Ajker Patrika

আশাই বিএনপির একমাত্র ভরসা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আশাই বিএনপির একমাত্র ভরসা: তথ্যমন্ত্রী

বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলেও সেটিকে তাদের শুধু আশা হিসেবেই দেখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এর কারণ হিসেবে তিনি বলেছেন, 'দেশের উন্নয়ন অগ্রগতিকে বাদ দিয়ে যারা পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করে জনগণ তাদের আর চায় না।' 

আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তথ্যমন্ত্রী এ কথা বলেন। 

একজন সাংবাদিক তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিএনপি নেতারা বলছেন আগামী নির্বাচনে পরিবর্তন আসবে, এ নিয়ে নেতা কর্মীদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘মহাসমুদ্রে আশাই একমাত্র ভরসা। এটি বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য। আশা নিয়েই উনারা বেঁচে আছেন। আশা থাকা ভালো, যে একদিন পরিবর্তন হবে। অবশ্যই একদিন তো… সবাই তো চিরকাল ক্ষমতায় থাকবে না। সেই পরিবর্তন বিএনপির জন্য মানুষ চায় কিনা সেটি হচ্ছে প্রশ্ন। কারণ মানুষ এই উন্নয়ন অগ্রগতি বাদ দিয়ে যারা মানুষের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করে বা নিজেদের স্বার্থে মানুষকে জিম্মি করার রাজনীতি করে, হত্যা ষড়যন্ত্রের রাজনীতি করে তাদের জন্য মানুষ পরিবর্তন চায় কিনা সেটি হচ্ছে প্রশ্ন।’ 

বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদের নেতৃত্বে সংগঠনের নেতারা তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। দীপ আজাদ বলেন, 'করোনার মধ্যে কিছু গণমাধ্যম প্রতিষ্ঠান লাভজনক অবস্থানে থেকেও কর্মীদের ঠিকমতো বেতনভাতা দেয়নি, কর্মী ছাঁটাই করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আপনার কাছে দাবি জানাচ্ছি যারা গণমাধ্যম চালাতে পারছেন না, তাদের কাছ থেকে গণমাধ্যমের মালিকানা নিয়ে, যারা সঠিকভাবে গণমাধ্যম চালাতে পারবেন তাদের কাছে মালিকানা হস্তান্তর করুন।' 

তথ্যমন্ত্রী বলেন, 'করোনা চলে গেছে। এখন ব্যবসা-বাণিজ্যে যেমন সুবাতাস বইতে শুরু করেছে, গণমাধ্যমেও করোনাকালে যে সংকটগুলো ছিল সেগুলো এখন আর নেই। অনেকটাই দূরীভূত হয়েছে। আমি আশা করব করোনাকালে যাদের চাকরি চলে গেছে তারা আবার চাকরিতে পুনর্বহাল হবেন। প্রত্যেকটা হাউস যদি সব সাংবাদিকদের জন্য বিমার ব্যবস্থা করা হয় তাহলে একটি সুরক্ষা হয়। এটি ওয়েজবোর্ডেও বলা আছে। আমি সবাইকে অনুরোধ করব এই ব্যবস্থা করতে। একজন সাংবাদিক এত বছর চাকরি করার পর শূন্য হাতে ফেরত যাবে এটি কখনো হয় না, এটি হওয়া উচিত নয়। কারণ যারা সাংবাদিকতা করেন তারা মেধা ও যোগ্যতায় অনেকের চেয়ে ভালো। কিন্তু তাদের চাকরিতে যে পাওনা কিংবা চাকরির শেষে যে পাওনা সেটি অনেকের থেকে কম, সেটি হওয়া অনুচিত।' 

হাছান মাহমুদ জানান, গণমাধ্যমকর্মী আইন চূড়ান্ত পর্যায়ে আছে, সেটি আগামী সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আর সম্প্রচার আইন নিয়েও কাজ চলছে, সেটি অনেক দূর এগিয়েছে।

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম ফ্রি প্রেস অ্যাওয়ার্ড পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, 'নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠান তাঁকে পুরস্কৃত করেছে এবং পাকিস্তানের একজন সাংবাদিকের হাত থেকে তার স্বামী পুরস্কার গ্রহণ করেছেন, আমি তাকে অভিনন্দন জানাই।' তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফাইল চুরির ঘটনায় রোজিনার বিরুদ্ধে দায়ের হওয়ার মামলা বিচারাধীন থাকায় সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত