Ajker Patrika

সিসিইউ থেকে খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিসিইউ থেকে খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) একটানা প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর কেবিনে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে মেডিকেল বোর্ডের সুপারিশে তাঁকে কেবিনে আনা হয়। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন এ খবর জানান। কেবিনে সিসিইউর সব সুবিধাদি রাখা হয়েছে বলে জানান তিনি। 

খালেদা জিয়াকে কেবিনে আনা হলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন জাহিদ হোসেন। তিনি বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার অবস্থা আগের মতোই আছে। সবগুলো প্যারামিটার আগের মতোই ওঠানামা করছে।’ 

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরের দিনই তাঁকে সিসিইউতে নেওয়া হয়। লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর থেকে মাঝে মাঝেই তাঁর রক্তক্ষরণ হচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে দেশের বাইরে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। বিদেশে পাঠানোর অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে পরিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত