Ajker Patrika

বিএনপির গণ-অবস্থান: শাহবাগে ‘সতর্ক পাহারায়’ ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৩: ৫০
বিএনপির গণ-অবস্থান: শাহবাগে ‘সতর্ক পাহারায়’ ছাত্রলীগ

রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিএনপির গণ-অবস্থান কর্মসূচিকে সন্ত্রাস ও জঙ্গিবাদের ‘গেট টুগেদার’ আখ্যা দিয়ে শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে ‘সতর্ক পাহারায়’ রয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

আজ বুধবার বেলা ১১টা থেকে শুরু হয় এই অবস্থান। বেলা ৩টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি করবে ছাত্রলীগ। ছাত্রলীগ এই পাহারাকে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির প্রতিশব্দ বিএনপি-জামায়াতের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রসমাজের ঐক্যবদ্ধ অবস্থান কর্মসূচি’ বলছে। 

সরেজমিনে দেখা যায়, বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ, গভ. অ্যাপ্লাইড সায়েন্স কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নিতে থাকেন। 

বিএনপির গণ-অবস্থান কর্মসূচিকে সন্ত্রাস ও জঙ্গিবাদের ‘গেট টুগেদার’ আখ্যা দিয়ে শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্রলীগঅবস্থানের বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মডেলে পরিণত হয়ে উন্নত দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশে-বিদেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। পঁচাত্তরের ঘাতকেরা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে। অগ্নিসন্ত্রাসের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতের দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে দায়বদ্ধতা থেকে তরুণ সমাজ আজকে শাহবাগে অবস্থান নিয়েছে। তরুণ সমাজ শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় নিজেদের কাজ করে যাওয়াকে দায়িত্ব মনে করে।’ 

এদিকে পূর্বঘোষণা অনুযায়ী বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবিতে আজ সকাল থেকে রাজধানীর নয়াপল্টন ও বিভাগীয় শহরগুলোতে গণ-অবস্থান পালন করছে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও জোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত