচিব। রাজনৈতিক দলগুলো তাদের বিশ্লেষণ কমিশনের কাছে জানাবে বলেও উল্লেখ করেন তিনি। শফিকুল আলম বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন আগে সব দলের মতামত নিক। এরপর বৈঠকের (রাজনৈতিক দলের সঙ্গে) বিষয়ে আপনাদের (সাংবাদিক) জানাবে।’
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল, শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সিরিয়াস। ছাত্রদের মধ্যে আইনশৃঙ্খলার অবনতির পরিস্থিতি সৃষ্টি হলে আমরা অবশ্যই দেখব। আইনের অবনতি হোক, সেটা আমরা চাই না। সে বিষয়ে কাজ করছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
সংস্কার কমবেশির শর্ত দিয়ে অন্তর্বর্তী সরকারের দিক থেকে ঘুরেফিরে বারবার বলা হচ্ছে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু জুন পর্যন্ত সময় দিতে নারাজ বিএনপি। দলটির দাবি, সংস্কারের জন্য নির্বাচন বিলম্ব করার কোনো কারণ নেই। ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায়...
৮ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলছেন, ‘দেশে ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ আবার কিন্তু ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি করবে। একটা ভয়ংকর ফ্যাসিবাদ তৈরি করতে চাইবে। এ সুযোগ দেশের মানুষ আর কখনো দেবে না, দিতে চায় না। সে জন্য এই সরকারকে আরও বেশি তৎপর হতে হবে।’ আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর
১২ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এনফ্রেলের প্রতিনিধিদল। আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করে তারা।
১৪ ঘণ্টা আগেসমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও গার্মেন্টসশ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জের রবিনটেক্স গার্মেন্টসের গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি
১৭ ঘণ্টা আগে