Ajker Patrika

বিএনপি স্বাধীনতাবিরোধীদের ঐক্যবদ্ধ করছে: আমু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৮: ৫৩
বিএনপি স্বাধীনতাবিরোধীদের ঐক্যবদ্ধ করছে: আমু

‘স্বাধীনতাবিরোধীদের ঐক্যবদ্ধ করতে যে ধরনের বক্তব্য, বিবৃতি ও কর্মসূচি দেওয়া দরকার, বিএনপি তার সবকিছুই করছে’ বলে মন্তব্য করেছেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ–বিএসডি) উদ্যোগে ‘বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আমু এসব কথা বলেন। 

আমির হোসেন আমু বলেন, ‘জিয়াউর রহমান ও খালেদা জিয়া—দুজনেই স্বাধীনতাবিরোধীদের প্রতিষ্ঠিত করেছেন। কারণ, স্বাধীনতাবিরোধীরাই তাঁদের সমর্থক। আজকে বাইচান্স স্বাধীনতা, সরকার পতনের আন্দোলন এবং সংবিধান সংশোধনের যেসব কথা বলা হচ্ছে, তা স্বাধীনতাবিরোধীদের জন্যই বলা হচ্ছে। তাদের ঐক্যবদ্ধ করার জন্যই বলা হচ্ছে।’ 

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৩০ হাজার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছিল উল্লেখ করে আমু বলেন, ‘অথচ তারা এখন গণতন্ত্রের কথা বলছে। বিএনপির গঠনতন্ত্রই তো এখনো গণতান্ত্রিক ফর্মে আসেনি। তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল হয়েছে, তা বিতর্কিত তো বিএনপিই করেছে। তাদের কারণেই তা বাতিল হয়েছে। আমরা এত দিন তাদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করে এসেছি। রাজনৈতিকভাবেও তাদের মোকাবিলা করা হবে। যদি তাদের জনসমর্থন থেকেই থাকে, তবে তারা নির্বাচনে এসেই তা প্রমাণ করে দেখাক। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যত্যয় হবে না।’ 

এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘এ বছরের ডিসেম্বরে বা আগামী বছরের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচনের আগে আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ রয়েছে। একটি হলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে। কিন্তু দুর্নীতিবাজ সিন্ডিকেটের কারণে এই পরিস্থিতি আরও জটিল হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে যদি পণ্যের দাম ১০ টাকা বাড়ে, তো এই দুর্নীতিবাজ সিন্ডিকেটের কারণে বেড়েছে আরও ৮ টাকা।’ 

জাসদ সভাপতি আরও বলেন, ‘দেশে বিস্ময়কর উন্নয়ন হচ্ছে, কিন্তু কিছু খড়কাটা ইঁদুর, দুর্নীতিবাজ সিন্ডিকেট উন্নয়নের সুফল খেয়ে ফেলছে। এ কারণে উন্নয়নের সুফল সবার ঘরে পৌঁছাচ্ছে না। আরেক দিকে বিএনপি-জামায়াত জোট নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচনের আগেই একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে চাইছে। এই দুই চ্যালেঞ্জ আমাদের সামনে। এই দুই অপশক্তির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, ব্যবস্থা নিতে হবে।’ 

অনুষ্ঠানে বাসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রেজাউর রশীদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন গণ আজাদী লীগের সভাপতি এস কে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত